A
আবদুল হাকিম
B
সত্যেন্দ্রনাথ দত্ত
C
আবুল ফজল
D
অতুলপ্রসাদ সেন
উত্তরের বিবরণ
অতুলপ্রসাদ সেন (১৮৭১–১৯৩৪)
-
জন্ম: ১৮৭১ সালে ঢাকায়।
-
পরিচয়: কবি, গীতিকার, গায়ক।
-
বৈশিষ্ট্য:
-
বাংলা গানে ঠুমরি ধারার প্রবর্তক।
-
গানের বিষয়বস্তুতে দেশপ্রেম, মানবপ্রেম ও ভক্তিমূলক ভাব বিশেষভাবে ফুটে ওঠে।
-
-
উল্লেখযোগ্য গান:
-
মোদের গরব, মোদের আশা / আমরি বাঙলা ভাষা
-
বল বীর – চির উন্নত মম শির (জনপ্রিয় দেশাত্মবোধক গান)।
-
-
সংকলন: ‘কয়েকটি গান’ ও ‘গীতিগুচ্ছ’।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 day ago