A
POP3
B
POP9
C
HTML
D
SMTP
উত্তরের বিবরণ
POP3
-
POP3-এর পূর্ণরূপ হলো Post Office Protocol।
-
এটি মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল (যা ব্যবহারকারীর কাছে আসে) ডাউনলোড করার জন্য ব্যবহৃত হয়।
-
ব্যবহারকারীরা যখন তাদের মেইল প্রাপ্তি করে, তখন POP3 সবচেয়ে জনপ্রিয় প্রোটোকল হিসেবে ব্যবহৃত হয়।
-
সাধারণভাবে মেইল সার্ভারে POP বা IMAP এবং আউটগোয়িং মেইল পাঠানোর জন্য SMTP প্রোটোকল ব্যবহৃত হয়।
SMTP
-
SMTP-এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
-
এটি মূলত আউটগোয়িং মেইল (যা ব্যবহারকারীর পক্ষ থেকে বাইরে পাঠানো হয়) পাঠানোর জন্য ব্যবহৃত হয়।
-
সহজভাবে বলতে গেলে, SMTP মেইলকে সার্ভার থেকে অন্য সার্ভারে পাঠানোর কাজ করে।
IMAP
-
IMAP-এর পূর্ণরূপ হলো Internet Message Access Protocol।
-
IMAP ব্যবহার করে ব্যবহারকারী সরাসরি মেইল বক্সে প্রবেশ করতে পারে এবং মেইল সার্ভারে রেখে মেইল পড়তে বা পরিচালনা করতে পারে।
-
এটি POP3-এর চেয়ে সুবিধাজনক, কারণ মেইল সার্ভারে থাকা মেইল অনলাইনে একাধিক ডিভাইসে একইভাবে দেখা যায়।
HTML
-
HTML-এর পূর্ণরূপ হলো Hyper Text Markup Language।
-
এটি ওয়েবপেজে তথ্য প্রদর্শন ও ফরম্যাট করার জন্য ব্যবহৃত হয়।
-
HTML ফাইলের এক্সটেনশন সাধারণত .html বা .htm হয়।
-
১৯৯০ সালে Tim Berners-Lee জেনেভার CERN-এ কাজ করার সময় HTML প্রথম আবিষ্কার করেন।
-
HTML-এর সর্বশেষ সংস্করণ হলো HTML5, যা আধুনিক ওয়েব ডিজাইনের জন্য ব্যবহার হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 21 hours ago
একটি লজিক গেট-এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি -
Created: 21 hours ago
A
AND
B
OR
C
XOR
D
NAND
NAND গেইট
- AND গেইট + NOT গেইট = NAND গেইট।
- NAND গেইট AND গেইটের বিপরীত।
- NAND গেইটে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 0 হয়। অন্যথায় আউটপুট 1 হয়।
- অর্থাৎ, NAND গেইটে দুটি ইনপুট 0 হলে আউটপুট 1 হবে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।
একটি লজিক গেট-এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি - NAND গেইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 21 hours ago
Wi MAX-এর পূর্ণরূপ কি?
Created: 1 week ago
A
Worldwide Interoperability for Microwave Access
B
Worldwide Internet for Microwave Access
C
Worldwide Interconection for Microwave Access
D
কোনোটিই নয়
ওয়াইম্যাক্স (WiMAX)
-
WiMAX-এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access।
-
এটি একটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তি, যা বিস্তৃত এলাকা জুড়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদান করে।
-
WiMAX সাধারণত প্রায় ৫০ কিমি পর্যন্ত এলাকায় কভারেজ দিতে সক্ষম।
-
এর সর্বোচ্চ ডাউনলোড/আপলোড স্পীড প্রায় ১০০০ Mbps পর্যন্ত হতে পারে।
-
WiMAX-এর কার্যকর ফ্রিকোয়েন্সি প্রায় ২ থেকে ৬৬ GHz পর্যন্ত থাকে।
-
এর মানদণ্ড নির্ধারণ করা হয়েছে IEEE 802.16 স্ট্যান্ডার্ড দ্বারা।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

0
Updated: 1 week ago
ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি?
Created: 21 hours ago
A
malware
B
firmware
C
virus
D
lip - lop
ROM (রিড ওনলি মেমরি)
-
ROM এর পূর্ণরূপ হলো Read Only Memory।
-
ROM-এ থাকা তথ্য পরিবর্তন করা যায় না।
-
ROM-ভিত্তিক প্রোগ্রামকে Firmware বলা হয়।
-
সাধারণত, কম্পিউটার তৈরি হওয়ার সময় যে সকল প্রোগ্রাম স্থায়ীভাবে মেমরিতে রাখা হয়, সেগুলো ফার্মওয়্যার।
-
এই প্রোগ্রামগুলো কম্পিউটারের পর্দায় দেখা যায়, কিন্তু ব্যবহারকারী এগুলোতে কোনো পরিবর্তন করতে পারে না।
-
উদাহরণস্বরূপ, কম্পিউটার চালু করলে স্বয়ংক্রিয়ভাবে কিছু তথ্য মনিটরে প্রদর্শিত হয়; এগুলোই ROM-ভিত্তিক ফার্মওয়্যারের আউটপুট।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল, ২০২১ সংস্করণ)

0
Updated: 21 hours ago