A
৭
B
৫
C
- ৯
D
৮
উত্তরের বিবরণ
OSI (Open System Interconnection) মডেল হলো একটি ওপেন স্ট্যান্ডার্ড যা কম্পিউটার নেটওয়ার্কে ডিভাইস এবং সিস্টেমগুলিকে একসাথে কাজ করার জন্য গাইডলাইন প্রদান করে। এটি নেটওয়ার্কিং এর বিভিন্ন কার্যক্রমকে ৭টি স্তরে ভাগ করে।
OSI মডেলের স্তরসমূহ
-
Upper Layers (উপরের ৩টি স্তর): ব্যবহারকারীর সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং সফটওয়্যার/অ্যাপ্লিকেশন লেভেলের কার্যক্রম পরিচালনা করে।
-
Application Layer (Layer 7) – ব্যবহারকারীর জন্য নেটওয়ার্ক সেবা প্রদান।
-
Presentation Layer (Layer 6) – ডেটাকে ফরম্যাটিং, এনক্রিপশন ও কম্প্রেশন করে।
-
Session Layer (Layer 5) – দুটি সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপন ও পরিচালনা করে।
-
-
Lower Layers (নিচের ৪টি স্তর): ডেটা ট্রান্সমিশন এবং হার্ডওয়্যার যোগাযোগের জন্য দায়ী।
4. Transport Layer (Layer 4) – ডেটার নির্ভুল প্রেরণ নিশ্চিত করে।
5. Network Layer (Layer 3) – ডেটার পথ নির্ধারণ এবং রাউটিং করে।
6. Data Link Layer (Layer 2) – ডেটাকে ফ্রেমে ভাগ করে এবং ত্রুটি সনাক্ত করে।
7. Physical Layer (Layer 1) – বিট হিসেবে ডেটা ফিজিক্যাল মাধ্যমে প্রেরণ করে।
উৎস: Amazon

0
Updated: 21 hours ago
নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?
Created: 21 hours ago
A
ফেসবুক
B
টুইটার
C
লিংকড ইন
D
উইকিপিডিয়া
সামাজিক যোগাযোগ মাধ্যম
সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে এমন প্ল্যাটফর্মকে বোঝায়, যেখানে মানুষ ভার্চুয়াল নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ ও মিথস্ক্রিয়া করতে পারে।
উদাহরণ: ফেসবুক, টুইটার, লিংকডইন, গুগল প্লাস ইত্যাদি।
ফেসবুক
-
ফেসবুকের প্রতিষ্ঠাতা: মার্ক জুকারবার্গ
-
প্রতিষ্ঠার সাল: ২০০৪
-
বর্তমান পদ: চেয়ারম্যান ও সিইও
-
সদর দপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
টুইটার
-
টুইটার একটি জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট
-
প্রতিষ্ঠার তারিখ: ২১ মার্চ, ২০০৬
-
সদর দপ্তর: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
লিংকডইন
-
LinkedIn মূলত একটি ব্যবসায়িক (বিজনেস-ওরিয়েন্টেড) সামাজিক যোগাযোগ মাধ্যম
-
প্রতিষ্ঠাতা: রেইড হফম্যান, জিন-লুক ভায়ান্ট, এরিক লি, কনস্টান্টিন গেরিক, অ্যালেন ব্লু
-
প্রতিষ্ঠার সাল: ২০০২
-
সদর দপ্তর: সানি ভ্যালি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
-
মাতৃপক্ষ: মাইক্রোসফট কর্পোরেশন
উইকিপিডিয়া
-
উইকিপিডিয়া হলো একটি ইন্টারনেটভিত্তিক মুক্ত বিশ্বকোষ, যেখানে যে কেউ তথ্য সংযোজন ও সম্পাদনা করতে পারে।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, নবম-দশম শ্রেণি

0
Updated: 21 hours ago
TCP দিয়ে কোনটি বোঝানো হয়?
Created: 5 days ago
A
প্রোগ্রাম
B
প্রোটোকল
C
প্রোগ্রামিং
D
ফ্লোচার্ট
TCP (Transmission Control Protocol)
-
TCP-এর পূর্ণরূপ হলো Transmission Control Protocol, যা ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।
-
এটি ইন্টারনেটে বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন ওয়েব ব্রাউজিং, ই-মেইল প্রেরণ ইত্যাদি-এ নিরাপদ সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয়।
-
TCP-এর মূল কাজ তিনটি ভাগে বলা যায়:
১. বাইট স্ট্রিম সরবরাহ করা – তথ্য ধারাবাহিকভাবে পাঠানোর ব্যবস্থা।
২. সংযোগ স্থাপন করা – প্রেরক ও প্রাপকের মধ্যে নিরাপদ সংযোগ নিশ্চিত করা।
৩. আস্থা স্থাপন করা – তথ্য পাঠানো বা প্রাপ্তির সময় কোন কিছু হারিয়ে গেলে তা পুনরায় পাঠানোর নিশ্চয়তা দেওয়া। -
ছোট ছোট প্রক্রিয়ার মাধ্যমে TCP নিশ্চিত করে যে ফাইলগুলো নিরাপদে পৌঁছাবে, অন্য লিঙ্কে প্রবেশ বা হারিয়ে যাওয়া থেকে রক্ষা পাবে।
উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 5 days ago
ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি?
Created: 21 hours ago
A
malware
B
firmware
C
virus
D
lip - lop
ROM (রিড ওনলি মেমরি)
-
ROM এর পূর্ণরূপ হলো Read Only Memory।
-
ROM-এ থাকা তথ্য পরিবর্তন করা যায় না।
-
ROM-ভিত্তিক প্রোগ্রামকে Firmware বলা হয়।
-
সাধারণত, কম্পিউটার তৈরি হওয়ার সময় যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে মেমরিতে রাখা হয়, সেগুলো ফার্মওয়্যার।
-
এই প্রোগ্রামগুলো কম্পিউটারের পর্দায় দেখা যায়, কিন্তু ব্যবহারকারী এগুলোতে কোনো পরিবর্তন করতে পারে না।
-
উদাহরণস্বরূপ, কম্পিউটার চালু করলে স্বয়ংক্রিয়ভাবে কিছু তথ্য মনিটরে প্রদর্শিত হয়; এগুলোই ROM-ভিত্তিক ফার্মওয়্যারের আউটপুট।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)

0
Updated: 21 hours ago