A
TCP/IP
B
Novel netware
C
Net BEUI
D
Linux
উত্তরের বিবরণ
TCP/IP প্রোটোকল
-
TCP/IP হলো ইন্টারনেটে সংযোগ স্থাপনের জন্য সবচেয়ে প্রচলিত প্রোটোকল।
-
ইন্টারনেটের সব কম্পিউটার ডেটা পাঠানো ও গ্রহণ করার জন্য TCP/IP ব্যবহার করে।
-
TCP/IP ব্যবহার করে বিশ্বের যে কোনো দুটি কম্পিউটার সহজেই সংযুক্ত হতে পারে।
-
একটি কম্পিউটার প্রথমে স্থানীয় নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়, এবং পরে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী যোগাযোগ করতে সক্ষম হয়।
-
প্রতিটি ইন্টারনেট কম্পিউটারের একটি ইউনিক IP ঠিকানা থাকে এবং প্রায় সব কম্পিউটারের একটি ডোমেইন নামও থাকে, যা DNS (ডোমেইন নেম সিস্টেম) দ্বারা ব্যবহারযোগ্য হয়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 21 hours ago
কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
Created: 21 hours ago
A
$
B
#
C
&
D
@
ইমেইল (ইলেকট্রনিক মেইল)
-
১৯৭১ সালে রেমন্ড স্যামুয়েল টমলিসন প্রথমবারের মতো ইলেকট্রনিক মাধ্যমে বার্তা আদান-প্রদানের জন্য ইমেইল সিস্টেম চালু করেন।
-
ইমেইল হলো একটি নির্ভরযোগ্য পদ্ধতি, যার মাধ্যমে একজন ব্যক্তি ডিজিটাল বার্তা বা মেসেজ অন্য ব্যক্তির কাছে পাঠাতে পারে।
ইমেইলের মূল বৈশিষ্ট্য:
-
প্রতিটি ইমেইল ঠিকানায় @ চিহ্ন থাকা আবশ্যক।
-
ইমেইল ঠিকানা দুটি অংশে বিভক্ত: ইউজার আইডি এবং ডোমেইন নেম।
-
উদাহরণ:
[email protected]
-
abc
→ ইউজার আইডি -
def.com
→ ডোমেইন নেম
-
-
ইমেইল প্রোটোকল:
-
ইমেইল সার্ভারগুলি সাধারণত POP, IMAP, এবং SMTP প্রোটোকল ব্যবহার করে বার্তা প্রেরণ ও গ্রহণের জন্য।
ইমেইলে ব্যবহৃত সংক্ষেপণ:
-
CC → Carbon Copy (যাকে অনুলিপি পাঠানো হয়)
-
BCC → Blind Carbon Copy (যাকে গোপনভাবে অনুলিপি পাঠানো হয়)
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 21 hours ago
Mobile Phone-এর কোনটি input device নয়?
Created: 1 week ago
A
Keypad
B
Touch Screen
C
Camera
D
Power Supply
পেরিফেরাল ডিভাইস
কম্পিউটারের সাথে সংযুক্ত যে হার্ডওয়্যারগুলো ডেটা ইনপুট বা আউটপুট হিসেবে কাজ করে, সেগুলোকে কম্পিউটার পেরিফেরাল ডিভাইস বলা হয়। পেরিফেরাল ডিভাইসগুলো মূলত তিন ধরনের হয়ে থাকে:
ইনপুট ডিভাইস
যেসব ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারী বা পরিবেশ থেকে তথ্য কম্পিউটারে পৌঁছায়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
কীবোর্ড (Keyboard)
-
মাউস (Mouse)
-
ট্র্যাকবল (Trackball)
-
জয়স্টিক (Joystick)
-
টাচ স্ক্রিন (Touch Screen)
-
বারকোড রিডার (Barcode Reader)
-
পয়েন্ট-অফ-সেল (Point-of-sale)
-
OMR, OCR
-
স্ক্যানার (Scanner)
-
লাইটপেন (Lightpen)
-
গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
-
ডিজিটাল ক্যামেরা (Digital Camera)
আউটপুট ডিভাইস
যেসব ডিভাইস কম্পিউটারের প্রক্রিয়াকৃত তথ্য ব্যবহারকারীর কাছে প্রদর্শন করে, সেগুলোকে আউটপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
মনিটর (Monitor)
-
প্রিন্টার (Printer)
-
প্লটার (Plotter)
-
স্পিকার (Speaker)
-
মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
-
ইমেজ সেটার (Image Setter)
-
ফিল্ম রেকর্ডার (Film Recorder)
-
হেডফোন (Headphone)
ইনপুট-আউটপুট ডিভাইস
যেসব ডিভাইস একই সময়ে তথ্য গ্রহণ ও প্রদর্শন করতে পারে, সেগুলোকে ইনপুট-আউটপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
-
হার্ড ডিস্ক (Hard Disk)
-
CD/DVD
-
টাচ স্ক্রিন (Touch Screen)
-
পেনড্রাইভ (Pendrive)
বিঃদ্রঃ পাওয়ার সাপ্লাই (Power Supply) কোনো ইনপুট ডিভাইস নয়।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago
IoT কী ধরনের প্রযুক্তি?
Created: 3 weeks ago
A
ম্যানুয়াল কন্ট্রোল সিস্টেম
B
বস্তু/যন্ত্রের ইন্টারনেট ভিত্তিক সংযুক্তি
C
ক্লাউড কম্পিউটিং নির্ভর প্রযুক্তি
D
ডেটা সেন্টার ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা
তথ্য প্রযুক্তি
ইন্টারনেট (Internet)
ইন্টারনেটের সংযোগ পদ্ধতি (Internet Connectivity Methods)
No subjects available.
IoT (Internet of Things)
-
IoT হলো এমন একটি প্রযুক্তি যেখানে যন্ত্র, সেন্সর ও ডিভাইস ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে এবং তথ্য আদান-প্রদান করে।
-
দৈনন্দিন জীবনে ব্যবহার: গাড়ির গ্যারেজের দরজা, গাড়ি কন্ট্রোল, ফ্যান, টিভি, দরজার ইলেকট্রিক লক ইত্যাদি যন্ত্রকে অটোমেটিক করা।
-
ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন টিভি, ফ্রিজ, লাইট ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করে দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

0
Updated: 3 weeks ago