রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকটি গীতিনাট্য হিসেবে পরিচিত?
A
নটীর পূজা
B
বাল্মীকি প্রতিভা
C
চিত্রাঙ্গদা
D
চণ্ডালিকা
উত্তরের বিবরণ
"বাল্মীকি প্রতিভা" (গীতিনাট্য)
-
রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৮১ সালে এই গীতিনাট্যটি রচনা করেন।
-
এতে তিনি স্বরচিত গানের সঙ্গে পাশ্চাত্য সুরের সংমিশ্রণ ঘটান।
-
ঠাকুরবাড়ির বিদ্বজ্জন সমাগম উপলক্ষে এর অভিনয় অনুষ্ঠিত হয়।
-
রবীন্দ্রনাথ নিজেই অভিনয় করেছিলেন বাল্মীকি চরিত্রে।
-
তাঁর ভ্রাতুষ্পুত্রী প্রতিভা অভিনয় করেছিলেন সরস্বতীর ভূমিকায়।
রবীন্দ্রনাথের কিছু নৃত্যনাট্য
-
চিত্রাঙ্গদা (১৮৯২): মনিপুর রাজ্যের রাজকন্যা চিত্রাঙ্গদা ও অর্জুনের পৌরাণিক কাহিনি অবলম্বনে রচিত; অমিত্রাক্ষর ছন্দে লেখা।
-
নটীর পূজা (১৯২৬): কথা ও কাহিনী কাব্যের অন্তর্গত পূজারিণী কবিতাকে অবলম্বন করে রচিত।
-
চণ্ডালিকা (১৯৩৩): অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রতিবাদ; এখানে প্রকৃতি নামের এক চণ্ডালী কন্যা মায়ের সাহায্যে এক বৌদ্ধ সন্ন্যাসীকে প্রলোভনে ফেলার ঘটনা প্রধান।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা সাহিত্যের ইতিহাস – মাহবুবুল আলম; বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
কোনটি ঐতিহাসিক নাটক?
Created: 4 months ago
A
শর্মিষ্ঠা
B
রাজসিংহ
C
পলাশীর যুদ্ধ
D
রক্তাক্ত প্রান্তর
নাটক ‘রক্তাক্ত প্রান্তর’
-
মুনীর চৌধুরী রচিত ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির ভিত্তি রয়েছে মহাকবি কায়কোবাদের ‘মহাশ্মশান’ গ্রন্থের কাহিনির ওপর।
-
এটি মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক।
-
নাটকটি পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১)কে কেন্দ্র করে তিন অঙ্কে রচিত।
-
‘রক্তাক্ত প্রান্তর’ একটি ঐতিহাসিক নাটক নয়, বরং ইতিহাস-আশ্রিত নাটক।
-
নাটকের একটি বিখ্যাত উক্তি হলো:
‘মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়।’
যা নবাব সুজাউদ্দৌলা বলেন।
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
ইব্রাহিম কার্দি, জোহরা, হিরণবালা ইত্যাদি।
অন্যদিকে,
-
‘পলাশির যুদ্ধ’ নবীনচন্দ্র সেনের একটি ঐতিহাসিক আখ্যান কাব্য।
-
‘শর্মিষ্ঠা’ বাংলা সাহিত্যের প্রথম সফল নাটক, রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত।
-
‘রাজসিংহ’ (১৮৮২) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস, যা তিনি একমাত্র ঐতিহাসিক উপন্যাস হিসেবে বর্ণনা করেছেন।
মুনীর চৌধুরী সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ:
-
মুনীর চৌধুরী একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী ছিলেন।
-
তিনি ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন।
-
শিক্ষা ও কর্মজীবনে তিনি বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
মুনীর চৌধুরীর নাটকসমূহ:
মৌলিক নাটক:
-
রক্তাক্ত প্রান্তর
-
চিঠি
-
কবর
-
দণ্ডকারণ্য
অনুবাদ নাটক:
-
কেউ কিছু বলতে পারে না
-
রূপার কৌটা
-
মুখরা রমণী বশীকরণ
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 4 months ago
সেলিম আল দীন রচিত নাটক কোনটি?
Created: 4 weeks ago
A
কিত্তনখোলা
B
ফুড কনফারেন্স
C
তপস্বী ও তরঙ্গিণী
D
গিনিপিগ
'কিত্তনখোলা' নাটকটি সেলিম আল দীন রচিত এবং তাঁর জীবনঘনিষ্ঠ নাট্যকর্ম হিসেবে বিবেচিত। নাটকটির রচনার মাধ্যমে সেলিম আল দীন বাংলা নাট্যশিল্পকে নতুন রূপ দেন, যেখানে পাশ্চাত্য নাট্যরীতি পরিহার করে প্রাচ্যীয় রীতি প্রবর্তিত হয়। ‘কিত্তনখোলা’ বাঙালির প্রান্তিক জনমানুষের প্রথাগত জীবনে স্থিত সাংস্কৃতিক আচার-আচরণের ইতিবৃত্ত হয়ে ওঠে। লেখকের ভাষায়, কিত্তনখোলা পর্বে তিনি মানিকগঞ্জের লোকায়ত জীবন-সংস্কৃতি এবং এর অপূর্ব নিসর্গের সঙ্গে পরিচিত হন। নাটকে বিশাল পটভূমিকায় মহাকাব্যিক ব্যঞ্জনায় গ্রামীণ জীবনের বিস্তারিত চিত্র প্রতিফলিত হয়েছে। বর্ণনাত্মক শিল্পরীতির প্রয়োগ এটিকে শিল্পের একটি মহৎ জায়গায় পৌঁছে দিয়েছে এবং এতে এক ভিন্ন মাত্রা সংযোজিত হয়েছে।
-
অন্যান্য উল্লেখযোগ্য নাটক ও কাব্যনাটক:
-
'ফুড কনফারেন্স' – আবুল মনসুর আহমদ রচিত ব্যঙ্গাত্মক গল্পগ্রন্থ
-
'তপস্বী ও তরঙ্গিণী' – বুদ্ধদেব বসু রচিত মনস্তাত্ত্বিক কাব্যনাটক, যা মহাভারতের ঋষ্যশৃঙ্গ ও তরঙ্গিণীকে আধুনিক প্রেক্ষাপটে উপস্থাপন করে মানুষের দ্বৈত সত্তা ও আত্মোপলব্ধির গভীরতা তুলে ধরে
-
'গিনিপিগগিনিপিগ' – নাট্যকার মামুনুর রশীদের উল্লেখযোগ্য নাটক, যেখানে ২২টি চরিত্রের মাধ্যমে লেখক তাঁর চিন্তাভাবনাকে সংলাপে ছড়িয়ে দিয়েছেন এবং এটি বাংলাদেশের নাট্য অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছিল
-

0
Updated: 4 weeks ago
'নেমেসিস' নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
Created: 2 months ago
A
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
B
ঊনপঞ্চাশের মন্বন্তর
C
বায়ান্নর ভাষা আন্দোলন
D
একাত্তরের মুক্তিযুদ্ধ
'নেমেসিস' নাটক
- 'নেমেসিস' নুরুল মোমেন রচিত শ্রেষ্ঠ নাটক।
- ১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মোমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং ‘শনিবারের চিঠি’ পত্রিকায় তা প্রকাশিত হয়।
- নাটকটি গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৪৮ সালে।
- নাটকটি স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক চরিত্র বিশিষ্ট নাটক। এক চরিত্র বিশিষ্ট এমন নাটক বাংলা সাহিত্যে কম বলে ‘নেমেসিস’ উল্লেখযোগ্য।
- এ নাটকে সমকালীন দুর্ভিক্ষ, মজুতদারদের পিশাচবৃত্তি ও নিরন্নদের হাহাকারের বাস্তব চিত্র ফুটে উঠেছে।
- 'নেমেসিস' নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম- সুরজিত নন্দী।
--------------------
• নুরুল মোমেন:
- নুরুল মোমেন এর জন্ম ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ১৯০৬ সালে।
- নুরুল মোমেনের প্রথম নাটক রূপান্তর ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়। তিনি নিজে নাটকটি পরিচালনা করেন। ১৯৪৭ সালে নাটকটি গ্রন্থরূপে প্রকাশিত হয়।
- তাঁর 'নেমেসিস' নাটকটি প্রথম শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়। 'নেমেসিস' নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত।
- নুরুল মোমেন রচিত প্রথম রম্যগ্রন্থ 'বহুরূপা'।
• নুরুল মোমেন এর বিখ্যাত নাটক:
- যদি এমন হতো,
- নয়া খান্দান,
- আলোছায়া,
- আইনের অন্তরালে,
- শতকরা আশি,
- রূপলেখা,
- যেমন ইচ্ছা তেমন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago