A চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ১০ rpm গতিতে ঘুরে তাহলে D চাকাটির ঘূর্ণনের প্রকৃতি কেমন হবে?
A
ঘড়ির কাঁটার দিকে দ্রুত
B
ঘড়ির কাঁটার বিপরীতে সমান গতিতে
C
ঘড়ির কাঁটার বিপরীতে দ্রুত
D
ঘড়ির কাঁটার দিকে সমান গতিতে
No subjects available.
উত্তরের বিবরণ
প্রশ্ন: A চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ১০ rpm গতিতে ঘুরে তাহলে D চাকাটির ঘূর্ণনের প্রকৃতি কেমন হবে?

সমাধান:
A চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ১০ rpm গতিতে ঘুরে তাহলে D চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতে সমান গতিতে ঘুরবে।
• A ও B চাকাদ্বয় পরস্পর সোজা বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে A ও B এর ঘূর্ণনের দিক হবে একই দিকে।
• B ও C চাকাদ্বয় পরস্পর ক্রস বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে B ও C এর ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত দিকে।
• C ও D চাকাদ্বয় পরস্পর সোজা বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে C ও D এর ঘূর্ণনের দিকে হবে একই দিকে।
• A চাকা (ঘড়ির কাঁটার দিকে) - B চাকা (ঘড়ির কাঁটার দিকে) - C চাকা (ঘড়ির কাঁটার বিপরীতে) - D চাকা (ঘড়ির কাঁটার বিপরীতে)
আবার, কোনো চাকার পরিধি যত কম হবে সেটির ঘূর্ণনের গতি তত বেশি হবে।
ছোট চাকাগুলোর ঘূর্ণন গতি সমান হবে।
অর্থাৎ A ও D চাকার ঘূর্ণন গতি হবে সমান অর্থাৎ ১০ rpm।

0
Updated: 1 day ago
A, B-এর উত্তর দিকে এবং B, C-এর পূর্বদিকে অবস্থিত। C বিন্দুর সাপেক্ষে A বিন্দুর অবস্থান কোনদিকে?
Created: 1 day ago
A
উত্তর-পশ্চিম
B
উত্তর-পূর্ব
C
পশ্চিম
D
দক্ষিণ-পশ্চিম
মানসিক দক্ষতা
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
No subjects available.
প্রশ্ন: A, B-এর উত্তর দিকে এবং B, C-এর পূর্বদিকে অবস্থিত। C-এর সাপেক্ষে A-এর অবস্থান কোনদিকে?
সমাধান:
C-এর সাপেক্ষে A-এর অবস্থান উত্তর-পূর্ব দিকে।

A এর অবস্থান B এর উত্তর দিকে এবং B, C-এর পূর্বদিকে অবস্থিত।
C এর অবস্থান B এর পশ্চিম দিকে।
C এর সাপেক্ষে A এর অবস্থান হবে উত্তর-পূর্ব দিকে।

0
Updated: 1 day ago
Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে A গিয়ারটি কোন দিকে ঘুরবে?
Created: 1 day ago
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীতে
C
যে কোনো দিকে
D
গিয়ারটি ঘুরবে না
মানসিক দক্ষতা
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
No subjects available.
প্রশ্ন: Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে A গিয়ারটি কোন দিকে ঘুরবে?

সমাধান:
Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে A গিয়ারটিও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
A, B, X, Y এবং Z পাঁচটি গিয়ার পরস্পর সংযুক্ত অবস্থায় আছে।
এমতাবস্থায় Z গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে প্রদত্ত গিয়ারগুলোর ঘূর্ণন হবে নিম্নরূপ-
Z(ঘড়ির কাঁটার বিপরীতে) - Y(ঘড়ির কাঁটার দিকে) - X(ঘড়ির কাঁটার বিপরীতে) - B(ঘড়ির কাঁটার দিকে) - A(ঘড়ির কাঁটার বিপরীতে)

0
Updated: 1 day ago
ভোরবেলায় ঘুম থাকে উঠে সূর্যকে পিছনে রেখে এক ব্যক্তি হাঁটা শুরু করলেন। ১০ মিনিট পর তিনি বামদিকে ঘুরলেন, তার ২০ মিনিট পর আবার বামদিকে ঘুরলেন। কিছুক্ষন পর তিনি আবার ডানদিকে ঘুরলেন। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন?
Created: 1 day ago
A
পশ্চিম
B
পূর্ব
C
উত্তর
D
দক্ষিণ
মানসিক দক্ষতা
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
No subjects available.
প্রশ্ন: ভোরবেলায় ঘুম থাকে উঠে সূর্যকে পিছনে রেখে এক ব্যক্তি হাঁটা শুরু করলেন। ১০ মিনিট পর তিনি বামদিকে ঘুরলেন, তার ২০ মিনিট পর আবার বামদিকে ঘুরলেন। কিছুক্ষন পর তিনি আবার ডানদিকে ঘুরলেন। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন?
সমাধান:
তিনি এখন দক্ষিণ দিকে মুখ করে আছেন।

ভোরবেলায় সূর্যকে পিছনে রেখে হাঁটা শুরু করলে ঐ ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে হাঁটছেন। (a থেকে b তে )
১০ মিনিট পর বামদিকে ঘুরলেন অর্থাৎ দক্ষিণ দিকে ঘুরলেন।(b থেকে c তে)
২০ মিনিট হাঁটার পর আবার বামদিকে ঘুরলেন অর্থাৎ পূর্বদিকে ঘুরলেন।(c থেকে d তে)
কিছুক্ষন পর আবার ডানদিকে ঘুরলেন অর্থাৎ দক্ষিণ দিকে ঘুরলেন।(d থেকে e তে)
অর্থাৎ ঐ ব্যক্তি এখন দক্ষিণ দিকে মুখ করে আছেন।

0
Updated: 1 day ago