A
সোমবার
B
মঙ্গলবার
C
বৃহস্পতিবার
D
শনিবার
উত্তরের বিবরণ
প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে, গতকালের আগের দিন কি বার ছিল?
সমাধান:
আগামী পরশুর পরের দিন ⇒ রবিবার
পরশু দিন ⇒ শনিবার
আগামীকাল ⇒ শুক্রবার
আজ ⇒ বৃহস্পতিবার
গতকাল ⇒ বুধবার
∴ গতকালের আগের দিন ⇒ মঙ্গলবার

0
Updated: 20 hours ago
দুটি সমান্তরাল রেখা কটি বিন্দুতে ছেদ করে?
Created: 1 week ago
A
৪
B
২
C
৮
D
ছেদ করে না
দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব যখন সর্বদা একই থাকে তখন একটিকে অপরটির সমান্তরাল রেখা বলা হয়।
দুটি সমান্তরাল রেখা কখনও পরস্পর ছেদ করে না।

0
Updated: 1 week ago
অম্বর এর প্রতিশব্দ কোনটি?
Created: 20 hours ago
A
পৃথিবী
B
জল
C
সমুদ্র
D
আকাশ
‘অম্বর’ এর প্রতিশব্দ → ‘আকাশ’।
বাংলা ভাষায় ‘আকাশ’ বোঝাতে বিভিন্ন সমার্থক শব্দ ব্যবহার করা হয়। যেমন—
-
অম্বর
-
ব্যোম
-
গগন
-
আসমান
-
নীলিমা
-
শূন্যলোক
-
অন্তরিক্ষ
-
সুরপথ
-
অভ্র
-
দ্যূলোক
-
অম্বরতল
-
অনন্ত ইত্যাদি।
একইভাবে অন্য শব্দেরও অনেক সমার্থক শব্দ আছে—
‘জল’ এর প্রতিশব্দ:
অম্বু, নীর, উদক, সলিল, পানি, বারি, অপ, তোয়, জীবন, অর্ণঃ।
‘মেঘ’ এর প্রতিশব্দ:
বারিদ, জলধর, অম্বুদ, নীরদ, পয়োধর, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, বলাহক।
‘পৃথিবী’ এর প্রতিশব্দ:
ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান

0
Updated: 20 hours ago
"RAPIS" অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
Created: 20 hours ago
A
একটি মহাসাগর
B
একটি শহর
C
একটি দেশ
D
একটি প্রাণী
প্রশ্ন: "RAPIS" অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
সমাধান:
'RAPIS' অক্ষরগুলোকে নতুন করে সাজালে 'PARIS' পাওয়া যাবে যা ফ্রান্সের রাজধানী প্যারিস।
প্যারিস একটি শহর।

0
Updated: 20 hours ago