A
১৯০৫ সালের ৩০ জুন
B
১৯০৭ সালের ১৫ ডিসেম্বর
C
১৯০৮ সালের ৩০ নভেম্বর
D
১৯১০ সালের ১ জানুয়ারি
উত্তরের বিবরণ
বুদ্ধদেব বসু (১৯০৮–১৯৭৪)
-
জন্ম: ৩০ নভেম্বর ১৯০৮, কুমিল্লা।
-
আদি নিবাস: বিক্রমপুরের মালখানগর।
-
তিনি ছিলেন তিরিশের দশকের অন্যতম সাহিত্যিক, সমালোচক ও সম্পাদক।
-
কেবল কবি নন, বাংলা সাহিত্যের প্রায় সব শাখায় তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।
-
প্রথম জীবনে তিনি রোম্যান্টিক কবিচেতনার অধিকারী হলেও পরে মননশীলতা ও বুদ্ধিবৃত্তিকে গুরুত্ব দেন।
-
প্রবন্ধ ও সমালোচনায় তিনি সূক্ষ্ম বুদ্ধিবৃত্তির পরিচয় দেন।
-
তাঁর গদ্যশৈলীতে স্পষ্ট ব্যক্তিত্বের ছাপ বিদ্যমান।
-
পদ্য ও গদ্য মিলিয়ে তাঁর গ্রন্থসংখ্যা শতাধিক।
-
রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক হিসেবে খ্যাত।
-
বাংলা কাব্যের পঞ্চপাণ্ডবদের একজন।
গল্পগ্রন্থ
-
অভিনয়, অভিনয় নয়
-
রেখাচিত্র
-
হাওয়া বদল
উপন্যাস
-
তিথিডোর
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা
কাব্যগ্রন্থ
-
কঙ্কাবতী
-
দময়ন্তী
-
মর্মবাণী
-
যে আঁধার আলোর অধিক
নাটক
-
মায়া মালঞ্চ
-
তপস্বী ও তরঙ্গিনী
-
কলকাতার ইলেক্টা
-
সত্যসন্ধ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 day ago
কোনটি বুদ্ধদেব বসু রচিত উপন্যাস?
Created: 1 day ago
A
কঙ্কাবতী
B
দময়ন্তী
C
তিথিডোর
D
মায়া মালঞ্চ
তিথিডোর’ উপন্যাস
রচয়িতা: বুদ্ধদেব বসু
প্রকাশ: ১৯৪৯
বিষয়:
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সমাজমানসের প্রেক্ষাপটে মধ্যবিত্ত জীবনচিত্র
সত্যেন ও স্বাতীর প্রেমকাহিনী
পরিবার-সংলগ্নতা ও বাস্তব-জীবনপ্রীতি
শৈলী:
চরিত্রের অন্তঃবাস্তবতার রূপায়ণ
জীবনের বহিরঙ্গ রূপক ও শিল্পময় উপস্থাপন
বুদ্ধদেব বসু (১৯০৮-??)
জন্ম: ৩০ নভেম্বর, কুমিল্লা (পরিবারের আদি নিবাস: বিক্রমপুর, মালখানগর)
বৈশিষ্ট্য:
কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, সমালোচক
মননশীল প্রবন্ধ ও সাহিত্য-সমালোচনায় সূক্ষ্ম বুদ্ধিবৃত্তি
রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক
বাংলা কাব্যের পঞ্চপাণ্ডদের একজন
রচিত গল্পগ্রন্থ
অভিনয়, অভিনয় নয়
রেখাচিত্র
হাওয়া বদল
রচিত উপন্যাস
তিথিডোর
সাড়া
সানন্দা
লালমেঘ
পরিক্রমা
কালো হাওয়া
নির্জন স্বাক্ষর
নীলাঞ্জনার খাতা
রচিত কাব্যগ্রন্থ
কঙ্কাবতী
দময়ন্তী
মর্মবাণী
যে আঁধার আলোর অধিক
রচিত নাটক
মায়া মালঞ্চ
তপস্বী ও তরঙ্গিনী
কলকাতার ইলেক্টা
সত্যসন্ধ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 day ago
বুদ্ধদেব বসুর জন্মস্থান কোন জেলায়?
Created: 1 week ago
A
কুমিল্লা
B
বরিশাল
C
মেদেনীপুর
D
হুগলি
বুদ্ধদেব বসু:
-
তিনি তিরিশের দশকের একজন সাহিত্যিক, সমালোচক ও সম্পাদক ছিলেন।
-
জন্ম: ১৯০৮ সালের ৩০ নভেম্বর, কুমিল্লায়।
-
পরিবারের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগর।
-
শুধু কবিতাতেই নয়, বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় বুদ্ধদেব স্বচ্ছন্দভাবে বিচরণ করেছেন।
-
রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে তাঁকে সব্যসাচী লেখক বলা হয়।
-
তিনি বাংলা কাব্যের পঞ্চপাণ্ডদের একজন।
বুদ্ধদেব বসুর রচিত গল্পগ্রন্থ:
-
অভিনয়, অভিনয় নয়
-
রেখাচিত্র
-
হাওয়া বদল ইত্যাদি
বুদ্ধদেব বসুর রচিত উপন্যাস:
-
তিথিডোর
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা ইত্যাদি
বুদ্ধদেব বসুর রচিত কাব্যগ্রন্থ:
-
কঙ্কাবতী
-
দময়ন্তী
-
মর্মবাণী
-
যে আঁধার আলোর অধিক
বুদ্ধদেব বসুর রচিত নাটক:
-
মায়া মালঞ্চ
-
তপস্বী ও তরঙ্গিনী
-
কলকাতার ইলেক্টা ও সত্যসন্ধ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago