A
১ ডিসেম্বর
B
৫ ডিসেম্বর
C
৯ ডিসেম্বর
D
১০ ডিসেম্বর
উত্তরের বিবরণ
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০–১৯৩২)
জন্ম: ৯ ডিসেম্বর ১৮৮০, রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে।
মৃত্যু: ৯ ডিসেম্বর ১৯৩২।
তাঁর জন্মদিনে বাংলাদেশে “রোকেয়া দিবস” পালন করা হয়।
তিনি ছিলেন বাংলার নারী জাগরণের পথিকৃৎ এবং বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে এক অম্লান নাম।
১৯১৬ সালে মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিষ্ঠা করেন
👉 আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম (Muslim Women’s Association)।
সমাজ-সংস্কারক হিসেবে তিনি নারী শিক্ষা, নারী অধিকার ও নারী স্বাধীনতা নিয়ে আজীবন সংগ্রাম করেছেন।
তাঁর রচনা Sultana’s Dream পরবর্তীতে বাংলায় অনুবাদ করেন তিনি নিজেই, নাম দেন সুলতানার স্বপ্ন।
এখানে বর্ণিত Lady Land (নারীস্থান) আসলে রোকেয়ার কল্পিত নারী-শাসিত, বৈষম্যহীন সমাজব্যবস্থার প্রতীক।
উল্লেখযোগ্য রচনা
মতিচূর (প্রবন্ধগ্রন্থ, ২ খণ্ড)
Sultana’s Dream / সুলতানার স্বপ্ন (প্রতীকী গল্প)
পদ্মরাগ (উপন্যাস)
অবরোধবাসিনী (প্রবন্ধগ্রন্থ)
উৎস
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 day ago
চর্যাপদ কোথায় থেকে প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
সংস্কৃত বিশ্ববিদ্যালয়
B
শ্রীরামপুর মিশন
C
বঙ্গীয় সাহিত্য পরিষদ
D
বাংলা একডেমি
• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন।
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন।
- তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত হয়।
- তিনি পুথির সূচনায় একটি সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি চর্যাশ্চর্যবিনিশ্চয় নামেও পরিচিত হয়।
- তবে সংক্ষেপে এটি ‘বৌদ্ধগান ও দোহা’ বা ‘চর্যাপদ’ নামেই অভিহিত হয়ে থাকে।
- চর্যাপদ শুধু প্রাচীন বাংলা সাহিত্যেরই নিদর্শন নয়, প্রাচীন বাংলা গানেরও নিদর্শন।
- চর্যাপদের কবিরা হলেন সরহপা, শবরপা, লুইপা, ডোম্বীপা, ভুসুকুপা, কাহ্নপা, কুক্কুরীপা, মীনপা, আর্যদেব, ঢেণ্ঢনপা প্রমুখ।

0
Updated: 1 month ago
“দিগ্দর্শন” সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন?
Created: 2 weeks ago
A
জন ক্লার্ক মার্শম্যান
B
ভবানীচরণ ব্যানার্জি
C
জেমস অগাস্টাস হিকি
D
জেমস সিল্ক বাকিংহাম
দিগ্দর্শন
-
বঙ্গভূমিতে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা
-
প্রকাশক: শ্রীরামপুরের ব্যাপ্টিস্ট মিশন
-
সম্পাদক: জন ক্লার্ক মার্শম্যান (বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যানের পুত্র)
-
প্রকাশকাল: প্রথম সংখ্যা ১৮১৮ সালের এপ্রিল
-
নামপত্রে উল্লেখ: “যুবলোকের কারণে সংগৃহীত নানা উপদেশ”
-
ধরণ: মাসিক পত্রিকা

0
Updated: 2 weeks ago
’সন্ধ্যা’ কাব্যগ্রন্থের লেখক কে?
Created: 1 month ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
কাজী নজরুল ইসলাম
C
শামসুর রাহমান
D
নির্মলেন্দু গুণ
- ’সন্ধ্যা’ কাব্যগ্রন্থের রচিতা কাজী নজরুল ইসলাম।
- এই কাব্যগ্রন্থে তাঁর রচিত বিখ্যাত রণসংগীত অন্তর্ভুক্ত।
- জাগরণ, জীবন, যৌবন, তরুণের গান, চল্ চল্ চল্, ভােরের সানাই ইত্যাদি কবিতা এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-----------------------------
• কাজী নজরুল ইসলাম:
• কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
• নজরুলের ডাক নাম ছিল 'দুখু মিয়া'।
• বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি 'বিদ্রোহী কবি' এবং আধুনিক বাংলা গানের জগতে 'বুলবুল' নামে খ্যাত।

0
Updated: 1 month ago