A
আলফা রেস (Alpha rays)
B
বিটা রেস (Beta rays)
C
গামা রেস (Gama rays)
D
এক্স (এক্স) রেস (X-rays)
উত্তরের বিবরণ
চিকিৎসাক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার
তেজস্ক্রিয় আইসোটোপ চিকিৎসাক্ষেত্রে প্রধানত দুইভাবে ব্যবহৃত হয়:
-
রোগ নিরাময় (Therapeutic use)
-
রোগ বা রোগাক্রান্ত স্থান নির্ণয় (Diagnostic use)
নিম্নে কিছু সাধারণ উদাহরণ দেওয়া হলো:
-
ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা:
-
শরীরে ক্যান্সার টিউমারের অবস্থান চিহ্নিত করতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়।
-
চিকিৎসার জন্য কোবাল্ট-৬০ (Co-60) থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সার কোষ ধ্বংস করতে প্রয়োগ করা হয়।
-
-
থাইরয়েড রোগের চিকিৎসা:
-
থাইরয়েড গ্রন্থির অসামঞ্জস্য বা অতিরিক্ত বৃদ্ধি (যেমন গ্রোথ বা হাইপারথাইরয়ডিজম) চিকিৎসায় আয়োডিন-১৩১ (I-131) ব্যবহার করা হয়।
-
এই আইসোটোপ থাইরয়েড কোষে জমে তাদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।
-
-
রক্তের সমস্যা (Blood Leukemia):
-
অতিরিক্ত শ্বেতকণিকা বৃদ্ধিজনিত রক্তাল্পতা চিকিৎসায় ফসফরাস-৩২ (P-32) ব্যবহার করা হয়।
-
এটি ক্ষতিগ্রস্ত বা অতিরিক্ত কোষ কমাতে সাহায্য করে।
-
-
হাড়ের সমস্যা নির্ণয়:
-
হাড় বেড়ে যাওয়া বা ব্যথার স্থান নির্ধারণের জন্য টেকনিশিয়াম-৯৯ (Tc-99) ব্যবহার করা হয়।
-
-
হৃদরোগের চিকিৎসা:
-
হার্টে পেইসমেকার বসানোর জন্য প্লুটোনিয়াম-২৩৮ (Pu-238) ব্যবহার করা হয়।
-
উৎস: নবম-দশম শ্রেণীর রসায়ন বই (উন্মুক্ত)

0
Updated: 23 hours ago
ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কী উৎপন্ন হয়?
Created: 1 month ago
A
বিদ্যুৎ
B
তাপ
C
চুম্বক
D
কিছুই হয় না
- ক্যালসিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম প্রভৃতি ধাতুর উপর আলো পড়লে তাৎক্ষণিক ইলেকট্রন নির্গত হতে দেখা যায়।
- ফটোইলেকট্রিক কোষ এই নীতির উপর প্রতিষ্ঠিত।
- ফটোইলেকট্রিক কোষ হলো বিশেষ এক ধরনের ডায়োড, যার ওপর আলো পড়লে আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 1 month ago
চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের-
Created: 5 days ago
A
দশ ভাগের একভাগ
B
ছয় ভাগের একভাগ
C
তিন ভাগের একভাগ
D
চার ভাগের একভাগ
ওজন
-
পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টেনে আনে। এই টান বা আকর্ষণের বলকেই বস্তুর ওজন বলা হয়।
-
পৃথিবী থেকে যত ওপরে উঠা যায়, আকর্ষণের শক্তি তত কমে যায়, ফলে ওজনও ধীরে ধীরে কমে।
-
চাঁদে পৃথিবীর তুলনায় মহাকর্ষ শক্তি অনেক কম। তাই কোনো বস্তুর ওজন চাঁদে পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ (১/৬) হয়।
-
উদাহরণ: পৃথিবীতে যদি কোনো বস্তুর ওজন হয় ৬০ নিউটন, তবে একই বস্তু চাঁদে হবে মাত্র ১০ নিউটন।
উৎস: বিজ্ঞান (অষ্টম শ্রেণি)

0
Updated: 5 days ago
মৌমাছির চাষ হলো-
Created: 2 weeks ago
A
এপিকালচার
B
সেরিকালচার
C
পিসিকালচার
D
হর্টিকালচার
আধুনিক চাষ
- রেশম চাষ বিষয়ক বিদ্যাকে বলে - সেরিকালচার;
- মৌমাছির পালন বিষয়ক বিদ্যাকে বলে - এপিকালচার;
- মৎস্য চাষ বিষয়ক বিদ্যাকে বলে - পিসিকালচার;
- চিংড়ি চাষ বিষয়ক বিদ্যাকে বলে - প্রণকালচার;
- মৌমাছির চাষ বিষয়ক বিদ্যাকে বলে - এপিকালচার;
- রেশমের চাষ বিষয়ক বিদ্যাকে বলে - সেরিকালচার;
- উদ্যানবিদ্যা বিষয়ক বিদ্যাকে বলে - হর্টিকালচার;
- পাখিপালন বিষয়ক বিদ্যাকে বলে - এভিকালচার;
- সামুদ্রিক মৎস পালনবিদ্যাকে বলে - মেরিকালচার।
উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

0
Updated: 2 weeks ago