A
তামার তার
B
কো-এক্সিয়াল ক্যাবল
C
অপটিকাল ফাইবার
D
ওয়্যারলেস মিডিয়া
উত্তরের বিবরণ
ফাইবার অপটিক ক্যাবল
ফাইবার অপটিক ক্যাবল হলো একটি আলোক পরিবাহী তার যা এক বা একাধিক অপটিক্যাল ফাইবার দ্বারা গঠিত। এই ফাইবারগুলোতে বিদ্যুৎ প্রবাহিত হয় না, বরং ডেটা প্রেরণের জন্য আলোর পালস ব্যবহৃত হয়।
ফাইবার তৈরিতে সাধারণত সিলিকা বা মাল্টি-কমপোনেন্ট কাঁচ ব্যবহার করা হয়, যা বৈদ্যুতিকভাবে অন্তরক। অপটিক্যাল ফাইবারে ডেটা প্রেরণ হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন (total internal reflection) পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ আলোর পালস উৎস থেকে গন্তব্যে পৌঁছায় প্রায় কোনও শক্তি ক্ষয় ছাড়াই।
ফাইবার অপটিক ক্যাবলের তিনটি প্রধান অংশ
-
কোর (Core)
-
ফাইবারের ভিতরের অংশ, যা আলোর পথে থাকে।
-
ব্যাস প্রায় ৮ থেকে ১০০ মাইক্রন।
-
-
ক্ল্যাডিং (Cladding)
-
কোরকে ঘিরে থাকা বাইরের স্তর।
-
কোরের ভিতরের আলো বাইরে বের না হতে সাহায্য করে।
-
-
জ্যাকেট (Jacket)
-
পুরো ফাইবারকে আবৃত করে।
-
এটি ফাইবারকে বাহ্যিক চাপ ও ক্ষতি থেকে রক্ষা করে।
-
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

0
Updated: 21 hours ago
এক word কত বিট বিশিষ্ট হয়?
Created: 21 hours ago
A
8
B
16
C
4
D
2
বিট (Bit)
-
কম্পিউটারে ব্যবহৃত সবচেয়ে ছোট তথ্য একক হল বিট, যা হয় ০ বা ১।
-
ইংরেজি শব্দ Binary (দ্বৈত) এবং Digit (অঙ্ক) থেকে বিট শব্দটি এসেছে।
-
কম্পিউটারের মেশিন ভাষা সম্পূর্ণরূপে বিটের উপর ভিত্তি করে তৈরি।
-
এখানে ০ বিট নির্দেশ করে কম ভোল্টেজ (Low Voltage) এবং ১ বিট নির্দেশ করে বেশি ভোল্টেজ (High Voltage)।
বাইট (Byte)
-
৮টি বিট মিলে ১ বাইট তৈরি করে।
-
৮ বিট ব্যবহার করে যেকোন অক্ষর, সংখ্যা বা বিশেষ চিহ্ন প্রকাশ করা যায়।
-
তাই বলা হয়, ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
কম্পিউটার ওয়ার্ড (Computer Word):
-
সংলগ্ন কয়েকটি বিট বা বাইটের সমষ্টিকে একটি ওয়ার্ড বলা হয়।
-
সাধারণত ১৬ বা ৩২ বিটকে ১ ওয়ার্ড ধরা হয়।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

0
Updated: 21 hours ago
ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটকল কোনটি?
Created: 21 hours ago
A
POP3
B
POP9
C
HTML
D
SMTP
POP3
-
POP3-এর পূর্ণরূপ হলো Post Office Protocol।
-
এটি মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল (যা ব্যবহারকারীর কাছে আসে) ডাউনলোড করার জন্য ব্যবহৃত হয়।
-
ব্যবহারকারীরা যখন তাদের মেইল প্রাপ্তি করে, তখন POP3 সবচেয়ে জনপ্রিয় প্রোটোকল হিসেবে ব্যবহৃত হয়।
-
সাধারণভাবে মেইল সার্ভারে POP বা IMAP এবং আউটগোয়িং মেইল পাঠানোর জন্য SMTP প্রোটোকল ব্যবহৃত হয়।
SMTP
-
SMTP-এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
-
এটি মূলত আউটগোয়িং মেইল (যা ব্যবহারকারীর পক্ষ থেকে বাইরে পাঠানো হয়) পাঠানোর জন্য ব্যবহৃত হয়।
-
সহজভাবে বলতে গেলে, SMTP মেইলকে সার্ভার থেকে অন্য সার্ভারে পাঠানোর কাজ করে।
IMAP
-
IMAP-এর পূর্ণরূপ হলো Internet Message Access Protocol।
-
IMAP ব্যবহার করে ব্যবহারকারী সরাসরি মেইল বক্সে প্রবেশ করতে পারে এবং মেইল সার্ভারে রেখে মেইল পড়তে বা পরিচালনা করতে পারে।
-
এটি POP3-এর চেয়ে সুবিধাজনক, কারণ মেইল সার্ভারে থাকা মেইল অনলাইনে একাধিক ডিভাইসে একইভাবে দেখা যায়।
HTML
-
HTML-এর পূর্ণরূপ হলো Hyper Text Markup Language।
-
এটি ওয়েবপেজে তথ্য প্রদর্শন ও ফরম্যাট করার জন্য ব্যবহৃত হয়।
-
HTML ফাইলের এক্সটেনশন সাধারণত .html বা .htm হয়।
-
১৯৯০ সালে Tim Berners-Lee জেনেভার CERN-এ কাজ করার সময় HTML প্রথম আবিষ্কার করেন।
-
HTML-এর সর্বশেষ সংস্করণ হলো HTML5, যা আধুনিক ওয়েব ডিজাইনের জন্য ব্যবহার হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 21 hours ago
কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে?
Created: 1 week ago
A
এ্যলুমিনিয়াম
B
প্লাসটিক
C
সিলিকন
D
কোনোটিই নয়
কম্পিউটারের মূল মেমোরি (Primary Memory) তৈরিতে সিলিকন নামক পদার্থ ব্যবহার করা হয়। ইলেকট্রনিক্স শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত মৌল হলো এই সিলিকন। আধুনিক কম্পিউটার প্রযুক্তির দ্রুত অগ্রগতির প্রধান কারণ হলো ইন্টিগ্রেটেড সার্কিট (IC), যা মূলত সিলিকন দিয়েই তৈরি হয়।
সিলিকন অন্যান্য পদার্থের তুলনায় সহজলভ্য, কম খরচে পাওয়া যায় এবং অন্য উপাদানের সাথে সহজে মিশে ব্যবহার করা যায়। এ কারণেই কম্পিউটারের চিপ, ট্রানজিস্টর, সিলিকন ডায়োড, মেমোরি এবং বিভিন্ন ইলেকট্রনিক সার্কিট তৈরিতে সিলিকনের ব্যাপক ব্যবহার রয়েছে।
উৎস: Illinois Institute of Technology Website

0
Updated: 1 week ago