A
address bus
B
input-reader bus
C
data bus
D
control bus
উত্তরের বিবরণ
কম্পিউটার বাস (BUS)
• Input-reader Bus:
কম্পিউটারে এমন কোনো বাস নেই যাকে Input-reader Bus বলা হয়। সঠিক ধারণা হলো কম্পিউটার বাস।
• কম্পিউটার বাস কী?
কম্পিউটার বাস হলো তারের একটি সেট, যার মাধ্যমে ডিজিটাল তথ্য (০ বা ১) এক স্থানে থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়। বাসের মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার একে অপরের সঙ্গে যোগাযোগ করে এবং তথ্য আদান-প্রদান করতে পারে।
• কম্পিউটার বাসের প্রধান ধরন:
কম্পিউটার বাসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়:
১. সিস্টেম বাস (System Bus) – প্রধান বাস
২. এক্সপানশন বাস (Expansion Bus) – সম্প্রসারিত বাস
• সিস্টেম বাসের তিনটি অংশ:
১. ডেটা বাস (Data Bus) – তথ্য পরিবহনের জন্য
২. অ্যাড্রেস বাস (Address Bus) – মেমোরি বা ডিভাইসের ঠিকানা নির্দেশ করার জন্য
৩. কন্ট্রোল বাস (Control Bus) – ডেটা আদান-প্রদানের নিয়ন্ত্রণের জন্য
• এক্সপানশন বাসের বিভিন্ন ধরন:
কম্পিউটার প্রযুক্তি উন্নতির সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এক্সপানশন বাস ব্যবহৃত হয়, যেমন:
-
ISA (Industry Standard Architecture)
-
EISA (Extended Industry Standard Architecture)
-
লোকাল বাস (Local Bus)
-
USB (Universal Serial Bus)
-
ফায়ারওয়্যার বাস (FireWire Bus)
-
AGP (Accelerated Graphics Port)
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 21 hours ago
নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
Created: 1 week ago
A
Data Definition Language
B
Data Manipulation Language
C
Query Language
D
উপরের সবগুলোই
ডাটাবেজ হচ্ছে তথ্যভান্ডার।
কম্পিউটার আবিষ্কারের আগে বিভিন্ন তথ্য কাগজপত্র বা ফাইলের স্তুপে জমা রাখা হতো। কিন্তু বর্তমানে তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয় ডাটাবেজ।
ডাটাবেজের জন্য বিশেষ কিছু ভাষা ব্যবহৃত হয়, যেগুলোকে বলা হয় ডাটাবেজ ল্যাংগুয়েজ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
-
Data Definition Language (DDL): এ ভাষার সাহায্যে ডাটার ধরণ ও ডেটার মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয়।
-
Data Manipulation Language (DML): এর মাধ্যমে ডাটাবেজে তথ্য যোগ, পরিবর্তন ও মুছে ফেলা যায়।
-
Query Language: এটি ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য খোঁজা বা ডেটার উপর বিভিন্ন হিসাব-নিকাশ করা হয়।
-
এছাড়া QUEL, QBE, SQL ইত্যাদিও বহুল ব্যবহৃত ডাটাবেজ ল্যাংগুয়েজ।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 week ago
নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?
Created: 21 hours ago
A
ফেসবুক
B
টুইটার
C
লিংকড ইন
D
উইকিপিডিয়া
সামাজিক যোগাযোগ মাধ্যম
সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে এমন প্ল্যাটফর্মকে বোঝায়, যেখানে মানুষ ভার্চুয়াল নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ ও মিথস্ক্রিয়া করতে পারে।
উদাহরণ: ফেসবুক, টুইটার, লিংকডইন, গুগল প্লাস ইত্যাদি।
ফেসবুক
-
ফেসবুকের প্রতিষ্ঠাতা: মার্ক জুকারবার্গ
-
প্রতিষ্ঠার সাল: ২০০৪
-
বর্তমান পদ: চেয়ারম্যান ও সিইও
-
সদর দপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
টুইটার
-
টুইটার একটি জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট
-
প্রতিষ্ঠার তারিখ: ২১ মার্চ, ২০০৬
-
সদর দপ্তর: সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
লিংকডইন
-
LinkedIn মূলত একটি ব্যবসায়িক (বিজনেস-ওরিয়েন্টেড) সামাজিক যোগাযোগ মাধ্যম
-
প্রতিষ্ঠাতা: রেইড হফম্যান, জিন-লুক ভায়ান্ট, এরিক লি, কনস্টান্টিন গেরিক, অ্যালেন ব্লু
-
প্রতিষ্ঠার সাল: ২০০২
-
সদর দপ্তর: সানি ভ্যালি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
-
মাতৃপক্ষ: মাইক্রোসফট কর্পোরেশন
উইকিপিডিয়া
-
উইকিপিডিয়া হলো একটি ইন্টারনেটভিত্তিক মুক্ত বিশ্বকোষ, যেখানে যে কেউ তথ্য সংযোজন ও সম্পাদনা করতে পারে।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, নবম-দশম শ্রেণি

0
Updated: 21 hours ago
10101111 এর 1's complement কোনটি?
Created: 21 hours ago
A
1111 1111
B
0000 0000
C
0101 0000
D
1100 0011
10101111 এর 1's complement 0101 0000.
• ১ এর পরিপূরক গঠন (1's complement form)
বাইনারি সংখ্যায়, ০ এর স্থানে ১ এবং ১ এর স্থানে ০ বসিয়ে সংখ্যাটির ১ এর পরিপূরক (1's complement form) করা হয়।
অর্থাৎ সংখ্যার বিট গুলোকে উল্টিয়ে দেয়া হয়।
এখানে,
10101111 এর স্থানে বিট গুলোকে উল্টিয়ে 0101 0000 হলো ১ এর পরিপূরক (1's complement).
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 21 hours ago