ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়:

A

টারশিয়ারি যুগে

B

প্লাইস্টোসিন যুগে 

C

কোয়াটারনারী যুগে 

D

সাম্প্রতিক কালে

উত্তরের বিবরণ

img

বাংলাদেশের ভূপ্রকৃতি ও টারশিয়ারি যুগের পাহাড়

ভূতাত্ত্বিক গবেষণায় জানা যায়, বাংলাদেশের প্রাচীনতম ভূমিরূপ তৈরি হয়েছে টারশিয়ারি যুগে, প্রায় ২০ লক্ষ বছর আগে

বাংলাদেশের ভূপ্রকৃতির ধরন

ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়—

  1. টারশিয়ারি যুগের পাহাড়,

  2. প্লাইস্টোসিন যুগের সোপানভূমি,

  3. সাম্প্রতিক প্লাবন সমভূমি

টারশিয়ারি যুগের পাহাড়সমূহ

  • বাংলাদেশের মোট ভূমির প্রায় ১২% এলাকা এই যুগের পাহাড় দ্বারা গঠিত।

  • এ পাহাড়গুলো গঠিত হয়েছিল যখন হিমালয় পর্বতমালা গঠিত হয়

  • বর্তমানে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার পাহাড়গুলো এই শ্রেণির অন্তর্ভুক্ত।

  • ধারণা করা হয়, এই পাহাড়গুলো আসামের লুসাই পাহাড় এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সঙ্গে একই প্রকারের।

  • এগুলো মূলত বেলেপাথর, শেল ও কর্দম দিয়ে তৈরি।

টারশিয়ারি যুগের পাহাড়কে দুটি ভাগে ভাগ করা হয়েছে—
ক) দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়
খ) উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়


দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়

  • রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রামের পূর্বাংশে এ পাহাড় রয়েছে।

  • গড় উচ্চতা প্রায় ৬১০ মিটার

  • বাংলাদেশের সর্বোচ্চ চূড়া হলো তাজিনডং (বিজয়), যার উচ্চতা ১,২৩১ মিটার

  • এর আগে সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত ছিল কিওক্রাডং (১,২৩০ মিটার)

উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়

  • ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও উত্তর-পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণাংশে এই পাহাড় রয়েছে।

  • এ পাহাড়ের উচ্চতা গড়ে ২৪৪ মিটারের বেশি নয়

  • এখানে ছোট ছোট পাহাড়কে স্থানীয়ভাবে টিলা বলা হয়।

  • এ টিলার উচ্চতা সাধারণত ৩০ থেকে ৯০ মিটার

উৎস:ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

'সােয়াচ অব নাে গ্রাউন্ড' কী? 

Created: 1 month ago

A

একটি দেশের নাম

B

ম্যানগ্রোভ বন

C

একটি দ্বীপ

D

সাবমেরিন ক্যানিয়ন

Unfavorite

0

Updated: 1 month ago

বাংলাদেশের জলবায়ু কী ধরনের?

Created: 1 month ago

A

ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু 

B

ক্রান্তীয় মৌসুমী জলবায়ু 

C

উপক্রান্তীয় জলবায়ু 

D

আর্দ্র ক্রান্তীয় জলবায়ু

Unfavorite

0

Updated: 1 month ago

বাংলাদেশের নিম্নলিখিত জেলাসমূহের মধ্যে কোন জেলায় নিচু ভূমির (Low land) পরিমাণ সবচেয়ে বেশি? 

Created: 1 month ago

A

হবিগঞ্জ 

B

গোপালগঞ্জ 

C

কিশোরগঞ্জ 

D

মুন্সীগঞ্জ

Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD