প্রদত্ত বস্তুটি টেনে তুলতে কত বল প্রয়োগ করতে হবে?
A
21 kg
B
42 kg
C
70 kg
D
120 kg
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রদত্ত বস্তুটি টেনে তুলতে কত বল প্রয়োগ করতে হবে?

সমাধান:
দেওয়া আছে,
বস্তুর ভর = 420 kg
আমরা জানি,
প্রযুক্ত বল = (বস্তুর ভর)/(ভরের সাথে যুক্ত দড়ির সংখ্যা)
= 420/6
= 70 kg

0
Updated: 1 month ago
P, Q এবং R তিনটি শহর। P এবং Q এর মধ্যবর্তী দূরত্ব 60 কিমি, আর P এবং R এর মধ্যবর্তী দূরত্ব 80 কিমি। Q , P এর বরাবর পশ্চিম দিকে এবং R, P এর বরাবর দক্ষিণ দিকে অবস্থিত। Q এবং R এর মধ্যবর্তী দূরত্ব কত?
Created: 2 weeks ago
A
100 কি. মি.
B
60 কি. মি.
C
40 কি. মি.
D
140 কি. মি.
প্রশ্ন: P, Q এবং R তিনটি শহর। P এবং Q এর মধ্যবর্তী দূরত্ব 60 কিমি, আর P এবং R এর মধ্যবর্তী দূরত্ব 80 কিমি। Q , P এর বরাবর পশ্চিম দিকে এবং R, P এর বরাবর দক্ষিণ দিকে অবস্থিত। Q এবং R এর মধ্যবর্তী দূরত্ব কত?
সমাধান:
পিথাগোরাসের সূত্রানুযায়ী,
QR = √{(PQ)2 + (PR)2}
= √{602+802}
= √(3600 + 6400)
= √10000
= 100 কি. মি.

0
Updated: 2 weeks ago
একজন মিস্ত্রী একটি বর্গাকার ঘর নির্মাণ করার জন্য ঘরের প্রতিপাশে ১৮ টি করে খুঁটি ব্যবহার করেন। তার মোট কতগুলো খুঁটি লেগেছিলো?
Created: 3 weeks ago
A
৬৪ টি
B
৬৮ টি
C
৭২ টি
D
৮০ টি
প্রদত্ত সমস্যায় একজন মিস্ত্রী একটি বর্গাকার ঘর নির্মাণ করতে প্রতিটি পাশের জন্য ১৮টি করে খুঁটি ব্যবহার করেছেন। যেহেতু প্রতিটি পাশে শেষ খুঁটি পরবর্তী পাশে সাধারণভাবে সংযুক্ত হয়, তাই সব চারপাশের জন্য মোট খুঁটির সংখ্যা গণনা করতে হবে ৪ পাসের খুঁটি যোগফল থেকে ৪টি সাধারণ খুঁটি বাদ দিয়ে।
মোট খুঁটি = (১৮ × ৪) − ৪
= ৭২ − ৪
= ৬৮ টি খুঁটি।

0
Updated: 3 weeks ago
A, B-এর উত্তর দিকে এবং B, C-এর পূর্বদিকে অবস্থিত। C বিন্দুর সাপেক্ষে A বিন্দুর অবস্থান কোনদিকে?
Created: 1 month ago
A
উত্তর-পশ্চিম
B
উত্তর-পূর্ব
C
পশ্চিম
D
দক্ষিণ-পশ্চিম
প্রশ্ন: A, B-এর উত্তর দিকে এবং B, C-এর পূর্বদিকে অবস্থিত। C-এর সাপেক্ষে A-এর অবস্থান কোনদিকে?
সমাধান:
C-এর সাপেক্ষে A-এর অবস্থান উত্তর-পূর্ব দিকে।
A এর অবস্থান B এর উত্তর দিকে এবং B, C-এর পূর্বদিকে অবস্থিত।
C এর অবস্থান B এর পশ্চিম দিকে।
C এর সাপেক্ষে A এর অবস্থান হবে উত্তর-পূর্ব দিকে।

0
Updated: 1 month ago