যদি × অর্থ ভাগ, - অর্থ গুন, ÷ অর্থ যোগ এবং + অর্থ বিয়োগ হয় তাহলে (3 - 15 ÷ 19) × 8 + 6 = ?
A
- 1
B
2
C
4
D
8
উত্তরের বিবরণ
প্রশ্ন: যদি × অর্থ ভাগ, - অর্থ গুন, ÷ অর্থ যোগ এবং + অর্থ বিয়োগ হয় তাহলে (3 - 15 ÷ 19) × 8 + 6 = ?
সমাধান:
দেওয়া আছে,
× = ÷
- = ×
÷ = +
+ = -
∴ (3 - 15 ÷ 19) × 8 + 6
= (3 × 15 + 19) ÷ 8 - 6 [শর্ত অনুযায়ী]
= (45 + 19) ÷ 8 - 6
= 64 ÷ 8 - 6
= 8 - 6
= 2

0
Updated: 1 month ago
একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৮৫ জন ছাত্রের মধ্যে ৬৮ জন ছাত্র ফেল করলে পাশের হার কত?
Created: 3 weeks ago
A
২৫%
B
১৭%
C
২০%
D
১৫%
প্রশ্ন: একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৮৫ জন ছাত্রের মধ্যে ৬৮ জন ছাত্র ফেল করলে পাশের হার কত?
সমাধান:
দেওয়া আছে,
মোট ছাত্র = ৮৫ জন
ফেল করে = ৬৮ জন
∴ পাশ করে = ৮৫ - ৬৮ = ১৭ জন
এখন,
৮৫ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৭ জন
∴ ১ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৭/৮৫) জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৭ × ১০০)/৮৫ জন = ২০ জন
∴ পাশের হার = ২০%

0
Updated: 3 weeks ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 2 weeks ago
A
15
B
22
C
27
D
12
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
১ম চিত্রে, (32 + 18)/10 = 5
২য় চিত্রে = (28 + 17)/3 = 15
৩য় চিত্রে, (30 + 26)/14 = 4
∴ প্রশ্নবোধক চিহ্নিত স্থানে 15 বসবে।

0
Updated: 2 weeks ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 3 weeks ago
A
6
B
9
C
12
D
18
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 12
প্রথম চিত্রে,
(27 ÷ 3) + (16 ÷ 4)
= 9 + 4 = 13
দ্বিতীয় চিত্রে,
(42 ÷ 7) + (65 ÷ 13)
= 6 + 5 = 11
তৃতীয় চিত্রে,
(27 ÷ 9) + (72 ÷ 8)
= 3 + 9 = 12

0
Updated: 3 weeks ago