এক word কত বিট বিশিষ্ট হয়?
A
8
B
16
C
4
D
2
উত্তরের বিবরণ
বিট (Bit)
-
কম্পিউটারে ব্যবহৃত সবচেয়ে ছোট তথ্য একক হল বিট, যা হয় ০ বা ১।
-
ইংরেজি শব্দ Binary (দ্বৈত) এবং Digit (অঙ্ক) থেকে বিট শব্দটি এসেছে।
-
কম্পিউটারের মেশিন ভাষা সম্পূর্ণরূপে বিটের উপর ভিত্তি করে তৈরি।
-
এখানে ০ বিট নির্দেশ করে কম ভোল্টেজ (Low Voltage) এবং ১ বিট নির্দেশ করে বেশি ভোল্টেজ (High Voltage)।
বাইট (Byte)
-
৮টি বিট মিলে ১ বাইট তৈরি করে।
-
৮ বিট ব্যবহার করে যেকোন অক্ষর, সংখ্যা বা বিশেষ চিহ্ন প্রকাশ করা যায়।
-
তাই বলা হয়, ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
কম্পিউটার ওয়ার্ড (Computer Word):
-
সংলগ্ন কয়েকটি বিট বা বাইটের সমষ্টিকে একটি ওয়ার্ড বলা হয়।
-
সাধারণত ১৬ বা ৩২ বিটকে ১ ওয়ার্ড ধরা হয়।
উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

0
Updated: 1 month ago
Push এবং Pop নিচের কার সাথে সম্পর্কিত?
Created: 1 month ago
A
Queue
B
Stack
C
Union
D
Array
স্ট্যাক (Stack) এবং কিউ (Queue)
-
স্ট্যাক (Stack)
-
স্ট্যাক হলো একটি LIFO (Last In First Out) ধরনের ডেটা স্ট্রাকচার।
-
এর অর্থ, যে আইটেমটি সর্বশেষ স্ট্যাকে প্রবেশ করবে, সেটি প্রথমে বের হবে।
-
স্ট্যাকে নতুন আইটেম যোগ করা হয় Push অপারেশনের মাধ্যমে।
-
স্ট্যাক থেকে আইটেম অপসারণ করা হয় Pop অপারেশনের মাধ্যমে।
-
-
কিউ (Queue)
-
কিউ হলো একটি FIFO (First In First Out) ধরনের ডেটা স্ট্রাকচার।
-
এর অর্থ, যে আইটেমটি প্রথমে কিউতে প্রবেশ করবে, সেটি প্রথমে বের হবে।
-
-
অ্যারে (Array)
-
একই ধরনের ডেটার একটি ধারাবাহিক গুচ্ছকে অ্যারে বলা হয়।
-
উৎস: Computerhope Website.

0
Updated: 1 month ago
নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?
Created: 1 month ago
A
Mouse
B
Microphone
C
Touch Screen
D
Printer
ইনপুট, আউটপুট ও ইনপুট-আউটপুট ডিভাইস
টাচস্ক্রিন
টাচস্ক্রিন এমন একটি ডিভাইস যা একই সাথে ইনপুট এবং আউটপুট—দুটোর কাজই করে।
ইনপুট ডিভাইস
যে হার্ডওয়্যার বা যন্ত্রের মাধ্যমে কম্পিউটার বাইরের পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে, সেগুলোকে ইনপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ:
Keyboard, Mouse, Trackball, Joystick, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Light pen, Graphics Pad, Digital Camera ইত্যাদি।
আউটপুট ডিভাইস
কম্পিউটার প্রক্রিয়াজাত ফলাফল ব্যবহারকারীর সামনে উপস্থাপন করার জন্য যে হার্ডওয়্যার ব্যবহৃত হয় তাকে আউটপুট ডিভাইস বলে।
উদাহরণ:
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image Setter, Film Recorder, Headphone ইত্যাদি।
ইনপুট-আউটপুট ডিভাইস
কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট ও আউটপুট—দুটো কাজই করতে সক্ষম।
উদাহরণ:
Pendrive, Modem, Touchscreen ইত্যাদি।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
কম্পিউটার নেটওয়ার্কে OSI মডেমের স্তর কয়টি?
Created: 1 month ago
A
৭
B
৫
C
- ৯
D
৮
OSI (Open System Interconnection) মডেল হলো একটি ওপেন স্ট্যান্ডার্ড যা কম্পিউটার নেটওয়ার্কে ডিভাইস এবং সিস্টেমগুলিকে একসাথে কাজ করার জন্য গাইডলাইন প্রদান করে। এটি নেটওয়ার্কিং এর বিভিন্ন কার্যক্রমকে ৭টি স্তরে ভাগ করে।
OSI মডেলের স্তরসমূহ
-
Upper Layers (উপরের ৩টি স্তর): ব্যবহারকারীর সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং সফটওয়্যার/অ্যাপ্লিকেশন লেভেলের কার্যক্রম পরিচালনা করে।
-
Application Layer (Layer 7) – ব্যবহারকারীর জন্য নেটওয়ার্ক সেবা প্রদান।
-
Presentation Layer (Layer 6) – ডেটাকে ফরম্যাটিং, এনক্রিপশন ও কম্প্রেশন করে।
-
Session Layer (Layer 5) – দুটি সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপন ও পরিচালনা করে।
-
-
Lower Layers (নিচের ৪টি স্তর): ডেটা ট্রান্সমিশন এবং হার্ডওয়্যার যোগাযোগের জন্য দায়ী।
4. Transport Layer (Layer 4) – ডেটার নির্ভুল প্রেরণ নিশ্চিত করে।
5. Network Layer (Layer 3) – ডেটার পথ নির্ধারণ এবং রাউটিং করে।
6. Data Link Layer (Layer 2) – ডেটাকে ফ্রেমে ভাগ করে এবং ত্রুটি সনাক্ত করে।
7. Physical Layer (Layer 1) – বিট হিসেবে ডেটা ফিজিক্যাল মাধ্যমে প্রেরণ করে।
উৎস: Amazon

0
Updated: 1 month ago