A
পিসিকালচার
B
এপিকালচার
C
মেরিকালচার
D
সেরিকালচার
উত্তরের বিবরণ
বাণিজ্যিক কৃষি ও প্রাণী চাষের বিশেষজ্ঞ বিদ্যাগুলি
-
এপিকালচার (Apiculture): মৌমাছি চাষের বিজ্ঞান ও শিল্প। অর্থাৎ মধু, মৌচাক ও অন্যান্য মৌমাছি পণ্য সংগ্রহের জন্য মৌমাছি পালন।
-
সেরিকালচার (Sericulture): রেশম উৎপাদনের জন্য কেঁচো ও রেশমচাষের বিজ্ঞান।
-
পিসিকালচার (Pisciculture): মাছ চাষ বা মৎস্য পালন সম্পর্কিত বিজ্ঞান।
-
প্রণকালচার (Prawn Culture / Crustaculture): চিংড়ি বা অন্যান্য ক্রাস্টেসিয়ান প্রাণী চাষের বিজ্ঞান।
-
হর্টিকালচার (Horticulture): উদ্যানপালন ও ফল, ফুল, সবজি চাষের বিজ্ঞান।
-
এভিকালচার (Aviculture): পাখি পালন ও পাখি সংক্রান্ত উৎপাদন।
-
মেরিকালচার (Mariculture): সমুদ্রজাতীয় মাছ ও সামুদ্রিক প্রাণী চাষের বিজ্ঞান।
উৎস: বাংলাপিডিয়া, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

0
Updated: 23 hours ago
কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো-
Created: 1 week ago
A
অ্যামিটার
B
ভোল্টামিটার
C
অণুবীক্ষণ যন্ত্র
D
তড়িৎবীক্ষণ যন্ত্র
আধানের অস্তিত্ব সনাক্তকরণ (Detection of Charge)
কোনো বস্তুর মধ্যে আধান বা চার্জ আছে কিনা তা নির্ণয় করতে তড়িৎবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। এর পদ্ধতি হলো:
-
বস্তুর সাথে যন্ত্রের সোনার পাত যুক্ত ধাতব গোলক স্পর্শ করানো হয়।
-
যদি স্পর্শ করার পর সোনার দুটি পাতা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে বোঝা যায় বস্তুর মধ্যে আধান আছে।
-
যদি পাত দুটি না ছড়িয়ে যায়, তবে বোঝা যায় বস্তুর মধ্যে আধান নেই।
উল্লেখযোগ্য বিষয়: তড়িৎবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কেবল আধানের অস্তিত্বই নয়, আধানের ধরণও নির্ণয় করা সম্ভব।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 week ago
প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমাণ থাকে?
Created: 5 days ago
A
৪০ - ৫০ ভাগ
B
৬০ - ৭০ ভাগ
C
৮০ - ৯০ ভাগ
D
৩০ - ২৫ ভাগ
প্রাকৃতিক গ্যাস
প্রাকৃতিক গ্যাস হলো শক্তির একটি পরিচিত উৎস। এটি মূলত ভূগর্ভ থেকে আহরণ করা হয় এবং তাপশক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। তাপশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজেও প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়।
পৃথিবীর অভ্যন্তরে প্রচন্ড তাপ ও চাপের প্রভাবে প্রাকৃতিক গ্যাস গঠিত হয়। এটি সাধারণত পেট্রোলিয়াম কূপের কাছাকাছি পাওয়া যায়। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন (Methane)। তাই এটি জীবাশ্ম শক্তির একটি উদাহরণ।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানসমূহ:
-
মিথেন (CH₄): ৮০–৯০% (বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে ৯৫–৯৯%)
-
ইথেন (C₂H₆): প্রায় ১৩%
-
প্রোপেন (C₃H₈): প্রায় ৩%
-
এছাড়া বিউটেন, ইথিলিন এবং নাইট্রোজেনও কিছু পরিমাণে থাকে।
প্রাকৃতিক গ্যাস আমাদের দৈনন্দিন জীবনে তাপ ও বিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি ও পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 5 days ago
সুনামীর কারণ হল-
Created: 2 weeks ago
A
আগ্নেয়গিরির অগ্নুৎপাত
B
ঘূর্ণিঝড়
C
চন্দ্র ও সূর্যের আকর্ষণ
D
সমুদ্রের তলদেশে ভূমিকম্প
সুনামি (Tsunami)
-
সুনামি মূলত সমুদ্র তলদেশে ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়।
-
“Tsunami” শব্দটি জাপানি, যার শাব্দিক অর্থ হলো ‘পোতাশ্রয়ের ঢেউ’। এখানে ‘tsu’ মানে বন্দর বা harbour, আর ‘nami’ মানে সামুদ্রিক ঢেউ।
-
বাংলাদেশের অবস্থান ভৌগোলিকভাবে এমন যে এখানে সুনামি খুব কম ঘটে।
-
তবে ইতিহাসে কিছু ঘটনায় সুনামির প্রভাব দেখা গেছে। যেমন:
-
১৭৬২ সালের ২ এপ্রিল: কক্সবাজার ও আশেপাশের এলাকায় সুনামির প্রভাব লক্ষ্য করা যায়।
-
১৯৪১ সালে: আন্দামান সাগরে ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরে সুনামি সৃষ্টি হয়। এতে ভারতের পূর্ব উপকূলে প্রায় ৫,০০০ মানুষ নিহত হন।
-
২০০৪ সালের ২৬ ডিসেম্বর: ইন্দোনেশিয়ার সিনুয়েলেউ দ্বীপে ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামি সমগ্র ভারত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক মৃত্যুর কারণ হয়।
-
উৎস: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago