প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?
A
ক)
B
খ)
C
গ)
D
ঘ)
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?

সমাধান:
এখানে দুইটি অনুক্রম বিদ্যমান রয়েছে।
১ম অনুক্রমটি,
D(4) + 4 = H (8)
H(8) + 5 = M (13)
M(13) + 6 = S (19)
২য় অনুক্রমটি,
14 + 4 = 18
18 + 5 = 23
23 + 6 = 29
সম্পূর্ণ অনুক্রমটি হবে,


0
Updated: 1 month ago
রাহাত শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৭:৪৫ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত কাজ করে। সপ্তাহে মোট কত ঘণ্টা কাজ করে?
Created: 3 weeks ago
A
৩৭ ঘণ্টা ৪৫ মিনিট
B
৩৮ ঘণ্টা ৪৫ মিনিট
C
৩৮ ঘণ্টা ১৫ মিনিট
D
৩৭ ঘণ্টা ৩০ মিনিট
প্রশ্ন: রাহাত শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ৭:৪৫ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত কাজ করে। সপ্তাহে মোট কত ঘণ্টা কাজ করে?
সমাধান:
প্রথমে প্রতিদিনের কাজের সময় বের করব।
সকাল ৭ : ৪৫ থেকে বিকাল ৩ : ৩০ পর্যন্ত কাজ করে, অর্থাৎ,
বিকাল ৩ : ৩০ = ১৫ : ৩০ (২৪-ঘণ্টার ঘড়িতে)
∴ সময় = ১৫ : ৩০ - ৭ : ৪৫ = ৭ : ৪৫
এখন,
শনিবার থেকে বুধবার = ৫ দিন।
∴ সপ্তাহে মোট কাজের সময় = ৫ × ৭ ঘন্টা ৪৫ মিনিট
= ৫ × ৭.৭৫ ঘণ্টা
= ৩৮.৭৫ ঘণ্টা
= ৩৮ ঘণ্টা ৪৫ মিনিট
∴ প্রতি সপ্তাহে রাহাত ৩৮ ঘণ্টা ৪৫ মিনিট কাজ করে।

0
Updated: 3 weeks ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 3 weeks ago
A
6
B
7
C
8
D
10
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 7
প্রথম চিত্রে,
(13 + 19)/8
= 32/8 = 4
দ্বিতীয় চিত্রে,
(71 + 9)/8
= 80/8 = 10
তৃতীয় চিত্রে,
(42 + 14)/8
= 56/8 = 7

0
Updated: 3 weeks ago
TECHNOLOGY শব্দের বর্ণ ব্যবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না?
Created: 3 weeks ago
A
TOY
B
HEAT
C
HOTEL
D
GONE
প্রশ্ন: TECHNOLOGY শব্দের বর্ণ ব্যবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না?
সমাধান:
TECHNOLOGY শব্দটির বর্ণ ব্যবহার করে HEAT শব্দটি গঠন করা যাবে না।
কারণ
HEAT শব্দের A বর্ণটি TECHNOLOGY শব্দে অনুপস্থিত।

0
Updated: 3 weeks ago