কোন গ্যাসটি 'ড্রাই আইস' তৈরিতে ব্যবহার করা হয়?
A
অক্সিজেন
B
কার্বন ডাই-অক্সাইড
C
সালফার ডাই-অক্সাইড
D
নাইট্রোজেন ডাই-অক্সাইড
উত্তরের বিবরণ
শুষ্ক বরফ (ড্রাই আইস)
শুষ্ক বরফ মূলত কার্বন ডাই অক্সাইড (CO₂) থেকে তৈরি হয়। এটি কার্বন ডাই অক্সাইডের ঠাসা ও শক্ত রূপ, যা সাধারণ বরফের মতো গলতে থাকে না, বরং সরাসরি বাষ্পে পরিণত হয়। তাই এটিকে “ড্রাই আইস” বা শুষ্ক বরফ বলা হয়।
শুষ্ক বরফের ব্যবহার অনেকখানি নিরাপদভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এটি ব্যবহৃত হয়:
-
আইসক্রিমের ট্রাকে ঠান্ডা রাখতে,
-
হিমাগারে খাদ্য সংরক্ষণের জন্য,
-
পচনশীল ফল, মাছ ও মাংস সংরক্ষণের সময়।
সূত্র: Britannica (Britannica.com)

0
Updated: 1 month ago
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো
Created: 1 month ago
A
নাইট্রোজেন গ্যাস
B
মিথেন গ্যাস
C
হাইড্রোজেন গ্যাস
D
কার্বন মনোক্সাইড
প্রাকৃতিক গ্যাস
-
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন (CH₄)।
-
সাধারণত প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলি হলো:
-
মিথেন: ৮০–৯০%
-
ইথেন: ১৩%
-
প্রোপেন: ৩%
-
-
প্রাকৃতিক গ্যাস মূলত কম সংখ্যক কার্বনযুক্ত হাইড্রোকার্বন (C₁–C₄) এর মিশ্রণ।
-
এছাড়াও এতে বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন ইত্যাদি উপাদানও থাকে।
-
বাংলাদেশে পাওয়া প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ প্রায় ৯৫–৯৯%।
সূত্র: রসায়ন বোর্ড, নবম–দশম শ্রেণি, বাংলাদেশ।

0
Updated: 1 month ago
বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়-
Created: 2 months ago
A
এক কিলোওয়াট-ঘণ্টা
B
এক ওয়াট-ঘণ্টা
C
এক কিলোওয়াট
D
এক ওয়াট
কিলোওয়াট-ঘণ্টা (kWh)
-
যখন ১ ওয়াট ক্ষমতাসম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র এক ঘণ্টা কাজ করে, তখন যে পরিমাণ শক্তি ব্যবহার হয় তাকে ১ ওয়াট-ঘণ্টা বলা হয়।
-
বড় ক্ষমতার যন্ত্রের ক্ষেত্রে কিলোওয়াট-ঘণ্টা ব্যবহার করা হয়।
অর্থাৎ, ১ কিলোওয়াট-ঘণ্টা শক্তি = প্রায় ৩.৬ মেগা জুল।
-
আন্তর্জাতিকভাবে, বিদ্যুৎ সরবরাহকে কিলোওয়াট-ঘণ্টা এককে পরিমাপ করা হয়।
-
বাংলাদেশে, বিল দেওয়ার সময় এক ইউনিট বিদ্যুৎ বলতে ১ কিলোওয়াট-ঘণ্টা বোঝানো হয়।
-
সুতরাং, আমাদের বিদ্যুৎ বিল কিলোওয়াট-ঘণ্টা অনুযায়ী হিসাব করা হয়।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 months ago
মাশরুম এক ধরনের-
Created: 2 months ago
A
অপুষ্পক উদ্ভিদ
B
পরজীবী উদ্ভিদ
C
ফাঙ্গাস
D
অর্কিড
মাশরুম হলো ফাঙ্গাস (ছত্রাক)। ✅
এগুলো অপুষ্পক উদ্ভিদ বা পরজীবী উদ্ভিদ নয়, কারণ ছত্রাককে উদ্ভিদ হিসেবে ধরা হয় না।
অনেক মাশরুম স্যাপ্রোফাইটিক (পচা জৈব পদার্থ থেকে খাদ্য গ্রহণ করে) আবার কিছু মাশরুম পরজীবীও হতে পারে।
তাহলে সঠিক উত্তর: ফাঙ্গাস।
উৎস: জীববিজ্ঞান প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. মোহাম্মদ আবুল হাসান) এবং জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 months ago