'কাল নিরবধি' গ্রন্থটি কে লিখেছেন?
A
আহমদ ছফা
B
আনিসুজ্জামান
C
আনোয়ার পাশা
D
অমিয় চক্রবর্তী
উত্তরের বিবরণ
আনিসুজ্জামান (এ.টি.এম. আনিসুজ্জামান)
পরিচয়: সাহিত্যগবেষক, প্রাবন্ধিক
শিক্ষা ও ডক্টরেট:
১৯৬২: ঢাকা বিশ্ববিদ্যালয়, গবেষণাপত্র: ইংরেজি আমলের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারা
প্রকাশিত গ্রন্থ: মুসলিম মানস ও বাংলা সাহিত্য (১৯৬৪)
২০০৫: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানিক D.Litt.
পুরস্কার: ২০১৪ সালে ভারত সরকার থেকে পদ্মভূষণ
উল্লেখযোগ্য রচনা
স্বরূপের সন্ধানে
আঠারো শতকের বাংলা চিঠি
বাঙালি নারী: সাহিত্য ও সমাজে
কাল নিরবধি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
'কাল নিরবধি' - গ্রন্থটি রচনা করেন কে?
Created: 1 month ago
A
অমিয় চক্রবর্তী
B
আনিসুজ্জামান
C
অন্নদাশঙ্কর রায়
D
আবুল কালাম শামসুদ্দীন
আনিসুজ্জামান একজন প্রখ্যাত লেখক ও গবেষক, যাঁর প্রকৃত নাম এ.টি.এম. আনিসুজ্জামান। তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ইংরেজি আমলের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারা’ শিরোনামে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এই গবেষণাপত্রকে তিনি পরবর্তীতে ‘মুসলিম মানস ও বাংলা সাহিত্য’ (১৯৬৪) নামে গ্রন্থরূপে প্রকাশ করেন। আনিসুজ্জামান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে সম্মানিক ডি.লিট. ডিগ্রি পান। এছাড়াও, ২০১৪ সালে তিনি ভারত সরকারের পদ্মভূষণ সম্মান লাভ করেন।
-
আনিসুজ্জামানের রচিত উল্লেখযোগ্য গ্রন্থ:
-
‘স্বরূপের সন্ধানে’
-
‘আঠারো শতকের বাংলা চিঠি’
-
‘বাঙালি নারী: সাহিত্য ও সমাজে’
-
‘কাল নিরবধি’
-

0
Updated: 1 month ago
'মুসলিম মানস ও বাংলা সাহিত্য' গ্রন্থটির রচয়িতা কে?
Created: 1 month ago
A
আব্দুল কাদির
B
আহমদ শরীফ
C
আনিসুজ্জামান
D
আহমদ ছফা
আনিসুজ্জামান
-
লেখক আনিসুজ্জামান এর পূর্ণ নাম এ.টি.এম. আনিসুজ্জামান।
-
১৯৬২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ইংরেজি আমলের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানের চিন্তাধারা’ শিরোনামে ডক্টরেট লাভ করেন। এই গবেষণাপত্রকে পরবর্তীতে তিনি ‘মুসলিম মানস ও বাংলা সাহিত্য’ (১৯৬৪) নামে গ্রন্থরূপ দেন।
-
তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে সম্মানিক ডি.লিট. পদক লাভ করেন। এছাড়াও, ২০১৪ সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধি প্রদান করা হয়।
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
স্বরূপের সন্ধানে
-
আঠারো শতকের বাংলা চিঠি
-
বাঙালি নারী: সাহিত্য ও সমাজে
-
কাল নিরবধি
উল্লেখযোগ্য:
-
‘বাঙালী মুসলমানের মন’ প্রবন্ধগ্রন্থটি রচনা করেন আহমদ ছফা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago
'আমাদের সংস্কৃতি' প্রবন্ধের রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
আবু জাফর শামসুদ্দিন
B
আনিসুজ্জামান
C
আবুল হাসান
D
মুহাম্মদ এনামুল হক
‘আমাদের সংস্কৃতি’ আনিসুজ্জামান রচিত একটি প্রবন্ধ, যা বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘বাংলাদেশের উৎসব’ (২০০৮) গ্রন্থ থেকে সংকলিত। প্রবন্ধটিতে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাঙালির জীবনচেতনাকে কেন্দ্র করে বর্ণনা করা হয়েছে। এখানে উঠে এসেছে, কীভাবে আদিকাল থেকে বর্তমানকাল পর্যন্ত বাংলার সংস্কৃতিতে বিশ্বের নানা জাতির প্রভাব মিলিত হয়েছে এবং তা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ ও বহুমাত্রিক করেছে। সেই সঙ্গে প্রবন্ধে জোর দেওয়া হয়েছে বাংলার প্রকৃতি ও ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের সংস্কৃতির স্বাতন্ত্র্য ও লোকসংস্কৃতি প্রতিষ্ঠিত হওয়ায়। প্রবন্ধে সাহিত্য, সংগীত, চিত্রকলা, মাটির ভাস্কর্য, কারুশিল্প ও বয়ন শিল্পের প্রাচীন ঐতিহ্য তুলে ধরা হয়েছে। মূলত প্রবন্ধটি বাঙালি ও বাংলা অঞ্চলের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, লোকসংস্কৃতি, মানবিকতাবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও বিদ্রোহী ভাবনা সম্পর্কে পাঠককে সচেতন করে।
আনিসুজ্জামান ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শুরু হয় ঢাকার প্রিয়নাথ হাইস্কুল থেকে এবং পরবর্তীতে তিনি জগন্নাথ কলেজ থেকে আই.এ. এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন গবেষক ও প্রাবন্ধিক হিসেবে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। সাহিত্য ও গবেষণায় কৃতিত্বের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত হন। তিনি ২০২০ সালের ১৪ মে মৃত্যুবরণ করেন।
আনিসুজ্জামানের উল্লেখযোগ্য গ্রন্থসমূহ
-
মুসলিম বাংলার সাময়িক পত্র
-
স্বরূপের সন্ধানে
-
আঠারো শতকের বাংলা চিঠি
-
পুরোনো বাংলা গদ্য

0
Updated: 2 weeks ago