A
A + 0 = A
B
A. 1 = A
C
A+ A'= 1
D
A.A' = 1
উত্তরের বিবরণ
বুলিয়ান অ্যালজেবরা (Boolean Algebra)
বুলিয়ান অ্যালজেবরা হলো একটি গাণিতিক কাঠামো যা মূলত সত্য (True) এবং মিথ্যা (False) এই দুই লজিকের ওপর ভিত্তি করে কাজ করে।
ইতিহাস:
-
প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল (George Boole) ১৮৪৭ সালে তাঁর প্রথম গ্রন্থ “The Mathematical Analysis of Logic”-এ বুলিয়ান অ্যালজেবরার প্রাথমিক ধারণা উপস্থাপন করেন।
-
১৮৫৪ সালে, তাঁর গ্রন্থ “An Investigation of the Laws of Thought”-এ বুলিয়ান অ্যালজেবরার ওপর আরও বিস্তৃত আলোচনা করেন।
-
বুলিয়ান অ্যালজেবরা পরে কম্পিউটার বিজ্ঞান ও ডিজিটাল সার্কিট ডিজাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ, বাইনারি সিস্টেম (1 ও 0) ব্যবহার করে যেকোনো গাণিতিক বা লজিক্যাল সমস্যা সমাধান সম্ভব।
মূল ধারণা:
-
বুলিয়ান অ্যালজেবরা সত্য এবং মিথ্যার মধ্যে সম্পর্ক নির্ধারণ করে।
-
জর্জ বুলকে বুলিয়ান অ্যালজেবরার আবিষ্কারক বলা হয়।
মূল মৌলিক সূত্রসমূহ (Basic Laws):
দ্রষ্টব্য: কোনো বুলিয়ান উপপাদ্য নয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মুজিবুর রহমান।

0
Updated: 21 hours ago
নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
Created: 1 week ago
A
Data Definition Language
B
Data Manipulation Language
C
Query Language
D
উপরের সবগুলোই
ডাটাবেজ হচ্ছে তথ্যভান্ডার।
কম্পিউটার আবিষ্কারের আগে বিভিন্ন তথ্য কাগজপত্র বা ফাইলের স্তুপে জমা রাখা হতো। কিন্তু বর্তমানে তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হয় ডাটাবেজ।
ডাটাবেজের জন্য বিশেষ কিছু ভাষা ব্যবহৃত হয়, যেগুলোকে বলা হয় ডাটাবেজ ল্যাংগুয়েজ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
-
Data Definition Language (DDL): এ ভাষার সাহায্যে ডাটার ধরণ ও ডেটার মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয়।
-
Data Manipulation Language (DML): এর মাধ্যমে ডাটাবেজে তথ্য যোগ, পরিবর্তন ও মুছে ফেলা যায়।
-
Query Language: এটি ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য খোঁজা বা ডেটার উপর বিভিন্ন হিসাব-নিকাশ করা হয়।
-
এছাড়া QUEL, QBE, SQL ইত্যাদিও বহুল ব্যবহৃত ডাটাবেজ ল্যাংগুয়েজ।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 week ago
Oracle Corporation-এর প্রতিষ্ঠাতা কে?
Created: 1 week ago
A
Bill Gates
B
Tim Cook
C
Andrew S Grove
D
Lawrence J. Ellison
Oracle Corporation
Oracle Corporation হলো একটি মার্কিন বহুজাতিক সফটওয়্যার কোম্পানি। এটি প্রধানত ডাটাবেস সফটওয়্যার এবং ক্লাউড প্রযুক্তিতে কাজ করে। কোম্পানিটি ল্যারি এলিসন, বব মাইনার এবং এড ওটস ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন। সফটওয়্যার নির্মাণের ক্ষেত্রে Oracle মাইক্রোসফট এবং আইবিএম-এর পরে অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয়।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

0
Updated: 1 week ago
ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP-এর পূর্ণরূপ কি?
Created: 5 days ago
A
Simple Message Transmission Protocol
B
Strategic Mail Transfer Protocol
C
Strategic Mail Transmission Protocol
D
Simple Mail Transfer Protocol
ইমেইল প্রোটোকলসমূহ
ইমেইল সার্ভারে প্রধানত তিনটি প্রোটোকল ব্যবহৃত হয়: POP, IMAP, এবং SMTP।
SMTP:
-
SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
-
এটি মূলত ব্যবহার হয় ইমেইল পাঠানোর জন্য। সাধারণত যে মেইলগুলো অন্যের কাছে পাঠানো হয়, সেগুলোকে আউটগোয়িং মেইল বলা হয়।
-
এই প্রোটোকল আউটগোয়িং মেইল সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপনে সাহায্য করে।
-
SMTP সাধারণত পোর্ট 25 এর মাধ্যমে কাজ করে।
উৎস: ব্রিটানিকা

0
Updated: 5 days ago