A
পৃথিবী
B
জল
C
সমুদ্র
D
আকাশ
উত্তরের বিবরণ
‘অম্বর’ এর প্রতিশব্দ → ‘আকাশ’।
বাংলা ভাষায় ‘আকাশ’ বোঝাতে বিভিন্ন সমার্থক শব্দ ব্যবহার করা হয়। যেমন—
-
অম্বর
-
ব্যোম
-
গগন
-
আসমান
-
নীলিমা
-
শূন্যলোক
-
অন্তরিক্ষ
-
সুরপথ
-
অভ্র
-
দ্যূলোক
-
অম্বরতল
-
অনন্ত ইত্যাদি।
একইভাবে অন্য শব্দেরও অনেক সমার্থক শব্দ আছে—
‘জল’ এর প্রতিশব্দ:
অম্বু, নীর, উদক, সলিল, পানি, বারি, অপ, তোয়, জীবন, অর্ণঃ।
‘মেঘ’ এর প্রতিশব্দ:
বারিদ, জলধর, অম্বুদ, নীরদ, পয়োধর, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, বলাহক।
‘পৃথিবী’ এর প্রতিশব্দ:
ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান

0
Updated: 20 hours ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 week ago
A
36
B
32
C
31
D
40
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
নিচের সারির ১ম সংখ্যা + দুই সংখ্যার পার্থক্য = উপরের সংখ্যা।
১ম চিত্রে, 30 + (30 - 15) = 45
দ্বিতীয় চিত্রে, 25 + (25 - 19) = 31
তৃতীয় চিত্রে, 28 + (28 - 21) = 35

0
Updated: 1 week ago
ইদানীং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায়-
Created: 2 weeks ago
A
খুবই হতাশাবোধ করবেন
B
বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন
C
সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
D
ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন
প্রশ্ন: ইদানীং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব কমে যাচ্ছে। এ অবস্থায় আপনি কী করবেন?
সমাধান:
এমন পরিস্থিতিতে সবচেয়ে ভালো উপায় হলো সংসারের প্রতি গভীর মনোযোগ দেওয়া। কারণ পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণ ও আন্তরিকতা সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে এবং পারস্পরিক সম্মান ফিরিয়ে আনে।
অন্যদিকে, হতাশা প্রকাশ করা, রাগ দেখানো বা বন্ধুদের কাছে অভিযোগ করার মাধ্যমে আসল সমস্যার সমাধান হয় না। বরং তা সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দিতে পারে। তাই ইতিবাচক মনোভাব নিয়ে পরিবারের প্রতি মনোযোগী হওয়াই সঠিক সিদ্ধান্ত।
উৎস: পারিবারিক সম্পর্ক উন্নয়ন বিষয়ক নীতিমালা ও নৈতিক শিক্ষা।

0
Updated: 2 weeks ago
কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?
Created: 1 week ago
A
ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
B
বিয়ে বাড়ী ছেঁড়ে চলে যাবেন
C
পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
D
আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
-ছেড়া অংশ যেভাবে আছে সেভাবে রাখলে বাজে দেখায়,ধরে রাখতে গিয়ে বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে।
বিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা শোভন দেখায় না এতে যিনি নিমন্ত্রণ করেছেন তিনি কষ্ট পেতে পারেন।
সেক্ষেত্রে যারা কাছাকাছি আছে তাদের পরামর্শ নিলে উদ্ভূত অস্বস্তিকর পরিস্থিতি ভালোভাবে সামাল দেয়া যাবে।

0
Updated: 1 week ago