A
ফেসবুক
B
টুইটার
C
লিংকড ইন
D
উইকিপিডিয়া
উত্তরের বিবরণ
সামাজিক যোগাযোগ মাধ্যম
সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে এমন প্ল্যাটফর্মকে বোঝায়, যেখানে মানুষ ভার্চুয়াল নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ ও মিথস্ক্রিয়া করতে পারে।
উদাহরণ: ফেসবুক, টুইটার, লিংকডইন, গুগল প্লাস ইত্যাদি।
ফেসবুক
-
ফেসবুকের প্রতিষ্ঠাতা: মার্ক জুকারবার্গ
-
প্রতিষ্ঠার সাল: ২০০৪
-
বর্তমান পদ: চেয়ারম্যান ও সিইও
-
সদর দপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
টুইটার
-
টুইটার একটি জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট
-
প্রতিষ্ঠার তারিখ: ২১ মার্চ, ২০০৬
-
সদর দপ্তর: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
লিংকডইন
-
LinkedIn মূলত একটি ব্যবসায়িক (বিজনেস-ওরিয়েন্টেড) সামাজিক যোগাযোগ মাধ্যম
-
প্রতিষ্ঠাতা: রেইড হফম্যান, জিন-লুক ভায়ান্ট, এরিক লি, কনস্টান্টিন গেরিক, অ্যালেন ব্লু
-
প্রতিষ্ঠার সাল: ২০০২
-
সদর দপ্তর: সানি ভ্যালি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
-
মাতৃপক্ষ: মাইক্রোসফট কর্পোরেশন
উইকিপিডিয়া
-
উইকিপিডিয়া হলো একটি ইন্টারনেটভিত্তিক মুক্ত বিশ্বকোষ, যেখানে যে কেউ তথ্য সংযোজন ও সম্পাদনা করতে পারে।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, নবম-দশম শ্রেণি

0
Updated: 21 hours ago
কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?
Created: 21 hours ago
A
TCP/IP
B
Novel netware
C
Net BEUI
D
Linux
TCP/IP প্রোটোকল
-
TCP/IP হলো ইন্টারনেটে সংযোগ স্থাপনের জন্য সবচেয়ে প্রচলিত প্রোটোকল।
-
ইন্টারনেটের সব কম্পিউটার ডেটা পাঠানো ও গ্রহণ করার জন্য TCP/IP ব্যবহার করে।
-
TCP/IP ব্যবহার করে বিশ্বের যে কোনো দুটি কম্পিউটার সহজেই সংযুক্ত হতে পারে।
-
একটি কম্পিউটার প্রথমে স্থানীয় নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়, এবং পরে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী যোগাযোগ করতে সক্ষম হয়।
-
প্রতিটি ইন্টারনেট কম্পিউটারের একটি ইউনিক IP ঠিকানা থাকে এবং প্রায় সব কম্পিউটারের একটি ডোমেইন নামও থাকে, যা DNS (ডোমেইন নেম সিস্টেম) দ্বারা ব্যবহারযোগ্য হয়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 21 hours ago
মোবাইল কমিউনিকেশনে 4G-এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
Created: 1 week ago
A
ভয়েস টেলিফোনি
B
ভিডিও কল
C
মোবাইল টিভি
D
ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা
৪জি (4G) সংক্রান্ত তথ্য
-
৪জি মানে ফোর্থ জেনারেশন (চতুর্থ প্রজন্ম) মোবাইল যোগাযোগ প্রযুক্তি।
-
৪জি নেটওয়ার্কে ব্যবহারকারীরা পান উন্নত মোবাইল ওয়েব সেবা, আইপি টেলিফোনি, ভিডিও কনফারেন্স, গেমিং সেবা, এইচডি মোবাইল টিভি, ৩ডি টেলিভিশন এবং ক্লাউড কম্পিউটিং-এর সুবিধা।
-
যুক্তরাষ্ট্রে স্প্রিন্ট নেক্সটেল ২০০৮ সালে মোবাইল ওয়াইম্যাক্স নেটওয়ার্ক চালু করে, এবং মেট্রোপিসিএস ২০১০ সালে প্রথম এলটিই (LTE) সেবা শুরু করে।
-
বাংলাদেশে ২০১৮ সালে মোবাইল ফোনে ৪জি (LTE) সেবা চালু হয়।
-
৩জি এবং ৪জি দুটোই তারবিহীন যোগাযোগের মাধ্যমে কল, ভিডিও কল, মোবাইল ইন্টারনেট এবং মোবাইল টিভির সুবিধা দেয়।
-
তবে ৪জি-তে অতিরিক্ত সুবিধা হিসেবে উচ্চ গতির মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়া যায়।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 week ago
Wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?
Created: 1 week ago
A
IEEE 802.11
B
IEEE 804.11
C
IEEE 803.11
D
IEEE 806.11
Wi-Fi (ওয়াই-ফাই)
-
পূর্ণরূপ: Wireless Fidelity
-
সংজ্ঞা: ওয়াই-ফাই হলো একটি জনপ্রিয় তারবিহীন (Wireless) প্রযুক্তি, যা রেডিও তরঙ্গের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট এবং নেটওয়ার্ক সংযোগ প্রদান করে।
-
ফ্রিকোয়েন্সি: সাধারণত 2.4 GHz থেকে 5 GHz ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কাজ করে।
-
মানক ও ব্র্যান্ড: Wi-Fi হলো Wi-Fi Alliance এর ট্রেডমার্ক এবং এটি IEEE 802.11 স্ট্যান্ডার্ড ব্যবহারকারী যেকোনো পণ্যের জন্য ব্যবহৃত হয়।
-
উদ্ভাবক: ভিক্টর ভিক হেরেসকে ওয়াই-ফাই-এর জনক হিসেবে বিবেচনা করা হয়।
-
ডাটা ট্রান্সমিশন: হাফ ডুপ্লেক্স (Half-Duplex) মুডে ডাটা আদান-প্রদান করা হয়।
-
কাভারেজ:
-
ঘরের ভিতরে: প্রায় ৩৩ মিটার
-
বাইরে: প্রায় ১০০ মিটার
-
IEEE স্ট্যান্ডার্ড সম্পর্কিত তথ্য
-
WiMAX: IEEE 802.16
-
Bluetooth: IEEE 802.15
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মুজিবুর রহমান

0
Updated: 1 week ago