ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয়-
A
ভাইরাস ধ্বংসের জন্য
B
খারাপ সেক্টরসমূহ পরীক্ষা করতে
C
ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে
D
ডিস্ক ফরমেট করতে
উত্তরের বিবরণ
ডিস্ক ফ্র্যাগমেন্টেশন ও ডিফ্র্যাগমেন্টেশন
যখন আমরা কম্পিউটারে ফাইল তৈরি, সম্পাদনা বা মুছে ফেলি, তখন ফাইলের ডেটা ডিস্কে ছড়িয়ে-ছিটিয়ে সংরক্ষিত হতে পারে। একে আমরা ডিস্ক ফ্র্যাগমেন্টেশন বলি।
সহজভাবে বলতে গেলে, একটি ফাইল যদি একসাথে এক ব্লকে না থাকে এবং বিভিন্ন অংশে ছড়িয়ে থাকে, তখন তা ফ্র্যাগমেন্টেড হয়ে যায়। এটি ঘটে মূলত ফাইল যোগ বা মুছে ফেলার সময় ডিস্কে খালি স্পেস ছড়িয়ে থাকার কারণে।
ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন কী এবং কেন ব্যবহার করা হয়?
ডিফ্র্যাগমেন্টেশন হল একটি প্রক্রিয়া যা ডিস্কের ফাইলগুলোকে পুনরায় সাজায়, যাতে ফাইলের অংশগুলো একসাথে সংরক্ষিত থাকে। এর ফলে কম্পিউটার দ্রুত ফাইল পড়তে এবং লিখতে পারে।
ডিফ্র্যাগমেন্টেশনের সুবিধা
-
প্রথমে টুলটি ডিস্ক স্ক্যান করে ফ্র্যাগমেন্টেড ফাইল এবং খালি স্পেস শনাক্ত করে।
-
ফাইলের ডেটা পুনর্বিন্যস্ত করে যাতে সব অংশ একসাথে থাকে।
-
রিড/রাইট হেডের কম চলাফেরার কারণে ফাইল দ্রুত খুলে এবং সংরক্ষণ হয়।
-
সিস্টেমের মোট পারফরম্যান্স বৃদ্ধি পায়।
-
ডিস্ক কার্যক্ষমতা উন্নত হয় এবং হার্ড ড্রাইভের আয়ু বাড়াতে সহায়ক হতে পারে।
সূত্র: Microsoft Support

0
Updated: 1 month ago
DNS সার্ভারের কাজ হচ্ছে _____ কে _____ address-এ পরিবর্তন করা।
Created: 1 month ago
A
Email, DNS
B
MAC Address, IP
C
Domain name, IP
D
Email, IP
DNS সার্ভারের মূল কাজ হলো ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করা, যাতে ব্যবহারকারীরা সহজে ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। কারণ, সংখ্যার সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস মনে রাখা মানুষের জন্য কঠিন, তাই সহজে ব্যবহারযোগ্য ডোমেইন নেম ব্যবহার করা হয়।
-
ডোমেইন নেম:
-
এটি হলো ইন্টারনেটের সাথে সংযুক্ত নেটওয়ার্ক সার্ভারের একটি নির্দিষ্ট নাম।
-
উদাহরণস্বরূপ, www.google.com-এর আইপি অ্যাড্রেস হলো 216.58.212.164।
-
ডোমেইন নেমের বিভিন্ন অংশ থাকে, যা ডট (.) অপারেটর দ্বারা পৃথক করা হয়।
-
-
DNS সার্ভার:
-
DNS বা Domain Name System হলো সেই পদ্ধতি যার মাধ্যমে ডোমেইন নেম নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়।
-
এটি ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে অনুবাদ করে।
-
যখন একজন ব্যবহারকারী একটি ওয়েবসাইটে ক্লিক করে, তখন সেই নির্দেশনা DNS সার্ভারের কাছে পৌঁছে।
-

0
Updated: 1 month ago
একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম-
Created: 1 month ago
A
Array
B
Linked list
C
Stack
D
Queue
Queue, Array, Linked List, ও Stack
Queue (লাইন)
-
সংজ্ঞা: Queue হলো একটি ডেটা স্ট্রাকচার যেখানে উপাদানগুলো একদিকে যুক্ত করা হয় এবং অন্যদিকে সরানো হয়।
-
মূল বৈশিষ্ট্য: FIFO (First In First Out) – প্রথমে যেটি ঢোকানো হবে, প্রথমে সেটিই বের হবে।
-
অপারেশন:
-
Enqueue: উপাদান যুক্ত করা (একপ্রান্তে)
-
Dequeue: উপাদান সরানো (অন্যপ্রান্তে)
-
-
উদাহরণ: কাস্টমার সারিতে দাঁড়ানো।
Array (অ্যারে)
-
সংজ্ঞা: Array হলো একধরনের ডেটা উপাদানের ক্রমানুসারে সংরক্ষণ ব্যবস্থা।
-
মূল বৈশিষ্ট্য:
-
উপাদানগুলো একই ধরনের (integer, string ইত্যাদি) হতে হয়।
-
প্রত্যেকটি উপাদানের নির্দিষ্ট অবস্থান (index) থাকে।
-
-
উদাহরণ:
[10, 20, 30, 40]
Linked List (লিঙ্কড লিস্ট)
-
সংজ্ঞা: Linked List হলো এমন একটি ডেটা স্ট্রাকচার যেখানে উপাদানগুলো নোড আকারে সংরক্ষিত হয়।
-
নোডের অংশ:
-
Data: মূল তথ্য
-
Pointer/Next: পরবর্তী নোডের ঠিকানা
-
-
উদাহরণ: Node1 → Node2 → Node3 → NULL
Stack (স্ট্যাক)
-
সংজ্ঞা: Stack হলো LIFO (Last In First Out) ডেটা স্ট্রাকচার।
-
মূল বৈশিষ্ট্য: সর্বশেষে ঢোকানো উপাদানটি প্রথমে বের হবে।
-
অপারেশন:
-
Push: উপাদান যুক্ত করা
-
Pop: উপাদান সরানো
-
-
উদাহরণ: বইয়ের গাদা, যেখানে উপরের বইটি আগে নেওয়া হয়।
উৎস: GeeksforGeeks – Data Structures

0
Updated: 1 month ago
নিচের কোন মেমােরিটিতে Access Time সবচেয়ে কম?
Created: 1 month ago
A
Registers
B
SSD
C
RAM
D
Cache memory
রেজিস্টার মেমোরি কম্পিউটারে সবচেয়ে দ্রুত ডাটা এক্সেসের ব্যবস্থা প্রদান করে। পিরামিড আকারে মেমোরি হায়ারার্কিতে, যেখানে শীর্ষে রেজিস্টার অবস্থান করে, সেখানে গতি সর্বাধিক হলেও ধারণক্ষমতা সীমিত এবং খরচ বেশি।
এর বিপরীতে, পিরামিডের পাদদেশে থাকা অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দাম তুলনামূলকভাবে কম। ক্যাশ মেমোরি CD এবং RAM-এর তুলনায় দ্রুততর ডাটা এক্সেস সক্ষমতা প্রদান করে।
-
রেজিস্টার হলো ফ্লিপ-ফ্লপের সমন্বয়ে গঠিত একটি ডিজিটাল বর্তনী।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট তথ্য সংরক্ষণ করতে সক্ষম।
-
একটি n-বিট রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফ্লপ থাকে যা n-বিট বাইনারি তথ্য সংরক্ষণ করতে পারে।
-
রেজিস্টার মেমোরির এক্সেস সময় সবচেয়ে কম।
-
রেজিস্টার প্রসেসরের নিকটতম অবস্থানে থাকায় এর ডাটা ট্রান্সমিশন স্পীড তুলনামূলকভাবে সর্বাধিক।

0
Updated: 1 month ago