A
a
B
b
C
c
D
d
উত্তরের বিবরণ
প্রশ্ন: 
উপর্যুক্ত চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?

সমাধান:
সঠিক উত্তর- খ) b 
প্রতিটি সারিতে তৃতীয় চিত্রটিকে প্রথম চিত্রে স্থাপন করলে দ্বিতীয় চিত্রটি পাওয়া যায়।
অর্থাৎ সম্পূর্ণ চিত্রটি হবে -


0
Updated: 1 month ago
নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
Created: 1 month ago
A
৫ টি
B
৭ টি
C
৮ টি
D
১০ টি
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
সমাধান:
সাধারণ ত্রিভুজ হলো- AJF, FBG, GCH, HDI, IEJ অর্থাৎ ৫ টি।
দুইটি রেখা ছেদ করেছে এমন ত্রিভুজ হলো- EBH, AIC, EFC, ADG, BJD অর্থাৎ ৫ টি।
∴ মোট ত্রিভুজ = (৫ + ৫) টি = ১০ টি

0
Updated: 1 month ago
তিনটি স্বাভাবিক সংখ্যার গড় ১২০ এবং বৃহত্তর সংখ্যা দুইটির গড় ১৪০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
Created: 2 weeks ago
A
৭০
B
৮৫
C
৮০
D
৯০
প্রশ্ন: তিনটি স্বাভাবিক সংখ্যার গড় ১২০ এবং বৃহত্তর সংখ্যা দুইটির গড় ১৪০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
সমাধান:
তিনটি স্বাভাবিক সংখ্যার গড় ১২০ হলে তাদের সমষ্টি = (১২০ × ৩) = ৩৬০
বৃহত্তম দুটি সংখ্যার গড় ১৪০ হলে তাদের সমষ্টি = (১৪০ × ২) = ২৮০
তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি = ৩৬০ - ২৮০ = ৮০

0
Updated: 2 weeks ago
২০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টিকে জোড় মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত?
Created: 1 month ago
A
৭৩
B
৫৪
C
৬০
D
৪৮
প্রশ্ন: ২০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টিকে জোড় মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত?
সমাধান:
২০ থেকে ১০০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭
আবার,
২০ থেকে ১০০ এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ২৩
∴ ২০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি = (৯৭ + ২৩) = ১২০
আমরা জানি,
একমাত্র জোড় মৌলিক সংখ্যা = ২
∴ ২০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সমষ্টিকে জোড় মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল = ১২০/২ = ৬০

0
Updated: 1 month ago