কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? ১ - ২ - ৫ - ১০ - ১৩ - ২৬ - ২৯ - ৪৮
A
১
B
১০
C
২৯
D
৪৮
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়?
১ - ২ - ৫ - ১০ - ১৩ - ২৬ - ২৯ - ৪৮
সমাধান:
এখানে দুটি ধারা রয়েছে।
১ম ধারাটি বিজোড় স্থানের অংক নিয়ে: ১, ৫, ১৩, ২৯
ধারাটিতে পদের অন্তর যথাক্রমে ৪, ৮,১৬
এবং
২য় ধারাটি জোড় স্থানের অংক নিয়ে: ২, ১০, ২৬, ৪৮
- দ্বিতীয় ধারাটিতে পদের অন্তর যথাক্রমে ৮, ১৬ , ৩২ কিন্তু ৪৮ হলে আমরা অন্তর ৩২ পাই না। তাই ৪৮ সংখ্যাটি এই ধারায় অন্তর্ভুক্ত নয়।

0
Updated: 1 month ago
৫-এর কত শতাংশ ৭ হবে-
Created: 1 month ago
A
৪০
B
১২৫
C
৯০
D
১৪০
প্রশ্ন: ৫-এর কত শতাংশ ৭ হবে-
সমধান:
ধরি,
৫ এর ক শতাংশ ৭ হবে।
প্রশ্নানুসারে,
৫ক/১০০ = ৭
⇒ ক = (৭ × ১০০)/৫
∴ ক = ১৪০

0
Updated: 1 month ago
যদি ৫ + ৩ = ২৮, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ = ?
Created: 1 month ago
A
১৮
B
১৯
C
২০
D
২১
প্রশ্ন: যদি ৫ + ৩ = ২৮, ৯ + ১ = ৮১০, ২ + ১ = ১৩ হয় তবে, ৫ + ৪ = ?
সমাধান:
এখানে যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল। যথা-
৫ + ৩ = (৫ - ৩) এবং (৫ + ৩) = ২৮,
৯ + ১ = (৯ - ১) এবং (৯ + ১) = ৮১০,
২ + ১ = (২ - ১) এবং (২ + ১) = ১৩
এবং ৫ + ৪ = (৫ - ৪) এবং (৫ + ৪) = ১৯

0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
প্রতিযোগিতা
B
সহযোগীতা
C
শ্রদ্ধাঞ্জলী
D
প্রতিযোগীতা
শুদ্ধ বানান - প্রতিযোগিতা।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = প্রতিযোগিন্+তা।
অর্থ:
১ প্রতিদ্বন্দ্বিতা।
২ বিরোধিতা; বিপক্ষতা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago