A
অক্সিজেন
B
কার্বন ডাই-অক্সাইড
C
সালফার ডাই-অক্সাইড
D
নাইট্রোজেন ডাই-অক্সাইড
উত্তরের বিবরণ
শুষ্ক বরফ (ড্রাই আইস)
শুষ্ক বরফ মূলত কার্বন ডাই অক্সাইড (CO₂) থেকে তৈরি হয়। এটি কার্বন ডাই অক্সাইডের ঠাসা ও শক্ত রূপ, যা সাধারণ বরফের মতো গলতে থাকে না, বরং সরাসরি বাষ্পে পরিণত হয়। তাই এটিকে “ড্রাই আইস” বা শুষ্ক বরফ বলা হয়।
শুষ্ক বরফের ব্যবহার অনেকখানি নিরাপদভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এটি ব্যবহৃত হয়:
-
আইসক্রিমের ট্রাকে ঠান্ডা রাখতে,
-
হিমাগারে খাদ্য সংরক্ষণের জন্য,
-
পচনশীল ফল, মাছ ও মাংস সংরক্ষণের সময়।
সূত্র: Britannica (Britannica.com)

0
Updated: 23 hours ago
তাপ ইঞ্জিনের কাজ- (Heat Engine)
Created: 5 days ago
A
যান্ত্রিকশক্তিকে তাপশক্তিতে রূপান্তর
B
তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
C
বিদ্যুৎশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
D
তাপশক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর
তাপীয় ইঞ্জিন
তাপীয় ইঞ্জিন হলো এমন একটি যন্ত্র, যা তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারে। উদাহরণস্বরূপ, বাষ্প ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, এবং ডিজেল ইঞ্জিন।
মূল বৈশিষ্ট্যগুলো
-
তাপীয় ইঞ্জিনে দুটি প্রধান অংশ থাকে: তাপ উৎস এবং তাপগ্রাহক।
-
ইঞ্জিন কোনো উচ্চ তাপমাত্রার উৎস থেকে তাপ গ্রহণ করে, তার একটি অংশকে কাজে রূপান্তরিত করে।
-
যে অংশ তাপে কাজ হয়নি, তা পরিবেশে বা শীতল বস্তুতে ছেড়ে দেয়।
-
ইঞ্জিন সবসময় একটি চক্র পূর্ণ করে, অর্থাৎ কাজ শেষে আবার প্রাথমিক অবস্থায় ফিরে আসে।
-
তাপ উৎসের তাপমাত্রা সর্বদা তাপগ্রাহকের চেয়ে বেশি হতে হবে, যাতে তাপ স্থানান্তর সম্ভব হয়।
উদাহরণ:
-
বাষ্প ইঞ্জিন
-
পেট্রোল ইঞ্জিন
-
ডিজেল ইঞ্জিন
সূত্র: পদার্থ বিজ্ঞান, প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 5 days ago
স্টিফেন হকিন্স বিশ্বের একজন অতিশয় বিখ্যাত-
Created: 4 weeks ago
A
দার্শনিক
B
পদার্থবিদ
C
কবি
D
রসায়নবিদ
স্টিফেন হকিং:
- স্টিফেন হকিং ছিলেন ব্রিটিশ বিজ্ঞানী।
- স্টিফেন হকিং বিশ্বের একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী।
- বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা সম্বলিত স্টিফেন হকিং এর বিখ্যাত বই – A Brief History of Time.
- তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত Centre for Theoretical Cosmology এর পরিচালক ছিলেন।
- সম্মান: রয়্যাল সোসাইটির ফেলো, প্রেসিডেন্টিয়াল মেডেল অফ ফ্রিডম, কপলি মেডেল
- ১৪ মার্চ ২০১৮ স্টিফেন হকিং মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত বইসমূহ:
- A Brief History of Time,
- The Universe in a Nutshell,
- The Grand Design,
- A Brief History of Time.
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 4 weeks ago
টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং- এর ছবি ব্যবহার করা হয়?
Created: 1 month ago
A
১ টি
B
২ টি
C
৩ টি
D
৪ টি
রঙিন টেলিভিশন
রঙিন টেলিভিশন এবং সাদাকালো টেলিভিশনের মধ্যে অনেক যন্ত্রপাতি এক হলেও, রঙিন টেলিভিশনে বাড়তি কিছু যন্ত্র লাগে রঙ দেখানোর জন্য।
রঙিন টেলিভিশনের ক্যামেরা রঙিন ছবি তোলার জন্য তিনটি মূল রঙ — লাল, সবুজ ও নীল — আলাদাভাবে ধরতে পারে। এজন্য ক্যামেরায় থাকে তিনটি আলাদা ইলেকট্রন টিউব।
একইভাবে, রঙিন টেলিভিশনের ভিতরে (যেটা আমরা দেখি) তিনটি ইলেকট্রন গান থাকে — প্রতিটি গান একটি নির্দিষ্ট রঙ (লাল, সবুজ, নীল) তৈরি করে।
পর্দার পেছনে থাকে তিন ধরনের ফসফর দানা। ইলেকট্রন গান থেকে আসা রশ্মি যখন নির্দিষ্ট ফসফর দানায় লাগে, তখন সেই দানাটি আলোকিত হয় এবং নির্দিষ্ট একটি রঙ তৈরি হয়।
এইভাবে, পর্দায় একসাথে ছোট ছোট লাল, সবুজ আর নীল রঙের বিন্দু তৈরি হয়। এদের মিলিয়ে নানা রকম রঙ তৈরি হয়, আর আমাদের চোখে তা রঙিন ছবি হিসেবে দেখা যায়।

0
Updated: 1 month ago