A
Windows XP
B
Windows 98
C
MS DOS
D
Windows 7
উত্তরের বিবরণ
MS-DOS
-
পূর্ণরূপ: MS-DOS মানে Microsoft Disk Operating System।
-
প্রসঙ্গ: এটি মাইক্রোসফটের প্রথম তৈরি অপারেটিং সিস্টেম।
-
জনপ্রিয়তা: ১৯৮০-এর দশকে ব্যক্তিগত কম্পিউটার বা পিসিতে এটি সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম ছিল।
মাইক্রোসফট
-
প্রতিষ্ঠান পরিচিতি: কম্পিউটার সফটওয়্যারের দুনিয়ায় সবচেয়ে পরিচিত প্রতিষ্ঠান হলো মাইক্রোসফট।
-
সদরদপ্তর: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন।
-
প্রতিষ্ঠাতা: Bill Gates এবং Paul Allen।
-
প্রতিষ্ঠাকাল: ১৯৭৫ সালে।
-
বর্তমান CEO: সত্য নাদেলা।
-
প্রধান প্রযুক্তি ও সেবা:
-
ক্লাউড প্ল্যাটফর্ম: Azure
-
সার্চ ইঞ্জিন: Bing
-
উৎস: Britannica

0
Updated: 21 hours ago
কম্পিউটার নেটওয়ার্কে OSI মডেমের স্তর কয়টি?
Created: 21 hours ago
A
৭
B
৫
C
- ৯
D
৮
OSI (Open System Interconnection) মডেল হলো একটি ওপেন স্ট্যান্ডার্ড যা কম্পিউটার নেটওয়ার্কে ডিভাইস এবং সিস্টেমগুলিকে একসাথে কাজ করার জন্য গাইডলাইন প্রদান করে। এটি নেটওয়ার্কিং এর বিভিন্ন কার্যক্রমকে ৭টি স্তরে ভাগ করে।
OSI মডেলের স্তরসমূহ
-
Upper Layers (উপরের ৩টি স্তর): ব্যবহারকারীর সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং সফটওয়্যার/অ্যাপ্লিকেশন লেভেলের কার্যক্রম পরিচালনা করে।
-
Application Layer (Layer 7) – ব্যবহারকারীর জন্য নেটওয়ার্ক সেবা প্রদান।
-
Presentation Layer (Layer 6) – ডেটাকে ফরম্যাটিং, এনক্রিপশন ও কম্প্রেশন করে।
-
Session Layer (Layer 5) – দুটি সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপন ও পরিচালনা করে।
-
-
Lower Layers (নিচের ৪টি স্তর): ডেটা ট্রান্সমিশন এবং হার্ডওয়্যার যোগাযোগের জন্য দায়ী।
4. Transport Layer (Layer 4) – ডেটার নির্ভুল প্রেরণ নিশ্চিত করে।
5. Network Layer (Layer 3) – ডেটার পথ নির্ধারণ এবং রাউটিং করে।
6. Data Link Layer (Layer 2) – ডেটাকে ফ্রেমে ভাগ করে এবং ত্রুটি সনাক্ত করে।
7. Physical Layer (Layer 1) – বিট হিসেবে ডেটা ফিজিক্যাল মাধ্যমে প্রেরণ করে।
উৎস: Amazon

0
Updated: 21 hours ago
কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
Created: 21 hours ago
A
$
B
#
C
&
D
@
ইমেইল (ইলেকট্রনিক মেইল)
-
১৯৭১ সালে রেমন্ড স্যামুয়েল টমলিসন প্রথমবারের মতো ইলেকট্রনিক মাধ্যমে বার্তা আদান-প্রদানের জন্য ইমেইল সিস্টেম চালু করেন।
-
ইমেইল হলো একটি নির্ভরযোগ্য পদ্ধতি, যার মাধ্যমে একজন ব্যক্তি ডিজিটাল বার্তা বা মেসেজ অন্য ব্যক্তির কাছে পাঠাতে পারে।
ইমেইলের মূল বৈশিষ্ট্য:
-
প্রতিটি ইমেইল ঠিকানায় @ চিহ্ন থাকা আবশ্যক।
-
ইমেইল ঠিকানা দুটি অংশে বিভক্ত: ইউজার আইডি এবং ডোমেইন নেম।
-
উদাহরণ:
[email protected]
-
abc
→ ইউজার আইডি -
def.com
→ ডোমেইন নেম
-
-
ইমেইল প্রোটোকল:
-
ইমেইল সার্ভারগুলি সাধারণত POP, IMAP, এবং SMTP প্রোটোকল ব্যবহার করে বার্তা প্রেরণ ও গ্রহণের জন্য।
ইমেইলে ব্যবহৃত সংক্ষেপণ:
-
CC → Carbon Copy (যাকে অনুলিপি পাঠানো হয়)
-
BCC → Blind Carbon Copy (যাকে গোপনভাবে অনুলিপি পাঠানো হয়)
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 21 hours ago
Oracle Corporation-এর প্রতিষ্ঠাতা কে?
Created: 1 week ago
A
Bill Gates
B
Tim Cook
C
Andrew S Grove
D
Lawrence J. Ellison
Oracle Corporation
Oracle Corporation হলো একটি মার্কিন বহুজাতিক সফটওয়্যার কোম্পানি। এটি প্রধানত ডাটাবেস সফটওয়্যার এবং ক্লাউড প্রযুক্তিতে কাজ করে। কোম্পানিটি ল্যারি এলিসন, বব মাইনার এবং এড ওটস ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন। সফটওয়্যার নির্মাণের ক্ষেত্রে Oracle মাইক্রোসফট এবং আইবিএম-এর পরে অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয়।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

0
Updated: 1 week ago