A
AND
B
OR
C
XOR
D
NAND
উত্তরের বিবরণ
NAND গেইট
- AND গেইট + NOT গেইট = NAND গেইট।
- NAND গেইট AND গেইটের বিপরীত।
- NAND গেইটে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। অন্যথায় আউটপুট 1 হয়।
- অর্থাৎ, NAND গেইটে দুটি ইনপুট 0 হলে আউটপুট 1 হবে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
একটি লজিক গেট-এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি - NAND গেইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 21 hours ago
ইন-স্টোর কনট্যাক্টলেস পেমেন্ট চালু করতে গুগল পে কোন প্রযুক্তি ব্যবহার করে?
Created: 2 days ago
A
Bluetooth
B
SMS
C
NFC
D
QR code
ব্যাখ্যা:
-
গুগল পে ইন-স্টোর কনট্যাক্টলেস পেমেন্টের জন্য NFC প্রযুক্তি ব্যবহার করে।
-
NFC হলো শর্ট-রেঞ্জ ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি, যা কয়েক সেন্টিমিটার দূরত্বে ডিভাইসগুলিকে সংযুক্ত করে।
-
ব্যবহারকারী তার স্মার্টফোন বা NFC সমর্থিত ডিভাইস পেমেন্ট টার্মিনালের কাছে নিয়ে গেলে, নিরাপদভাবে তথ্য আদান-প্রদানের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন হয়।
ফায়দা:
-
কার্ড বা নগদ টাকা ছাড়াই দ্রুত পেমেন্ট।
-
হাইজিন বজায় থাকে।
-
ব্যস্ত দোকান বা সুরক্ষিত পরিবেশে সময় বাঁচায়।
-
পেমেন্ট প্রক্রিয়া দ্রুত ও নির্ভরযোগ্য।
উৎস:
-
গুগলের অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 days ago
সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?
Created: 1 week ago
A
২০০৪
B
২০০৬
C
২০০৩
D
২০০৮
টুইটার
-
টুইটার হলো একটি সামাজিক যোগাযোগ ও মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম। বর্তমানে এর নাম পরিবর্তিত হয়ে ‘X’।
-
টুইটারকে কখনও কখনও ‘ইন্টারনেটের এসএমএস’ ও বলা হয়।
-
সিইও: লিন্ডা ইয়াকারিনো, যিনি ৫ জুন ২০২৩ থেকে দায়িত্বে রয়েছেন।
-
প্রতিষ্ঠা: ২১ মার্চ, ২০০৬; চলু হয়: ১৫ জুলাই, ২০০৬।
-
সদর দপ্তর: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
-
প্রতিষ্ঠাতা: জ্যাক ডরসি, নোয়ান গ্লাস, বিজ স্টোন, এবং ইভান উইলিয়ামস।
-
টুইট: ফেসবুকের পোস্টের মতোই টুইটারে যে কোনো পোস্টকে ‘টুইট’ বলা হয়।
- অক্ষরের সীমা: প্রতি টুইট ২৮০ অক্ষরের মধ্যে সীমাবদ্ধ (আগে ১৪০ অক্ষর ছিল)।উৎস: টুইটারের ওয়েবসাইট।

0
Updated: 1 week ago
নিচের কোন উক্তিটি সঠিক?
Created: 1 week ago
A
১ কিলোবাইট = ১০২৪ বাইট
B
১ মেগাবাইট = ১০২৪ বাইট
C
১ কিলোবাইট = ১০০০ বাইট
D
১ মেগাবাইট = ১০০০ বাইট
বিট (Bit) এবং বাইট (Byte) পরিচিতি
বিট (Bit):
-
কম্পিউটারে তথ্যের সবচেয়ে ক্ষুদ্র একক হলো বিট।
-
এটি কেবল দুটি মান ধারণ করতে পারে: 0 এবং 1।
বাইট (Byte):
-
৮টি বিট একত্রে একটি বাইট গঠন করে।
-
একটি বাইট সাধারণত একটি অক্ষর বা সংখ্যা সংরক্ষণ করতে সক্ষম।
মেমরির একক এবং তাদের পরিমাপ
কম্পিউটার মেমরির পরিমাণ পরিমাপের জন্য এককগুলো নিম্নরূপ সম্পর্কযুক্ত:
একক | সমতুল্য |
---|---|
৮ বিট = ১ বাইট = ১ অক্ষর | – |
১ কিলোবাইট (KB) = ১,০২৪ বাইট | – |
১ মেগাবাইট (MB) = ১,০২৪ KB | – |
১ গিগাবাইট (GB) = ১,০২৪ MB | – |
১ টেরাবাইট (TB) = ১,০২৪ GB | – |
১ পেটাবাইট (PB) = ১,০২৪ TB | – |
সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago