নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
A
8 টি
B
10 টি
C
12 টি
D
14 টি
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?

সমাধান:

উপরের চিত্রে একক ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজের ভিতরে কোনো বাহু ছেদ করে নি এমন ত্রিভুজ ABC, ADC, ADE, JFG, IJG, IGH অর্থাৎ 6 টি ।
এক বাহু ছেদ করে এমন ত্রিভুজ ACE, AIJ, FIG, GCD অর্থাৎ 4 টি।
দুই বা দুইয়ের অধিক বাহু ছেদ করে এমন ত্রিভুজ ABG, AIG, ACG, FIH অর্থাৎ 4 টি।
∴ মোট ত্রিভুজ = (6 + 4 + 4) টি = 14 টি

0
Updated: 1 month ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 3 weeks ago
A
3
B
4
C
6
D
11
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 4
১ম ত্রিভুজে,
(6 + 4) × 8 = 10 × 8 = 80
২য় ত্রিভুজে,
(8 + 7) × 3 = 15 × 3 = 45
এবং ৩য় ত্রিভুজে,
ধরি, সংখ্যাটি = x
∴ (9 + 8) × x = 68
⇒ 17x = 68
⇒ x = 68/17 = 4

0
Updated: 3 weeks ago
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?
Created: 1 month ago
A
ক)
B
খ)
C
গ)
D
ঘ)
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?

সমাধান:
এখানে দুইটি অনুক্রম বিদ্যমান রয়েছে।
১ম অনুক্রমটি,
D(4) + 4 = H (8)
H(8) + 5 = M (13)
M(13) + 6 = S (19)
২য় অনুক্রমটি,
14 + 4 = 18
18 + 5 = 23
23 + 6 = 29
সম্পূর্ণ অনুক্রমটি হবে,


0
Updated: 1 month ago
যদি একটি ঘড়ি প্রতিদিন ১৫ মিনিট করে সময় বেশি দেখায়, তাহলে কতদিন পর ঘড়িটি পুনরায় সঠিক সময় দিবে?
Created: 3 weeks ago
A
৩৬ দিন
B
৪৮ দিন
C
৪০ দিন
D
৪২ দিন
প্রশ্ন: যদি একটি ঘড়ি প্রতিদিন ১৫ মিনিট করে সময় বেশি দেখায়, তাহলে কতদিন পর ঘড়িটি পুনরায় সঠিক সময় দিবে?
সমাধান:
যদি কোন ঘড়ি সময় বেশি দেখাতে থাকে তাহলে তাকে সঠিক সময় দিতে হলে ১২ ঘণ্টা বা ৭২০ মিনিট সময় বেশি দেখাতে হবে।
এখন,
ঘড়িটি ১৫ মিনিট বেশি দেখায় = ১ দিনে
∴ ঘড়িটি ৭২০ মিনিট বেশি দেখাবে = (১ × ৭২০)/১৫ দিনে
= ৪৮ দিনে
∴ ৪৮ দিন পর ঘড়িটি পুনরায় সঠিক সময় দিবে।

0
Updated: 3 weeks ago