A
একটি মহাসাগর
B
একটি শহর
C
একটি দেশ
D
একটি প্রাণী
উত্তরের বিবরণ
প্রশ্ন: "RAPIS" অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
সমাধান:
'RAPIS' অক্ষরগুলোকে নতুন করে সাজালে 'PARIS' পাওয়া যাবে যা ফ্রান্সের রাজধানী প্যারিস।
প্যারিস একটি শহর।

0
Updated: 20 hours ago
০.৪ × ০.০২ × ০.০৮ = ?
Created: 5 days ago
A
০.৬৪
B
০.০৬৪
C
.০০০৬৪
D
৬.৪০
প্রশ্ন: ০.৪ × ০.০২ × ০.০৮ = ?
সমাধান:
০.৪ × ০.০২ × ০.০৮ = ০.০০০৬৪

0
Updated: 5 days ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 week ago
A
L10
B
L15
C
K15
D
K8
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
১ম সারিতে,
A এর পর দ্বিতীয় বর্ণ = C; C এর পর দ্বিতীয় বর্ণ = E
সংখ্যাগুলো, 2 + 4 = 6
দ্বিতীয় সারিতে,
G এর পর দ্বিতীয় বর্ণ = I; I এর পর দ্বিতীয় বর্ণ = K
সংখ্যাগুলো, 3 + 5 = 8
তৃতীয় সারিতে,
M এর পর দ্বিতীয় বর্ণ = O; O এর পর দ্বিতীয় বর্ণ = Q
সংখ্যাগুলো, 5 + 9 = 14

0
Updated: 1 week ago
If LOYAL is coded as 'JOWAJ', then PRONE is coded as-
Created: 5 days ago
A
QRPNF
B
NRMND
C
ORNMG
D
NRMNC
প্রশ্ন:
If LOYAL is coded as 'JOWAJ', then PRONE is coded as –
শব্দ LOYAL কে কোড করা হয়েছে এভাবে –
-
L → J (২ ধাপ পেছনে গেছে)
-
O → O (অপরিবর্তিত)
-
Y → W (২ ধাপ পেছনে)
-
A → A (অপরিবর্তিত)
-
L → J (২ ধাপ পেছনে)
অর্থাৎ এখানে নিয়ম হলো:
👉 প্রথম অক্ষর থেকে ২ ধাপ পেছনে যাওয়া
👉 দ্বিতীয় অক্ষর অপরিবর্তিত
👉 তৃতীয় অক্ষর থেকে ২ ধাপ পেছনে যাওয়া
👉 চতুর্থ অক্ষর অপরিবর্তিত
👉 পঞ্চম অক্ষর থেকে ২ ধাপ পেছনে যাওয়া
এখন একই নিয়ম PRONE শব্দে প্রয়োগ করি –
-
P → N (২ ধাপ পেছনে)
-
R → R (অপরিবর্তিত)
-
O → M (২ ধাপ পেছনে)
-
N → N (অপরিবর্তিত)
-
E → C (২ ধাপ পেছনে)
সুতরাং, PRONE এর কোড হবে NRMNC
চূড়ান্ত উত্তর:
PRONE → NRMNC ✅

0
Updated: 5 days ago