UNFARE শব্দটি আয়নায় দেখলে তার সঠিক রূপটি হবে -
A
B
C
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
প্রশ্ন: UNFARE শব্দটি আয়নায় দেখলে তার সঠিক রূপটি হবে -
সমাধান:


0
Updated: 1 month ago
ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
Created: 1 month ago
A
H
B
S
C
F
D
J
প্রশ্ন: ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
সমাধান:
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R
ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরটি R
সুতরাং R এর বামদিকে ১০ম অক্ষরটি H

0
Updated: 1 month ago
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
Created: 1 month ago
A
২৬৩
B
২৩৩
C
২৫৩
D
২৪১
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
২০০ থেকে ৩০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে :
২১১, ২২৩, ২২৭, ২২৯, ২৩৩, ২৩৯, ২৪১, ২৫১, ২৫৭, ২৬৩ ২৬৯, ২৭১, ২৭৭, ২৮১, ২৮৩ ও ২৯৩।
২৫৩ সংখ্যাটি মৌলিক নয়।
২৫৩ = ১১ × ২৩

0
Updated: 1 month ago
স্টেপলারের সাথে যেমন স্টেপল, সুচের সাথে তেমন -
Created: 1 month ago
A
ছিদ্ৰ
B
কাপড়
C
সুতা
D
সেলাই মেশিন
স্টেপলার মেশিনে কাগজের পাতা একত্র রাখতে স্টেপল (Staple) ব্যবহার করা হয়। স্টেপল হলো একটি ছোট, পাতলা তার যার তীর্যক প্রান্ত কাগজের মধ্য দিয়ে প্রবেশ করানো হয় এবং একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে সমতল করা হয়।
অনুরূপভাবে, সূচ এবং সুতার মাধ্যমে কাপড় বা অন্যান্য বস্তু সেলাই করা হয়। এই ব্যাখ্যা থেকে বোঝা যায় যে, স্টেপল এবং সেলাই উভয়ই বস্তু বা যন্ত্রের সাহায্যে কিছু আটকানো বা যুক্ত করার প্রক্রিয়া, তবে এখানে ব্যবহৃত শব্দগুলো সবই বিশেষ্য, কারণ Staple ক্রিয়া নয়।
-
Staple হলো একটি ছোট, পাতলা তার যা কাগজের পাতা একত্র রাখতে ব্যবহৃত হয়।
-
স্টেপল সাধারণত ধারালো প্রান্তসহ হয়, যা কাগজের মধ্য দিয়ে প্রবেশ করানো হয়।
-
স্টেপলার মেশিনের সাহায্যে স্টেপল সমতল করা হয়।
-
অনুরূপভাবে, সেলাই হলো সূচ এবং সুতার মাধ্যমে কাপড় বা অন্যান্য বস্তু একত্র করার পদ্ধতি।
-
অপশনগুলোতে যেহেতু সব বিশেষ্য, তাই Staple ক্রিয়া মনে করলে সঠিক হবে না।
-
Cambridge Dictionary অনুযায়ী, Staple হলো “a short, thin piece of wire used to fasten sheets of paper together with sharp ends that are bent flat by a special device.”
-
Oxford Dictionary অনুযায়ী, Staple হলো “a piece of thin wire with two short right-angled end pieces which are driven by a stapler through sheets of paper to fasten them together।”

0
Updated: 1 month ago