কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
A
তেল
B
সমুদ্রের ঢেউ
C
গ্যাস
D
কয়লা
উত্তরের বিবরণ
শক্তির উৎস দুটি প্রকারে বিভক্ত
-
নবায়নযোগ্য শক্তি (Renewable Energy)
-
এটি এমন শক্তি যা বারবার ব্যবহার করা যায়।
-
পরিবেশ বান্ধব হওয়ায় এটিকে গ্রীন শক্তিও বলা হয়।
-
উদাহরণস্বরূপ:
-
সৌরশক্তি (সূর্যের আলো থেকে)
-
বায়ু শক্তি (হাওয়ার প্রবাহ থেকে)
-
জলবিদ্যুৎ (নদী ও জলপ্রবাহ থেকে)
-
জোয়ার-ভাটা শক্তি
-
ভূ-তাপীয় শক্তি
-
সমুদ্রের ঢেউ থেকে শক্তি ইত্যাদি।
-
-
-
অনবায়নযোগ্য শক্তি (Non-Renewable Energy)
-
এটি এমন শক্তি যা পুনরায় ব্যবহার করা যায় না।
-
উদাহরণস্বরূপ:
-
কয়লা
-
খনিজ তেল (পেট্রোলিয়াম)
-
প্রাকৃতিক গ্যাস
-
নিউক্লিয়ার শক্তি ইত্যাদি।
-
-
উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago
আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
Created: 1 month ago
A
অসীম
B
শূন্য
C
অতি ক্ষুদ্র
D
অনেক বড়
একটি আদর্শ ভোল্টেজ উৎস এমন একটি তাত্ত্বিক ধারণা যেখানে উৎসের টার্মিনালের ভোল্টেজ সবসময় স্থির থাকে এবং লোড পরিবর্তনের কারণে তা কোনোভাবেই কমে বা বাড়ে না।
এটি কেবল তখনই সম্ভব যখন উৎসের অভ্যন্তরীণ রোধ শূন্য ধরা হয়। অভ্যন্তরীণ রোধ থাকলে কারেন্ট প্রবাহের সময় ভোল্টেজ পতন ঘটত, যা আদর্শ ভোল্টেজ উৎসের মৌলিক বৈশিষ্ট্যের সাথে সাংঘর্ষিক।
তথ্যগুলো সংক্ষেপে:
-
আদর্শ ভোল্টেজ উৎস: টার্মিনালের ভোল্টেজ লোডের পরিবর্তনের পরও অপরিবর্তিত থাকে।
-
অভ্যন্তরীণ রোধ শূন্য: r = 0 ধরা হয়, যাতে কোনো ভোল্টেজ ড্রপ না ঘটে।
-
যদি অভ্যন্তরীণ রোধ থাকত, তবে V = IR সূত্র অনুযায়ী ভোল্টেজ পতন ঘটত এবং টার্মিনাল ভোল্টেজ উৎস ভোল্টেজের সমান থাকত না।
-
আদর্শ ক্ষেত্রে Vterminal = Vsource, অর্থাৎ টার্মিনালের ভোল্টেজ সর্বদা উৎসের ভোল্টেজের সমান থাকে।
সুতরাং, একটি আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ সর্বদা শূন্য ধরা হয়।

0
Updated: 1 month ago
স্টিফেন হকিং একজন-
Created: 1 month ago
A
দার্শনিক
B
পদার্থবিদ
C
রসায়নবিদ
D
কবি
স্টিফেন হকিংঃ স্টিফেন হকিং বিশ্বের একজন প্রথিতযশা পদার্থবিজ্ঞানী।
• তাঁর রচিত বইসমূহ:
- A Brief History of Time,
- The Universe in a Nutshell,
- The Grand Design,
- A Brief History of Time.
উল্লেখ্য,
বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা সম্বলিত স্টিফেন হকিং এর বিখ্যাত বই – 'A Brief History of Time'.
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো
Created: 1 month ago
A
নাইট্রোজেন গ্যাস
B
মিথেন গ্যাস
C
হাইড্রোজেন গ্যাস
D
কার্বন মনোক্সাইড
প্রাকৃতিক গ্যাস
-
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন (CH₄)।
-
সাধারণত প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলি হলো:
-
মিথেন: ৮০–৯০%
-
ইথেন: ১৩%
-
প্রোপেন: ৩%
-
-
প্রাকৃতিক গ্যাস মূলত কম সংখ্যক কার্বনযুক্ত হাইড্রোকার্বন (C₁–C₄) এর মিশ্রণ।
-
এছাড়াও এতে বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন ইত্যাদি উপাদানও থাকে।
-
বাংলাদেশে পাওয়া প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ প্রায় ৯৫–৯৯%।
সূত্র: রসায়ন বোর্ড, নবম–দশম শ্রেণি, বাংলাদেশ।

0
Updated: 1 month ago