A
আব্দুল কাদির
B
আব্দুল মান্নান সৈয়দ
C
মুহম্মদ আব্দুল হাই
D
আহমদ ছফা
উত্তরের বিবরণ
আহমদ ছফা (১৯৪৩–২০০১)
পরিচয়: চিন্তাবিদ, সাহিত্যিক, প্রবন্ধকার, সংগঠক।
জন্ম: ৩০ জুন ১৯৪৩, গাছবাড়িয়া, চট্টগ্রাম।
ব্যক্তিত্ব:
প্রতিবাদী লেখক
প্রগতিশীল সাহিত্যকর্মী
সমাজ ও সংস্কৃতিচেতনার ধারক
📚 আহমদ ছফার উপন্যাসসমূহ
গাভী বিত্তান্ত
ওঙ্কার
অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী
অলাতচক্র ইত্যাদি
প্রবন্ধগ্রন্থসমূহ
বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস
বাঙালি মুসলমানের মন
সাম্প্রতিক বিবেচনা
সিপাহী যুদ্ধের ইতিহাস
বিশেষত্ব
তাঁর ‘বাঙালি মুসলমানের মন’ গ্রন্থটি বাংলাদেশে মুসলমান সমাজ-মনস্তত্ত্ব ও পরিচয়ের এক গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী প্রবন্ধ।
তিনি সাহিত্য ও রাজনীতিতে একাধারে চিন্তক, সমালোচক ও জনসচেতনতার প্রতীক হয়ে উঠেছিলেন।
উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 day ago