A
a
B
b
C
c
D
d
No subjects available.
উত্তরের বিবরণ
প্রশ্ন: 
উপর্যুক্ত চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?

সমাধান:
সঠিক উত্তর- খ) b 
প্রতিটি সারিতে তৃতীয় চিত্রটিকে প্রথম চিত্রে স্থাপন করলে দ্বিতীয় চিত্রটি পাওয়া যায়।
অর্থাৎ সম্পূর্ণ চিত্রটি হবে -


0
Updated: 1 day ago
ভোরবেলায় ঘুম থাকে উঠে সূর্যকে পিছনে রেখে এক ব্যক্তি হাঁটা শুরু করলেন। ১০ মিনিট পর তিনি বামদিকে ঘুরলেন, তার ২০ মিনিট পর আবার বামদিকে ঘুরলেন। কিছুক্ষন পর তিনি আবার ডানদিকে ঘুরলেন। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন?
Created: 1 day ago
A
পশ্চিম
B
পূর্ব
C
উত্তর
D
দক্ষিণ
মানসিক দক্ষতা
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
No subjects available.
প্রশ্ন: ভোরবেলায় ঘুম থাকে উঠে সূর্যকে পিছনে রেখে এক ব্যক্তি হাঁটা শুরু করলেন। ১০ মিনিট পর তিনি বামদিকে ঘুরলেন, তার ২০ মিনিট পর আবার বামদিকে ঘুরলেন। কিছুক্ষন পর তিনি আবার ডানদিকে ঘুরলেন। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন?
সমাধান:
তিনি এখন দক্ষিণ দিকে মুখ করে আছেন।

ভোরবেলায় সূর্যকে পিছনে রেখে হাঁটা শুরু করলে ঐ ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে হাঁটছেন। (a থেকে b তে )
১০ মিনিট পর বামদিকে ঘুরলেন অর্থাৎ দক্ষিণ দিকে ঘুরলেন।(b থেকে c তে)
২০ মিনিট হাঁটার পর আবার বামদিকে ঘুরলেন অর্থাৎ পূর্বদিকে ঘুরলেন।(c থেকে d তে)
কিছুক্ষন পর আবার ডানদিকে ঘুরলেন অর্থাৎ দক্ষিণ দিকে ঘুরলেন।(d থেকে e তে)
অর্থাৎ ঐ ব্যক্তি এখন দক্ষিণ দিকে মুখ করে আছেন।

0
Updated: 1 day ago
উপর্যুক্ত চিত্রটিকে ভাজ করলে কোন চিত্রটি পাওয়া যাবে?
Created: 1 day ago
A
1
B
2
C
3
D
4
মানসিক দক্ষতা
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
No subjects available.
প্রশ্ন: 
উপর্যুক্ত চিত্রটিকে ভাজ করলে কোন চিত্রটি পাওয়া যাবে?

সমাধান:
সঠিক চিত্রটি হলো- ঘ) 4 
প্রদত্ত চিত্রটিকে ডান দিকে ভাজ করলে (4) নং চিত্রটি পাওয়া যাবে।

0
Updated: 1 day ago
Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে A গিয়ারটি কোন দিকে ঘুরবে?
Created: 1 day ago
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীতে
C
যে কোনো দিকে
D
গিয়ারটি ঘুরবে না
মানসিক দক্ষতা
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
No subjects available.
প্রশ্ন: Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে A গিয়ারটি কোন দিকে ঘুরবে?

সমাধান:
Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে A গিয়ারটিও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
A, B, X, Y এবং Z পাঁচটি গিয়ার পরস্পর সংযুক্ত অবস্থায় আছে।
এমতাবস্থায় Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে প্রদত্ত গিয়ারগুলোর ঘূর্ণন হবে নিম্নরূপ-
Z(ঘড়ির কাঁটার বিপরীতে) - Y(ঘড়ির কাঁটার দিকে) - X(ঘড়ির কাঁটার বিপরীতে) - B(ঘড়ির কাঁটার দিকে) - A(ঘড়ির কাঁটার বিপরীতে)

0
Updated: 1 day ago