একটি দেয়াল ঘড়িতে যখন ৯ টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
A
পূর্ব
B
পশ্চিম
C
উত্তর
D
দক্ষিণ
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি দেয়াল ঘড়িতে যখন ৯ টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
সমাধান:

ঘড়িতে যখন ৯ টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা পরস্পর সমকোণে থাকে।
তখন ঘণ্টার কাঁটা পশ্চিম দিকে থাকলে মিনিটের কাঁটা উত্তর দিকে থাকবে।

0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 3 weeks ago
A
6
B
7
C
8
D
10
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 7
প্রথম চিত্রে,
(13 + 19)/8
= 32/8 = 4
দ্বিতীয় চিত্রে,
(71 + 9)/8
= 80/8 = 10
তৃতীয় চিত্রে,
(42 + 14)/8
= 56/8 = 7

0
Updated: 3 weeks ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 3 weeks ago
A
শুশ্রুষা
B
সুশ্রুষা
C
শুশ্রূষা
D
শুস্রুশা
প্রদত্ত শব্দগুলোর মধ্যে শুদ্ধ বানান হলো শুশ্রূষা।
-
অর্থ: পরিচর্যা, সেবা
উৎস:

0
Updated: 3 weeks ago
৮, ৭, ৪, ৯, ৩, ৭, ৬, ১, ২, ৩ প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যোগফলকে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে?
Created: 2 weeks ago
A
০
B
৩
C
১
D
২
প্রশ্ন: ৮, ৭, ৪, ৯, ৩, ৭, ৬, ১, ২, ৩ প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যোগফলকে ৭ দ্বারা

0
Updated: 2 weeks ago