10101111 এর 1's complement কোনটি?
A
1111 1111
B
0000 0000
C
0101 0000
D
1100 0011
উত্তরের বিবরণ
10101111 এর 1's complement 0101 0000.
• ১ এর পরিপূরক গঠন (1's complement form)
বাইনারি সংখ্যায়, ০ এর স্থানে ১ এবং ১ এর স্থানে ০ বসিয়ে সংখ্যাটির ১ এর পরিপূরক (1's complement form) করা হয়।
অর্থাৎ সংখ্যার বিট গুলোকে উল্টিয়ে দেয়া হয়।
এখানে,
10101111 এর স্থানে বিট গুলোকে উল্টিয়ে 0101 0000 হলো ১ এর পরিপূরক (1's complement).
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 1 month ago
মোবাইল ফোনে কোন Mode-এ যোগাযোগ হয়?
Created: 1 month ago
A
Simplex
B
Half-duplex
C
Full-duplex
D
কোনোটিই নয়
ডেটা ট্রান্সমিশন মোড এবং মোবাইল যোগাযোগ
মোবাইল ফোনে ফুল-ডুপ্লেক্স মোডে যোগাযোগ সম্পন্ন হয়।
ডেটা ট্রান্সমিশন মোড
যখন কোনও ডিভাইস থেকে ডেটা অন্য ডিভাইসে প্রেরণ করা হয়, তখন ডেটা প্রবাহের দিক অনুসারে ডেটা প্রেরণের পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। এটি মূলত তিন ধরনের হতে পারে:
-
সিমপ্লেক্স (Simplex):
-
এই মোডে ডেটা কেবল একদিকে প্রেরণ করা যায়।
-
গ্রাহক ডিভাইস কখনো প্রেরক ডিভাইসে ডেটা পাঠাতে পারে না।
-
উদাহরণ: রেডিও, টেলিভিশন।
-
-
হাফ-ডুপ্লেক্স (Half-Duplex):
-
এখানে ডিভাইস ডেটা প্রেরণ বা গ্রহণ করতে পারে, কিন্তু একসাথে উভয় করা যায় না।
-
উদাহরণ: ওয়াকিটকি।
-
-
ফুল-ডুপ্লেক্স (Full-Duplex):
-
এই মোডে ডিভাইস একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে।
-
প্রয়োজনে ডিভাইস ডেটা পাঠানোর সময় গ্রহণও করতে পারে এবং ডেটা গ্রহণের সময়ও প্রেরণ করতে পারে।
উদাহরণ: টেলিফোন, মোবাইল ফোন।
-
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
নিচের কোন উক্তিটি সঠিক?
Created: 1 month ago
A
১ কিলোবাইট = ১০২৪ বাইট
B
১ মেগাবাইট = ১০২৪ বাইট
C
১ কিলোবাইট = ১০০০ বাইট
D
১ মেগাবাইট = ১০০০ বাইট
বিট (Bit) এবং বাইট (Byte) পরিচিতি
বিট (Bit):
-
কম্পিউটারে তথ্যের সবচেয়ে ক্ষুদ্র একক হলো বিট।
-
এটি কেবল দুটি মান ধারণ করতে পারে: 0 এবং 1।
বাইট (Byte):
-
৮টি বিট একত্রে একটি বাইট গঠন করে।
-
একটি বাইট সাধারণত একটি অক্ষর বা সংখ্যা সংরক্ষণ করতে সক্ষম।
মেমরির একক এবং তাদের পরিমাপ
কম্পিউটার মেমরির পরিমাণ পরিমাপের জন্য এককগুলো নিম্নরূপ সম্পর্কযুক্ত:
একক | সমতুল্য |
---|---|
৮ বিট = ১ বাইট = ১ অক্ষর | – |
১ কিলোবাইট (KB) = ১,০২৪ বাইট | – |
১ মেগাবাইট (MB) = ১,০২৪ KB | – |
১ গিগাবাইট (GB) = ১,০২৪ MB | – |
১ টেরাবাইট (TB) = ১,০২৪ GB | – |
১ পেটাবাইট (PB) = ১,০২৪ TB | – |
সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
TCP দিয়ে কোনটি বোঝানো হয়?
Created: 1 month ago
A
প্রোগ্রাম
B
প্রোটোকল
C
প্রোগ্রামিং
D
ফ্লোচার্ট
TCP (Transmission Control Protocol)
-
TCP-এর পূর্ণরূপ হলো Transmission Control Protocol, যা ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।
-
এটি ইন্টারনেটে বিভিন্ন অ্যাপ্লিকেশন যেমন ওয়েব ব্রাউজিং, ই-মেইল প্রেরণ ইত্যাদি-এ নিরাপদ সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয়।
-
TCP-এর মূল কাজ তিনটি ভাগে বলা যায়:
১. বাইট স্ট্রিম সরবরাহ করা – তথ্য ধারাবাহিকভাবে পাঠানোর ব্যবস্থা।
২. সংযোগ স্থাপন করা – প্রেরক ও প্রাপকের মধ্যে নিরাপদ সংযোগ নিশ্চিত করা।
৩. আস্থা স্থাপন করা – তথ্য পাঠানো বা প্রাপ্তির সময় কোন কিছু হারিয়ে গেলে তা পুনরায় পাঠানোর নিশ্চয়তা দেওয়া। -
ছোট ছোট প্রক্রিয়ার মাধ্যমে TCP নিশ্চিত করে যে ফাইলগুলো নিরাপদে পৌঁছাবে, অন্য লিঙ্কে প্রবেশ বা হারিয়ে যাওয়া থেকে রক্ষা পাবে।
উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago