অম্বর এর প্রতিশব্দ কোনটি?
A
পৃথিবী
B
জল
C
সমুদ্র
D
আকাশ
উত্তরের বিবরণ
‘অম্বর’ এর প্রতিশব্দ → ‘আকাশ’।
বাংলা ভাষায় ‘আকাশ’ বোঝাতে বিভিন্ন সমার্থক শব্দ ব্যবহার করা হয়। যেমন—
-
অম্বর
-
ব্যোম
-
গগন
-
আসমান
-
নীলিমা
-
শূন্যলোক
-
অন্তরিক্ষ
-
সুরপথ
-
অভ্র
-
দ্যূলোক
-
অম্বরতল
-
অনন্ত ইত্যাদি।
একইভাবে অন্য শব্দেরও অনেক সমার্থক শব্দ আছে—
‘জল’ এর প্রতিশব্দ:
অম্বু, নীর, উদক, সলিল, পানি, বারি, অপ, তোয়, জীবন, অর্ণঃ।
‘মেঘ’ এর প্রতিশব্দ:
বারিদ, জলধর, অম্বুদ, নীরদ, পয়োধর, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, বলাহক।
‘পৃথিবী’ এর প্রতিশব্দ:
ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান

0
Updated: 1 month ago
যদি ABC = ZYX হয়, তবে GIVV = ?
Created: 1 month ago
A
TERE
B
TEER
C
TREE
D
FREE
প্রশ্ন: যদি ABC = ZYX হয়, তবে GIVV = ?
সমাধান:

ABC = ZYX
শুরু থেকে ১ম বর্ণ- A শেষ থেকে ১ম বর্ণ- Z
শুরু থেকে ২য় বর্ণ- B শেষ থেকে ২য় বর্ণ- Y
শুরু থেকে ৩য় বর্ণ- C শেষ থেকে ৩য় বর্ণ- X
অনুরুপ প্যাটার্ন মেনেই GIVV = TREE হয়।

0
Updated: 1 month ago
প্রাণদ : জল : : মহীজ : ?
Created: 1 month ago
A
সম্বর
B
গ্রহ
C
নিঃসর্গ
D
অশ্ব
প্রশ্ন: প্রাণদ : জল : : মহীজ : ?
সমাধান:
প্রাণদ মানে প্রাণদানকারী; জলের অপর নাম জীবন।
অর্থ্যাৎ, জল একটি প্রাণদ উপাদান।
অন্যদিকে,
জ্যোতিষশাস্ত্রে বর্ণিত নবগ্রহের একটি গ্রহ মঙ্গল যার অপর নাম - কুজ, ভৌম, বক্র, ত্রুর, মহীজ প্রভৃতি।
অর্থ্যাৎ মহীজ/মহিসুত মানে মঙ্গলগ্রহ।
"মঙ্গল" হলেন পৃথিবী/ভূমি দেবীর পুত্র। তার দেহে বিজয় এবং গর্বের চিহ্ন বর্তমান ও তার রয়েছে চতুর্বাহু ৷ তার সম্মানার্থে সপ্তাহের একটি দিন মঙ্গলবার হয়। তার গায়ের রং লাল এবং বাহন মেষ।
অর্থ্যাৎ 'মহীজ' শব্দটির সাথে এখানে যুক্তিসঙ্গত উত্তর - গ্রহ।
কেননা, মহীজ (মঙ্গল) নবগ্রহের একটি অংশ।
উল্লেখ্য, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু - এই নয়টি গ্রহকে একত্রে নবগ্রহ বলা হয়।
উৎস: বাংলা একাডেমি আধুনিক ও বানান অভিধান এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?
Created: 1 month ago
A
বুধবার
B
বৃহস্পতিবার
C
শুক্রবার
D
শনিবার
প্রশ্ন: ২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কি বার ছিল?
সমাধান:
আগস্ট মাসে বাকি থাকে = ৩১ - ২৮ = ৩ দিন
সেপ্টেম্বর মাসে = ৩০ দিন
অক্টোবর মাসে = ১ দিন
মোট দিন সংখ্যা = ৩৪ দিন
৩৪ ÷ ৭ = ভাগফল ৪, ভাগশেষ ৬
∴ ১ অক্টোবর হবে শুক্রবার + ৬ দিন = বৃহস্পতিবার

0
Updated: 1 month ago