খেলার মাঠ ঠিক করার জন্য রাশেদ একটি লন রোলার টানছে এবং রহিম একটি লন রোলার ঠেলছে। কার সবচেয়ে কম কষ্ট হবে?
A
রাশেদ
B
রহিম
C
দুইজনেরই সমান কষ্ট হবে
D
নির্ণয় করা সম্ভব নয়
উত্তরের বিবরণ
প্রশ্ন: খেলার মাঠ সমান করার জন্য রাশেদ একটি লন রোলার টানছে আর রহিম একটি লন রোলার ঠেলছে। এ ক্ষেত্রে কার কষ্ট কম হবে?
সমাধান:
লন রোলার ঠেলার সময় প্রয়োগকৃত বল নিচের দিকে ক্রিয়া করে। ফলে লন রোলারের ভরের সাথে ওই বল যুক্ত হয়ে যায় এবং রোলার ঠেলতে বেশি শক্তি প্রয়োজন হয়।
অন্যদিকে, লন রোলার টানার সময় প্রয়োগকৃত বল উপরের দিকে ক্রিয়া করে। এর ফলে লন রোলারের কার্যকর ভর কিছুটা হ্রাস পায়। তাই রোলার টানা তুলনামূলকভাবে সহজ হয়।
অতএব, রাশেদের কষ্ট কম হবে, কারণ লন রোলার টানা ঠেলার তুলনায় সহজ।

0
Updated: 1 month ago
আমার কক্ষে আমি বসে ছিলাম, এমন সময় এক নিঃসন্তান বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
Created: 2 weeks ago
A
১২ জন
B
১৬ জন
C
১৫ জন
D
১০ জন
প্রশ্ন: আমার কক্ষে আমি বসে ছিলাম, এমন সময় এক নিঃসন্তান বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
সমাধান:
প্রতি দম্পতিতে ২ জন করে ৫ দম্পতি = ১০ জন ও ৪ দম্পতির সাথে ১ জন করে ৪ জন সন্তান।
মোট ১০ + ৪ = ১৪ জন।
আমার ঘরে আমি সহ সর্বমোট ১৪ + ১ = ১৫ জন।

0
Updated: 2 weeks ago
যদি DRIVE = 51910236 হয় তবে PROUD = ?
Created: 1 month ago
A
23918522
B
161816225
C
171916225
D
171917235
প্রশ্ন: যদি DRIVE = 51910236 হয় তবে PROUD = ?
সমাধান:
যদি DRIVE = 51910236 হয় তবে PROUD = 171916225
DRIVE শব্দটিতে বর্ণগুলোর ক্রমের সাথে 1 যোগ করে পাওয়া যায়,
D(4) + 1 = 5,
R(18) + 1 = 19,
I(9) + 1 = 10,
V(22) + 1 = 23,
E(5) + 1 = 6
অর্থাৎ DRIVE = 51910236
অনুরূপভাবে,
PROUD শব্দটিতে বর্ণগুলোর ক্রমের সাথে 1 যোগ করে পাওয়া যায়,
P(16) + 1 = 17
R(18) + 1 = 19
O(15) + 1 = 16
U(21) + 1 = 22
D(4) + 1 = 5
∴ PROUD = 171916225

0
Updated: 1 month ago
'ম', ল এর মা। 'ল', শ এর ভাই। 'ম', শ এর কী হয়?
Created: 3 weeks ago
A
বোন
B
মা
C
ভাই
D
চাচি
প্রশ্নটি হলো: 'ম', ল এর মা। 'ল', শ এর ভাই। 'ম', শ এর কী হয়?
সমাধান:
-
'ম' হলো ল এর মা
-
ল হলো শ এর ভাই
সুতরাং, 'ম' শ এরও মা।

0
Updated: 3 weeks ago