A
গীতিকাব্যগুরু
B
ভোরের পাখি
C
চারণ কবি
D
কবিদের কবি
উত্তরের বিবরণ
বিহারীলাল চক্রবর্তী
-
আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুরু হিসেবে পরিচিত।
-
বাংলা গীতিকবিতার জনক হিসেবে খ্যাত।
-
আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি।
-
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে “ভোরের পাখি” উপাধি প্রদান করেন।
-
তাঁর প্রথম সার্থক গীতিকবিতা: ‘বঙ্গসুন্দরী’।
-
শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ: ‘সারদা মঙ্গল’।
অন্যান্য কাব্যগ্রন্থ:
-
স্বপ্নদর্শন
-
সঙ্গীতশতক
-
বঙ্গসুন্দরী
-
নিসর্গ সন্দর্শন
-
বন্ধু বিয়োগ
-
সারদা মঙ্গল
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 1 day ago
বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে?
Created: 3 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
রাজশেখর বসু
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
বিহারীলাল চক্রবর্তী
বিহারীলাল চক্রবর্তী
বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পথিকৃৎ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুরু হিসেবে বিশেষভাবে পরিচিত।
তিনি বাংলা গীতিকবিতার জনক বলে স্বীকৃত এবং আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি হিসেবে গণ্য হন। রবীন্দ্রনাথ তাকে ভালোবেসে ‘ভোরের পাখি’ আখ্যায় ভূষিত করেছিলেন।
তাঁর প্রথম সার্থক গীতিকবিতা ছিল ‘বঙ্গসুন্দরী’, আর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘সারদা মঙ্গল’।
বিহারীলাল চক্রবর্তীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
-
স্বপ্নদর্শন
-
সঙ্গীতশতক
-
বঙ্গসুন্দরী
-
নিসর্গ সন্দর্শন
-
বন্ধু বিয়োগ
-
সারদা মঙ্গল
-
প্রেমপ্রবাহিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর), বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago