৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ কত?
A
১১
B
১৩
C
১৪
D
১৭
উত্তরের বিবরণ
প্রশ্ন: ৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ কত?
সমাধান:
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ ১৭ ।
প্রদত্ত অনুক্রমটিতে দুইটি ভিন্ন অনুক্রম বিদ্যমান।
→ ১ম অনুক্রম,
৩, ৪, ৫, ৬, ৭, ৮, ............ (সাধারণ অন্তর ১)
→ ২য় অনুক্রম,
৫, ৮, ১১, ১৪, ১৭, ............... (সাধারণ অন্তর ৩)
→ প্রদত্ত অনুক্রমটিকে বর্ধিত করে পাই,
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬, ১৪, ৭, ১৭, ৮, .........
∴ অনুক্রমটির দশম পদ ১৭ ।

0
Updated: 1 month ago
নিম্নোক্ত চিত্রে কতগুলো ছোট বর্গক্ষেত্র যোগ করলে একটি বৃহৎ বর্গক্ষেত্র পাওয়া যাবে?
Created: 1 month ago
A
৩ টি
B
৪ টি
C
৫ টি
D
৮ টি
প্রশ্ন: নিম্নোক্ত চিত্রে কতগুলো ছোট বর্গক্ষেত্র যোগ করলে একটি বৃহৎ বর্গক্ষেত্র পাওয়া যাবে?
সমাধান:
প্রদত্ত চিত্রে আরো ৫ টি বর্গক্ষেত্র যোগ করলে একটি বৃহৎ বর্গক্ষেত্র পাওয়া যাবে।
অর্থাৎ প্রশ্নে প্রদত্ত চিত্রে ১, ২, ৩, ৪, ৫ নং বর্গক্ষেত্রগুলো যোগ করা হলে একটি বৃহৎ বর্গ ক্ষেত্র ABCD পাওয়া যাবে।

0
Updated: 1 month ago
দুই জন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে 8 মিটার হেঁটে গেল। তারপর তারা তাদের বাম দিকে ঘুরে আরও 6 মিটার হেঁটে গেল। তাদের দুই জনের মধ্যে সরাসরি দূরত্ব কত?
Created: 3 weeks ago
A
20 মিটার
B
24 মিটার
C
16 মিটার
D
34 মিটার
প্রশ্ন: দুই জন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে 8 মিটার হেঁটে গেল। তারপর তারা তাদের বাম দিকে ঘুরে আরও 6 মিটার হেঁটে গেল। তাদের দুই জনের মধ্যে সরাসরি দূরত্ব কত?
সমাধান:
ধরি,
দুই জন লোক 0 বিন্দু হতে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে OA = OB = 8 মিটার হেঁটে গেল।
পরবর্তীতে তারা পরস্পর বাম দিকে ঘুরে AD = BC = 6 মিটার হেঁটে গেল।
এখন,
OD2 = OA2 + AD2
⇒ OD2 = 82 + 62
⇒ OD2 = 64 + 36
⇒ OD2 = 100
⇒ OD = √100
∴ OD = 10
তাদের দুই জনের মধ্যে সরাসরি দূরত্ব = 10 + 10 = 20 মিটার

0
Updated: 3 weeks ago
‘আলো’ এর সমার্থক নয় নিচের কোন শব্দটি?
Created: 4 weeks ago
A
দ্যুতি
B
আভা
C
দীপ্ত
D
ময়ূখ
দীপ্ত শব্দের অর্থ হলো প্রজ্বলিত বা জ্বলছে এমন অবস্থা। তবে এটি সরাসরি আলো এর সমার্থক নয়।
আলো এর সমার্থক শব্দের মধ্যে রয়েছে:
আলোক, প্রভা, অংশু, দ্যুতি, ঔজ্জ্বল্য, কর, দীপ্তি, আভা, বিভা, ময়ূখ, ভাতি, জেল্লা, জৌলুস, নুর

0
Updated: 4 weeks ago