আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?
A
সাভানা
B
তুন্দ্রা
C
প্রেইরি
D
সাহেল
উত্তরের বিবরণ
সাহেল (Sahel)
-
সাহেল হলো আফ্রিকার পশ্চিমাংশে সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত একটি অঞ্চল।
-
এখানে মৌরিতানিয়া, মালি, নাইজারসহ একাধিক দেশ রয়েছে।
-
এ অঞ্চলের প্রধান প্রাকৃতিক বৈশিষ্ট্য হলো সাভানা ধরনের বনভূমি।
প্রেইরি (Prairie)
-
প্রেইরি হলো উত্তর আমেরিকার বিশাল উর্বর তৃণভূমি।
তুন্দ্রা (Tundra):
-
তুন্দ্রা হলো পৃথিবীর সবচেয়ে উত্তর প্রান্তের স্থলজ জীবমণ্ডল বা বায়োম, যেখানে গাছপালা প্রায় জন্মায় না।
উৎস: Encyclopedia Britannica

0
Updated: 1 month ago
নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন-প্রবণ?
Created: 1 month ago
A
বােয়ালমারী
B
নড়িয়া
C
আলমডাঙ্গা
D
নিকলি
নদীভাঙ্গন হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া যেখানে নদীর প্রবল স্রোতের আঘাতে তীরবর্তী এলাকার জমি ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যায়।
বাংলাদেশের ভূগোল প্রধানত নদীমাতৃক হওয়ায় দেশজুড়ে নদ-নদী ছড়িয়ে রয়েছে, ফলে নদীভাঙ্গন সমস্যা দীর্ঘদিন ধরে বিদ্যমান।
নদীভাঙ্গনের কারণে নদীর তীরবর্তী পাকা ঘরবাড়ি, স্কুল-কলেজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায়।
-
নদীমাতৃক বাংলাদেশে নদীভাঙ্গন একটি দীর্ঘস্থায়ী সমস্যা।
-
নদীভাঙ্গনের ফলে পাকা ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপনা ধ্বংস হয়।
-
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা বর্তমানে সবচেয়ে ভাঙ্গন প্রবণ।
-
পদ্মার ভাঙনের ফলে পদ্মাতীরবর্তী উপজেলা থেকে বসতবাড়ি, হাসপাতাল এবং বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে গেছে।
-
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) অনুযায়ী, নড়িয়া উপজেলার প্রায় ১৩.২৫ বর্গকিলোমিটার এলাকা নদীতে তলিয়ে গেছে।
-
২০১১-১২ থেকে ২০১৪-১৫ পর্যন্ত প্রতিবছর নড়িয়াতে গড়ে অর্ধ বর্গকিলোমিটারের বেশি এলাকা ভাঙনের শিকার হয়।
-
২০১৫-১৬ সময়ে ১.৩ বর্গকিলোমিটার এলাকা বিলীন হয়।
-
২০১৭ সালের জুলাই থেকে প্রায় ২ বর্গকিলোমিটার এলাকা নদীতে বিলীন হয়েছে।
অন্য ভাঙ্গন প্রবণ উপজেলা:
-
বোয়ালমারি, ফরিদপুর জেলা
-
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা জেলা
-
নিকলি, কিশোরগঞ্জ জেলা

0
Updated: 1 month ago
নিচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়?
Created: 1 month ago
A
বায়ু দূষণ
B
দুর্ভিক্ষ
C
মহামারী
D
কালবৈশাখী
কালবৈশাখী মানবসৃষ্ট আপদ নয়।
আপদ (Hazard)- আপদ হল এমন একটি অস্বাভাবিক ঘটনা যা মানুষের জীবনে বা জীবিকায় ক্ষতি করতে পারে। এটি ঘটতে পারে প্রাকৃতিক কারণ, মানুষের কার্যক্রম বা প্রযুক্তিগত ত্রুটির কারণে। আপদের ফলে বিপর্যয় সৃষ্টি হয়, যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপদের মধ্যে ফেলে। প্রাথমিক প্রভাব সাধারণত অবকাঠামোতে পড়ে, যার পুনঃনির্মাণ ব্যয়বহুল হয়।
প্রকারভেদ:
-
প্রাকৃতিক আপদ: ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্প, বজ্রঝড়, সুনামি, খরা, নদী ভাঙ্গন, কালবৈশাখী ইত্যাদি।
-
মানবসৃষ্ট আপদ: ভবন ধ্বস, সড়ক ও নৌ দুর্ঘটনা, অগ্নিকান্ড, বায়ু দূষণ, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি।
-
কারিগরি আপদ: বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকান্ড, কলকারখানা বা শিল্প দুর্ঘটনা, পারমাণবিক দুর্ঘটনা ইত্যাদি।
উল্লেখ: কালবৈশাখী প্রাকৃতিক আপদের মধ্যে পড়ে, এটি কোনো মানবসৃষ্ট সমস্যা নয়।
উৎস: দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২।

0
Updated: 1 month ago
পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?
Created: 1 month ago
A
বন্যা
B
খরা
C
ভূমিকম্প
D
ঘূর্ণিঝড়
• পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয়- ভূমিকম্প।
-----------------
• ভূমিকম্প:
- ভূ-অভ্যন্তরে আকস্মিক সৃষ্ট কম্পনের দরুণ আকস্মিকভাবে ভূমির যে কম্পন হয় তাকে ভূমিকম্প বলে।
- কোন ধরনের আগাম সতর্ক সংকেত ব্যতীত অর্থাৎ কার্যকর পূর্বাভাস ছাড়া সংঘটিত দুর্যোগ হলো ভূমিকম্প।
- ভূমিকম্প সংঘটনের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করা সম্ভব হলেও ভূমিকম্প সংঘটনের পূর্বে সতর্কতা প্রাপ্তি এখনো সম্ভব হয়নি।
অন্যদিকে,
- বন্যা, খরা, ঘূর্ণিঝড় ও শৈত্যপ্রবাহের ক্ষেত্রে পূর্বাভাস পাওয়া যায়।
----------------------------------
• আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- ১৯৯৩ সালে সমগ্র বাংলাদেশকে তিনটি ভূমিকম্পনীয় সংঘটিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে।
- মারাত্মক ঝুঁকিপূর্ণ (উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল), মাঝারি ঝুঁকিপূর্ণ (মধ্য অঞ্চল) এবং কম ঝুঁকিপূর্ণ (দক্ষিণ-পশ্চিমাঞ্চল)।
- ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর গতিপথ পাল্টে যায়।
যেমন, ১৭৮৭ সালে আসামে (ডাউকি ফন্ট) যে ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উচু হয় ফলে তার গতিপথ পাল্টে গিয়ে যমুনা নদী দিয়ে প্রবাহিত হতে শুরু করে।
- ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম সিসমোগ্রাফ।
- ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম রিখটার স্কেল।
তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ- একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago