যদি BRICKS = DTKDLT হয় তাহলে MELODY = ?
A
DFMPEZ
B
OGNQFZ
C
NGMQEZ
D
OGNPEZ
উত্তরের বিবরণ
প্রশ্ন: যদি BRICKS = DTKDLT হয় তাহলে MELODY = ?
সমাধান:
যদি BRICKS = DTKDLT হয় তাহলে MELODY = OGNPEZ
B → (+ 2) → D
R → (+ 2) → T
I → (+ 2) → K
C → (+ 1) → D
K → (+ 1) → L
S → (+ 1) → T
অনুরূপভাবে,
M → (+ 2) → O
E → (+ 2) → G
L → (+ 2) → N
O → (+ 1) → P
D → (+ 1) → E
Y → (+ 1) → Z
অর্থাৎ MELODY = OGNPEZ

0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
25
B
37
C
41
D
47
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
প্রশ্নবোধক স্থানে 41 সংখ্যাটি বসবে।
প্রথম চিত্রে,
(5 × 3) + 4 = 15 + 4 = 19
দ্বিতীয় চিত্রে,
(7 × 5) + 6 = 35 + 6 = 41
তৃতীয় চিত্রে,
(6 × 4) + 5 = 24 + 5 = 29

0
Updated: 1 month ago
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
Created: 3 weeks ago
A
১২৩
B
১৪১
C
১৪৩
D
১৫১
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১৫১ একটি মৌলিক সংখ্যা, কারণ এটি শুধুমাত্র ১ এবং ১৫১ দ্বারা বিভাজ্য।
-
১২৩ = ৩ × ৪১ (মৌলিক নয়)
-
১৪১ = ৩ × ৪৭ (মৌলিক নয়)
-
১৪৩ = ১১ × ১৩ (মৌলিক নয়)
-
১৫১ = ১ × ১৫১ (মৌলিক)
অতএব, প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১৫১ মৌলিক।

0
Updated: 3 weeks ago
যদি '+' অর্থ '÷', '÷' অর্থ '-', '-' অর্থ '×', '×' অর্থ '+' হয় তাহলে ১২ + ৬ ÷ ৩ - ২ × ৮ = কত?
Created: 4 weeks ago
A
৪
B
২
C
৫
D
৩
১২ + ৬ ÷ ৩ - ২ × ৮
পরিবর্তিত রূপ হবে,
১২ ÷ ৬ - ৩ × ২ + ৮
= ২ - ৬ + ৮
= ১০ - ৬
= ৪

0
Updated: 4 weeks ago