A
$
B
#
C
&
D
@
উত্তরের বিবরণ
ইমেইল (ইলেকট্রনিক মেইল)
-
১৯৭১ সালে রেমন্ড স্যামুয়েল টমলিসন প্রথমবারের মতো ইলেকট্রনিক মাধ্যমে বার্তা আদান-প্রদানের জন্য ইমেইল সিস্টেম চালু করেন।
-
ইমেইল হলো একটি নির্ভরযোগ্য পদ্ধতি, যার মাধ্যমে একজন ব্যক্তি ডিজিটাল বার্তা বা মেসেজ অন্য ব্যক্তির কাছে পাঠাতে পারে।
ইমেইলের মূল বৈশিষ্ট্য:
-
প্রতিটি ইমেইল ঠিকানায় @ চিহ্ন থাকা আবশ্যক।
-
ইমেইল ঠিকানা দুটি অংশে বিভক্ত: ইউজার আইডি এবং ডোমেইন নেম।
-
উদাহরণ:
[email protected]
-
abc
→ ইউজার আইডি -
def.com
→ ডোমেইন নেম
-
-
ইমেইল প্রোটোকল:
-
ইমেইল সার্ভারগুলি সাধারণত POP, IMAP, এবং SMTP প্রোটোকল ব্যবহার করে বার্তা প্রেরণ ও গ্রহণের জন্য।
ইমেইলে ব্যবহৃত সংক্ষেপণ:
-
CC → Carbon Copy (যাকে অনুলিপি পাঠানো হয়)
-
BCC → Blind Carbon Copy (যাকে গোপনভাবে অনুলিপি পাঠানো হয়)
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 21 hours ago
Push এবং Pop নিচের কার সাথে সম্পর্কিত?
Created: 5 days ago
A
Queue
B
Stack
C
Union
D
Array
স্ট্যাক (Stack) এবং কিউ (Queue)
-
স্ট্যাক (Stack)
-
স্ট্যাক হলো একটি LIFO (Last In First Out) ধরনের ডেটা স্ট্রাকচার।
-
এর অর্থ, যে আইটেমটি সর্বশেষ স্ট্যাকে প্রবেশ করবে, সেটি প্রথমে বের হবে।
-
স্ট্যাকে নতুন আইটেম যোগ করা হয় Push অপারেশনের মাধ্যমে।
-
স্ট্যাক থেকে আইটেম অপসারণ করা হয় Pop অপারেশনের মাধ্যমে।
-
-
কিউ (Queue)
-
কিউ হলো একটি FIFO (First In First Out) ধরনের ডেটা স্ট্রাকচার।
-
এর অর্থ, যে আইটেমটি প্রথমে কিউতে প্রবেশ করবে, সেটি প্রথমে বের হবে।
-
-
অ্যারে (Array)
-
একই ধরনের ডেটার একটি ধারাবাহিক গুচ্ছকে অ্যারে বলা হয়।
-
উৎস: Computerhope Website.

0
Updated: 5 days ago
কোনটি সঠিক নয়?
Created: 21 hours ago
A
A + 0 = A
B
A. 1 = A
C
A+ A'= 1
D
A.A' = 1
বুলিয়ান অ্যালজেবরা (Boolean Algebra)
বুলিয়ান অ্যালজেবরা হলো একটি গাণিতিক কাঠামো যা মূলত সত্য (True) এবং মিথ্যা (False) এই দুই লজিকের ওপর ভিত্তি করে কাজ করে।
ইতিহাস:
-
প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল (George Boole) ১৮৪৭ সালে তাঁর প্রথম গ্রন্থ “The Mathematical Analysis of Logic”-এ বুলিয়ান অ্যালজেবরার প্রাথমিক ধারণা উপস্থাপন করেন।
-
১৮৫৪ সালে, তাঁর গ্রন্থ “An Investigation of the Laws of Thought”-এ বুলিয়ান অ্যালজেবরার ওপর আরও বিস্তৃত আলোচনা করেন।
-
বুলিয়ান অ্যালজেবরা পরে কম্পিউটার বিজ্ঞান ও ডিজিটাল সার্কিট ডিজাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ, বাইনারি সিস্টেম (1 ও 0) ব্যবহার করে যেকোনো গাণিতিক বা লজিক্যাল সমস্যা সমাধান সম্ভব।
মূল ধারণা:
-
বুলিয়ান অ্যালজেবরা সত্য এবং মিথ্যার মধ্যে সম্পর্ক নির্ধারণ করে।
-
জর্জ বুলকে বুলিয়ান অ্যালজেবরার আবিষ্কারক বলা হয়।
মূল মৌলিক সূত্রসমূহ (Basic Laws):
দ্রষ্টব্য: কোনো বুলিয়ান উপপাদ্য নয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মুজিবুর রহমান।

0
Updated: 21 hours ago
ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
Created: 5 days ago
A
২৫৬টি
B
৪০৯৬টি
C
৬৫৫৩৬টি
D
৪২৯৪৯৬৭২৯৬টি
ইউনিকোড (Unicode)
-
ইউনিকোড হলো একটি 16-বিট আলফানিউমেরিক কোড, যার পূর্ণ নাম Universal Code।
-
এটি পৃথিবীর সকল ভাষার বর্ণ, সংখ্যা ও চিহ্ন ডিজিটাল ডিভাইসে ব্যবহারের জন্য ব্যবহার করা হয়।
-
ইউনিকোডে প্রতিটি বর্ণের জন্য একটি বিশেষ সংখ্যা নির্ধারিত থাকে, যা 0000₁₆ থেকে 10FFFF₁₆ পর্যন্ত সীমার মধ্যে থাকে।
-
16-বিটের কারণে ইউনিকোডের মাধ্যমে মোট 65,536টি (2¹⁶) ভিন্ন চিহ্ন নির্দিষ্ট করা যায়।
-
এটি মানে, প্রতিটি ভাষার চিহ্নের জন্য সর্বোচ্চ 4 বাইট পর্যন্ত স্থান সংরক্ষণ করা সম্ভব।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

0
Updated: 5 days ago