A
দার্শনিক
B
পদার্থবিদ
C
রসায়নবিদ
D
কবি
উত্তরের বিবরণ
স্টিফেন হকিংঃ স্টিফেন হকিং বিশ্বের একজন প্রথিতযশা পদার্থবিজ্ঞানী।
• তাঁর রচিত বইসমূহ:
- A Brief History of Time,
- The Universe in a Nutshell,
- The Grand Design,
- A Brief History of Time.
উল্লেখ্য,
বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা সম্বলিত স্টিফেন হকিং এর বিখ্যাত বই – 'A Brief History of Time'.
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 23 hours ago
লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়-
Created: 2 weeks ago
A
তামা
B
দস্তা
C
রূপা
D
এলুমিনিয়াম
গ্যালভানাইজিং
-
লোহাকে মরিচা থেকে রক্ষা করার জন্য এর উপর দস্তার (Zn) পাতলা স্তর দেওয়া হয়।
-
সাধারণত লোহাকে গলিত দস্তায় ডুবিয়ে এই আবরণ দেওয়া হয়।
-
ঘরে ব্যবহৃত টিনে সহজে মরিচা ধরে না, কারণ সেখানে লোহার উপর দস্তার প্রলেপ দেওয়া থাকে।
-
আবার গুঁড়া দুধ বা অন্যান্য টিনজাত খাবারের কৌটা মূলত লোহা বা ইস্পাতের তৈরি। এগুলোর বাইরের অংশে টিন ধাতুর প্রলেপ দেওয়া থাকে, ফলে মরিচা ধরে না এবং ভেতরের খাবারও নষ্ট হয় না।
-
সহজভাবে বলতে গেলে, এক ধাতুর উপর আরেক ধাতুর আবরণ দেওয়া প্রক্রিয়াকেই গ্যালভানাইজিং বলে।
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago
বায়ুমণ্ডলে শতকরা কতভাগ আর্গন বিদ্যমান?
Created: 1 week ago
A
৭৮.০
B
০.৮
C
০.৪১
D
০.৩
পৃথিবীর চারপাশে যে অদৃশ্য বায়বীয় আবরণ রয়েছে, তাকে বায়ুমণ্ডল বলা হয়। ইংরেজিতে এটিকে Atmosphere বলা হয়।
বায়ুমণ্ডল পৃথিবীর অপরিহার্য অংশ, যা মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীর সঙ্গে সংযুক্ত থাকে এবং পৃথিবীর সঙ্গে আবর্তন করে। তবে বায়ু কঠিন ভূমির সঙ্গে পুরোপুরি একইভাবে চলতে না পারায় কিছুটা পশ্চাতে থাকে।
বয়স ও উৎপত্তি:
বিজ্ঞানীরা ধারণা করেন, বায়ুমণ্ডলের বয়স প্রায় ৩৫০ কোটি বছর। এটি মূলত ভূ-অভ্যন্তর থেকে নির্গত গ্যাসের মাধ্যমে সৃষ্টি হয়েছে।
প্রসারণ:
-
ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটারের মধ্যে বায়ুমণ্ডলের প্রায় ৯০% অংশ অবস্থান করে।
-
সর্বোচ্চ প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত।
বায়ুমণ্ডলের উপাদান
বায়ুমণ্ডল মূলত বিভিন্ন গ্যাস এবং জলীয় বাষ্পের সংমিশ্রণে গঠিত। প্রধান দুটি গ্যাস হলো:
-
নাইট্রোজেন: ৭৮.০২%
-
অক্সিজেন: ২০.৭১%
এই দুটি গ্যাস মিলে মোট বায়ুমণ্ডলের প্রায় ৯৯% গঠন করে। অবশিষ্ট ১% গ্যাস ও অন্যান্য উপাদান।
গ্যাসের বিতরণ অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর:
-
সমমণ্ডল (Homosphere): ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৯০ কিলোমিটার পর্যন্ত, যেখানে গ্যাসের অনুপাত প্রায় একই রকম থাকে।
-
বিষমমণ্ডল (Heterosphere): ৯০ কিলোমিটারের উপরে, যেখানে বিভিন্ন গ্যাসের অনুপাত সমান নয়।
বায়ুমণ্ডলের উপাদান এবং তাদের শতাংশ
উপাদান | শতকরা (%) |
---|---|
নাইট্রোজেন | ৭৮.০২ |
অক্সিজেন | ২০.৭১ |
আর্গন | ০.৮০ |
কার্বন ডাই-অক্সাইড | ০.০৩ |
ওজোন | ০.০০০১ |
অন্যান্য গ্যাস | ০.০১৯৯ |
জলীয় বাষ্প | ০.৪১ |
ধূলিকণা ও কনিক্স | ০.০১ |
উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 week ago
সুনামীর কারণ হল-
Created: 2 weeks ago
A
আগ্নেয়গিরির অগ্নুৎপাত
B
ঘূর্ণিঝড়
C
চন্দ্র ও সূর্যের আকর্ষণ
D
সমুদ্রের তলদেশে ভূমিকম্প
সুনামি (Tsunami)
-
সুনামি মূলত সমুদ্র তলদেশে ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়।
-
“Tsunami” শব্দটি জাপানি, যার শাব্দিক অর্থ হলো ‘পোতাশ্রয়ের ঢেউ’। এখানে ‘tsu’ মানে বন্দর বা harbour, আর ‘nami’ মানে সামুদ্রিক ঢেউ।
-
বাংলাদেশের অবস্থান ভৌগোলিকভাবে এমন যে এখানে সুনামি খুব কম ঘটে।
-
তবে ইতিহাসে কিছু ঘটনায় সুনামির প্রভাব দেখা গেছে। যেমন:
-
১৭৬২ সালের ২ এপ্রিল: কক্সবাজার ও আশেপাশের এলাকায় সুনামির প্রভাব লক্ষ্য করা যায়।
-
১৯৪১ সালে: আন্দামান সাগরে ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরে সুনামি সৃষ্টি হয়। এতে ভারতের পূর্ব উপকূলে প্রায় ৫,০০০ মানুষ নিহত হন।
-
২০০৪ সালের ২৬ ডিসেম্বর: ইন্দোনেশিয়ার সিনুয়েলেউ দ্বীপে ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামি সমগ্র ভারত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক মৃত্যুর কারণ হয়।
-
উৎস: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago