A চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ১০ rpm গতিতে ঘুরে তাহলে D চাকাটির ঘূর্ণনের প্রকৃতি কেমন হবে?
A
ঘড়ির কাঁটার দিকে দ্রুত
B
ঘড়ির কাঁটার বিপরীতে সমান গতিতে
C
ঘড়ির কাঁটার বিপরীতে দ্রুত
D
ঘড়ির কাঁটার দিকে সমান গতিতে
উত্তরের বিবরণ
প্রশ্ন: A চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ১০ rpm গতিতে ঘুরে তাহলে D চাকাটির ঘূর্ণনের প্রকৃতি কেমন হবে?

সমাধান:
A চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ১০ rpm গতিতে ঘুরে তাহলে D চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতে সমান গতিতে ঘুরবে।
• A ও B চাকাদ্বয় পরস্পর সোজা বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে A ও B এর ঘূর্ণনের দিক হবে একই দিকে।
• B ও C চাকাদ্বয় পরস্পর ক্রস বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে B ও C এর ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত দিকে।
• C ও D চাকাদ্বয় পরস্পর সোজা বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে C ও D এর ঘূর্ণনের দিকে হবে একই দিকে।
• A চাকা (ঘড়ির কাঁটার দিকে) - B চাকা (ঘড়ির কাঁটার দিকে) - C চাকা (ঘড়ির কাঁটার বিপরীতে) - D চাকা (ঘড়ির কাঁটার বিপরীতে)
আবার, কোনো চাকার পরিধি যত কম হবে সেটির ঘূর্ণনের গতি তত বেশি হবে।
ছোট চাকাগুলোর ঘূর্ণন গতি সমান হবে।
অর্থাৎ A ও D চাকার ঘূর্ণন গতি হবে সমান অর্থাৎ ১০ rpm।

0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
8
B
9
C
10
D
11
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 9
প্রথম চিত্রে,
93 - (63 + 27) = 93 - 90 = 3
দ্বিতীয় চিত্রে,
79 - (37 + 38) = 79 - 75 = 4
তৃতীয় চিত্রে,
67 - (42 + 16) = 67 - 58 = 9

0
Updated: 1 month ago
৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?
Created: 3 weeks ago
A
৭ সেকেন্ড
B
৩ সেকেন্ড
C
৪ সেকেন্ড
D
৫ সেকেন্ড
প্রশ্ন: ৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৩৬ কি.মি বেগে চলে। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে?
সমাধান:
দেওয়া আছে,
ট্রেনের দৈর্ঘ্য = ৫০ মিটার
ট্রেনের গতি = ৩৬ কি.মি/ঘন্টা = ৩৬ × {১০০০/(৬০ × ৬০)} = ১০ মিটার/সেকেন্ড
রাস্তার পাশের খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।
এখন,
ট্রেনটি ১০ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে
∴ ১ মিটার অতিক্রম করে = ১/১০ সেকেন্ডে
∴ ৫০ মিটার অতিক্রম করে = (৫০/১০) সেকেন্ডে = ৫ সেকেন্ডে

0
Updated: 3 weeks ago
আজ রবিবার হলে আজ থেকে ৫০ দিন পর কী বার হবে?
Created: 1 week ago
A
শনিবার
B
রবিবার
C
সোমবার
D
বুধবার
প্রশ্ন: আজ রবিবার হলে আজ থেকে ৫০ দিন পর কী বার হবে?
সমাধান:
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
একই ভাবে ৭ এর গুণিতক সংখ্যক দিন পরেও একই বার পাওয়া যাবে।
আজ রবিবার হলে আজ থেকে (৭ × ৭) = ৪৯ দিন পর হবে রবিবার।
∴ ৫০ দিন পর হবে = সোমবার

0
Updated: 1 week ago