কোনটি সঠিক নয়?
A
A + 0 = A
B
A. 1 = A
C
A+ A'= 1
D
A.A' = 1
উত্তরের বিবরণ
বুলিয়ান অ্যালজেবরা (Boolean Algebra)
বুলিয়ান অ্যালজেবরা হলো একটি গাণিতিক কাঠামো যা মূলত সত্য (True) এবং মিথ্যা (False) এই দুই লজিকের ওপর ভিত্তি করে কাজ করে।
ইতিহাস:
-
প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুল (George Boole) ১৮৪৭ সালে তাঁর প্রথম গ্রন্থ “The Mathematical Analysis of Logic”-এ বুলিয়ান অ্যালজেবরার প্রাথমিক ধারণা উপস্থাপন করেন।
-
১৮৫৪ সালে, তাঁর গ্রন্থ “An Investigation of the Laws of Thought”-এ বুলিয়ান অ্যালজেবরার ওপর আরও বিস্তৃত আলোচনা করেন।
-
বুলিয়ান অ্যালজেবরা পরে কম্পিউটার বিজ্ঞান ও ডিজিটাল সার্কিট ডিজাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ, বাইনারি সিস্টেম (1 ও 0) ব্যবহার করে যেকোনো গাণিতিক বা লজিক্যাল সমস্যা সমাধান সম্ভব।
মূল ধারণা:
-
বুলিয়ান অ্যালজেবরা সত্য এবং মিথ্যার মধ্যে সম্পর্ক নির্ধারণ করে।
-
জর্জ বুলকে বুলিয়ান অ্যালজেবরার আবিষ্কারক বলা হয়।
মূল মৌলিক সূত্রসমূহ (Basic Laws):
দ্রষ্টব্য: কোনো বুলিয়ান উপপাদ্য নয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মুজিবুর রহমান।

0
Updated: 1 month ago
নিচের কোন মেমােরিটিতে Access Time সবচেয়ে কম?
Created: 1 month ago
A
Registers
B
SSD
C
RAM
D
Cache memory
রেজিস্টার মেমোরি কম্পিউটারে সবচেয়ে দ্রুত ডাটা এক্সেসের ব্যবস্থা প্রদান করে। পিরামিড আকারে মেমোরি হায়ারার্কিতে, যেখানে শীর্ষে রেজিস্টার অবস্থান করে, সেখানে গতি সর্বাধিক হলেও ধারণক্ষমতা সীমিত এবং খরচ বেশি।
এর বিপরীতে, পিরামিডের পাদদেশে থাকা অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দাম তুলনামূলকভাবে কম। ক্যাশ মেমোরি CD এবং RAM-এর তুলনায় দ্রুততর ডাটা এক্সেস সক্ষমতা প্রদান করে।
-
রেজিস্টার হলো ফ্লিপ-ফ্লপের সমন্বয়ে গঠিত একটি ডিজিটাল বর্তনী।
-
প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট তথ্য সংরক্ষণ করতে সক্ষম।
-
একটি n-বিট রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ-ফ্লপ থাকে যা n-বিট বাইনারি তথ্য সংরক্ষণ করতে পারে।
-
রেজিস্টার মেমোরির এক্সেস সময় সবচেয়ে কম।
-
রেজিস্টার প্রসেসরের নিকটতম অবস্থানে থাকায় এর ডাটা ট্রান্সমিশন স্পীড তুলনামূলকভাবে সর্বাধিক।

0
Updated: 1 month ago
ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটকল কোনটি?
Created: 1 month ago
A
POP3
B
POP9
C
HTML
D
SMTP
POP3
-
POP3-এর পূর্ণরূপ হলো Post Office Protocol।
-
এটি মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল (যা ব্যবহারকারীর কাছে আসে) ডাউনলোড করার জন্য ব্যবহৃত হয়।
-
ব্যবহারকারীরা যখন তাদের মেইল প্রাপ্তি করে, তখন POP3 সবচেয়ে জনপ্রিয় প্রোটোকল হিসেবে ব্যবহৃত হয়।
-
সাধারণভাবে মেইল সার্ভারে POP বা IMAP এবং আউটগোয়িং মেইল পাঠানোর জন্য SMTP প্রোটোকল ব্যবহৃত হয়।
SMTP
-
SMTP-এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
-
এটি মূলত আউটগোয়িং মেইল (যা ব্যবহারকারীর পক্ষ থেকে বাইরে পাঠানো হয়) পাঠানোর জন্য ব্যবহৃত হয়।
-
সহজভাবে বলতে গেলে, SMTP মেইলকে সার্ভার থেকে অন্য সার্ভারে পাঠানোর কাজ করে।
IMAP
-
IMAP-এর পূর্ণরূপ হলো Internet Message Access Protocol।
-
IMAP ব্যবহার করে ব্যবহারকারী সরাসরি মেইল বক্সে প্রবেশ করতে পারে এবং মেইল সার্ভারে রেখে মেইল পড়তে বা পরিচালনা করতে পারে।
-
এটি POP3-এর চেয়ে সুবিধাজনক, কারণ মেইল সার্ভারে থাকা মেইল অনলাইনে একাধিক ডিভাইসে একইভাবে দেখা যায়।
HTML
-
HTML-এর পূর্ণরূপ হলো Hyper Text Markup Language।
-
এটি ওয়েবপেজে তথ্য প্রদর্শন ও ফরম্যাট করার জন্য ব্যবহৃত হয়।
-
HTML ফাইলের এক্সটেনশন সাধারণত .html বা .htm হয়।
-
১৯৯০ সালে Tim Berners-Lee জেনেভার CERN-এ কাজ করার সময় HTML প্রথম আবিষ্কার করেন।
-
HTML-এর সর্বশেষ সংস্করণ হলো HTML5, যা আধুনিক ওয়েব ডিজাইনের জন্য ব্যবহার হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 1 month ago
এক মেশিন থেকে অন্য মেশিনে ই-মেইল মেসেজ স্থানান্তর করতে কোন TCP/IP প্রটোকল ব্যবহার হয়?
Created: 1 month ago
A
FTP
B
RPC
C
SNMP
D
SMTP
মেইল যোগাযোগ দুটি প্রধান ভাগে ভাগ করা যায়: বাহিরে পাঠানো মেইল এবং গ্রহণকৃত মেইল। বাহিরে পাঠানো মেইলগুলোকে আউটগোয়িং মেইল বলা হয় এবং ব্যবহারকারীর কাছে আসা মেইলগুলোকে ইনকামিং মেইল বলা হয়।
-
যে সকল মেইল বাহিরে পাঠানো হয়, সেগুলোকে আউটগোয়িং মেইল বলা হয়।
-
আউটগোয়িং মেইল পাঠানোর জন্য সাধারণত SMTP প্রটোকল ব্যবহার করা হয়।
-
SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol।
-
ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে, সেগুলোকে ইনকামিং মেইল বলা হয়।
-
সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সবচেয়ে জনপ্রিয় প্রটোকল হলো POP3।
-
POP এর পূর্ণরূপ হলো Post Office Protocol

0
Updated: 1 month ago