বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয়-
A
পিসিকালচার
B
এপিকালচার
C
মেরিকালচার
D
সেরিকালচার
উত্তরের বিবরণ
বাণিজ্যিক কৃষি ও প্রাণী চাষের বিশেষজ্ঞ বিদ্যাগুলি
-
এপিকালচার (Apiculture): মৌমাছি চাষের বিজ্ঞান ও শিল্প। অর্থাৎ মধু, মৌচাক ও অন্যান্য মৌমাছি পণ্য সংগ্রহের জন্য মৌমাছি পালন।
-
সেরিকালচার (Sericulture): রেশম উৎপাদনের জন্য কেঁচো ও রেশমচাষের বিজ্ঞান।
-
পিসিকালচার (Pisciculture): মাছ চাষ বা মৎস্য পালন সম্পর্কিত বিজ্ঞান।
-
প্রণকালচার (Prawn Culture / Crustaculture): চিংড়ি বা অন্যান্য ক্রাস্টেসিয়ান প্রাণী চাষের বিজ্ঞান।
-
হর্টিকালচার (Horticulture): উদ্যানপালন ও ফল, ফুল, সবজি চাষের বিজ্ঞান।
-
এভিকালচার (Aviculture): পাখি পালন ও পাখি সংক্রান্ত উৎপাদন।
-
মেরিকালচার (Mariculture): সমুদ্রজাতীয় মাছ ও সামুদ্রিক প্রাণী চাষের বিজ্ঞান।
উৎস: বাংলাপিডিয়া, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা

0
Updated: 1 month ago
EPI-এর পূর্ণরূপ কী?
Created: 3 weeks ago
A
Extended Program on immunization
B
Expanded program on immunization
C
Essential polio immunization
D
Extended pediatric immunization
Expanded Program on Immunization (EPI) হচ্ছে World Health Organization (WHO) কর্তৃক পরিচালিত একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম, যার মাধ্যমে শিশুদের প্রাণঘাতী কয়েকটি রোগ থেকে সুরক্ষা দিতে ভ্যাকসিন প্রদান করা হয়।
বাংলাদেশে এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম মানুষের স্বাস্থ্য রক্ষায় এক বড় অর্জন হিসেবে বিবেচিত।
-
রোগ প্রতিরোধের ক্ষেত্রে ভ্যাকসিন আবিষ্কার ও প্রচলন মানবজাতির জন্য একটি বড় আশীর্বাদ।
-
ভ্যাকসিনের মাধ্যমে গুটি বসন্ত (Smallpox) ১৯৭৯ সালে সম্পূর্ণভাবে নির্মূল হয়। এর আগে শুধুমাত্র এই রোগেই প্রায় ৩০–৪০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল।
-
আবিষ্কৃত পোলিও ভ্যাকসিন OPV ব্যবহারের ফলে বাংলাদেশ বর্তমানে পোলিওমুক্ত দেশ হিসেবে স্বীকৃত।
-
ভ্যাকসিন প্রদানের কারণে রুবেলা, হাম (Measles), মাম্পস, যক্ষ্মা (Tuberculosis), ডিপথেরিয়া (Diphtheria), পারটুসিস (Whooping cough), ধনুষ্টংকার (Tetanus), হেপাটাইটিস ইত্যাদি রোগের সংক্রমণ প্রতিরোধ সম্ভব হয়েছে।
-
বাংলাদেশের EPI কর্মসূচির আওতায় শিশুদের জন্য যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, টিটেনাস, পোলিও এবং হাম-এর ভ্যাকসিন দেওয়া হয়। পাশাপাশি হেপাটাইটিস-বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি (Hib) এর টিকাও প্রদান করা হয়।
-
মা ও শিশুকে টিটেনাস থেকে রক্ষার জন্য টিটেনাস টক্সয়েড (Tetanus toxoid) ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে।
-
ভ্যাকসিনেশনের জাতীয় কর্মসূচীতে নির্দিষ্ট ছক বা টিকা সময়সূচি অনুযায়ী শিশুদের ভ্যাকসিন প্রদান বাধ্যতামূলকভাবে অনুসরণ করা হয়।

0
Updated: 3 weeks ago
কোনটিকে চুম্বকে পরিণত করা যায়?
Created: 2 months ago
A
তামা
B
ইস্পাত
C
পিতল
D
স্বর্ণ
চৌম্বক এবং অচৌম্বক পদার্থ
১. চৌম্বক পদার্থ (Magnetic Materials):
-
যে সব পদার্থ চুম্বকের দ্বারা আকর্ষিত হয় বা চুম্বক তৈরি করতে সক্ষম, তাদের চৌম্বক পদার্থ বলা হয়।
-
অধিকাংশ চৌম্বক পদার্থে লোহা (Fe) থাকে, তাই এগুলোকে ফেরো চৌম্বক পদার্থ (Ferromagnetic Materials) বলা হয়।
-
“ফেরো” শব্দের অর্থ হলো লোহা।
-
উদাহরণ: লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট ইত্যাদি।
২. অচৌম্বক পদার্থ (Non-Magnetic Materials):
-
যে সব পদার্থ চুম্বকের দ্বারা আকর্ষিত হয় না এবং চুম্বকে পরিণত করা যায় না, তাদের অচৌম্বক পদার্থ বলা হয়।
-
উদাহরণ: সোনা, রূপা, তামা, পিতল, অ্যালুমিনিয়াম, দস্তা, টিন, কাঠ, কাগজ, প্লাস্টিক, রাবার ইত্যাদি।
উৎস: নবম–দশম শ্রেণির পদার্থবিজ্ঞান পাঠ্যপুস্তক।

0
Updated: 2 months ago
সুনামীর কারণ হল-
Created: 1 month ago
A
আগ্নেয়গিরির অগ্নুৎপাত
B
ঘূর্ণিঝড়
C
চন্দ্র ও সূর্যের আকর্ষণ
D
সমুদ্রের তলদেশে ভূমিকম্প
সুনামি (Tsunami)
-
সুনামি মূলত সমুদ্র তলদেশে ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়।
-
“Tsunami” শব্দটি জাপানি, যার শাব্দিক অর্থ হলো ‘পোতাশ্রয়ের ঢেউ’। এখানে ‘tsu’ মানে বন্দর বা harbour, আর ‘nami’ মানে সামুদ্রিক ঢেউ।
-
বাংলাদেশের অবস্থান ভৌগোলিকভাবে এমন যে এখানে সুনামি খুব কম ঘটে।
-
তবে ইতিহাসে কিছু ঘটনায় সুনামির প্রভাব দেখা গেছে। যেমন:
-
১৭৬২ সালের ২ এপ্রিল: কক্সবাজার ও আশেপাশের এলাকায় সুনামির প্রভাব লক্ষ্য করা যায়।
-
১৯৪১ সালে: আন্দামান সাগরে ভূমিকম্পের ফলে বঙ্গোপসাগরে সুনামি সৃষ্টি হয়। এতে ভারতের পূর্ব উপকূলে প্রায় ৫,০০০ মানুষ নিহত হন।
-
২০০৪ সালের ২৬ ডিসেম্বর: ইন্দোনেশিয়ার সিনুয়েলেউ দ্বীপে ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামি সমগ্র ভারত মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক মৃত্যুর কারণ হয়।
-
উৎস: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago