কবে 'রোকেয়া দিবস’ পালন করা হয়?
A
১ ডিসেম্বর
B
৫ ডিসেম্বর
C
৯ ডিসেম্বর
D
১০ ডিসেম্বর
উত্তরের বিবরণ
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০–১৯৩২)
জন্ম: ৯ ডিসেম্বর ১৮৮০, রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে।
মৃত্যু: ৯ ডিসেম্বর ১৯৩২।
তাঁর জন্মদিনে বাংলাদেশে “রোকেয়া দিবস” পালন করা হয়।
তিনি ছিলেন বাংলার নারী জাগরণের পথিকৃৎ এবং বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে এক অম্লান নাম।
১৯১৬ সালে মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিষ্ঠা করেন
👉 আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম (Muslim Women’s Association)।
সমাজ-সংস্কারক হিসেবে তিনি নারী শিক্ষা, নারী অধিকার ও নারী স্বাধীনতা নিয়ে আজীবন সংগ্রাম করেছেন।
তাঁর রচনা Sultana’s Dream পরবর্তীতে বাংলায় অনুবাদ করেন তিনি নিজেই, নাম দেন সুলতানার স্বপ্ন।
এখানে বর্ণিত Lady Land (নারীস্থান) আসলে রোকেয়ার কল্পিত নারী-শাসিত, বৈষম্যহীন সমাজব্যবস্থার প্রতীক।
উল্লেখযোগ্য রচনা
মতিচূর (প্রবন্ধগ্রন্থ, ২ খণ্ড)
Sultana’s Dream / সুলতানার স্বপ্ন (প্রতীকী গল্প)
পদ্মরাগ (উপন্যাস)
অবরোধবাসিনী (প্রবন্ধগ্রন্থ)
উৎস
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
’সন্ধ্যা’ কাব্যগ্রন্থের লেখক কে?
Created: 2 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
কাজী নজরুল ইসলাম
C
শামসুর রাহমান
D
নির্মলেন্দু গুণ
- ’সন্ধ্যা’ কাব্যগ্রন্থের রচিতা কাজী নজরুল ইসলাম।
- এই কাব্যগ্রন্থে তাঁর রচিত বিখ্যাত রণসংগীত অন্তর্ভুক্ত।
- জাগরণ, জীবন, যৌবন, তরুণের গান, চল্ চল্ চল্, ভােরের সানাই ইত্যাদি কবিতা এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-----------------------------
• কাজী নজরুল ইসলাম:
• কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
• নজরুলের ডাক নাম ছিল 'দুখু মিয়া'।
• বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি 'বিদ্রোহী কবি' এবং আধুনিক বাংলা গানের জগতে 'বুলবুল' নামে খ্যাত।

0
Updated: 2 months ago
কাজী নজরুল ইসলাম রচিত 'ব্যথার দান' কোন শ্রেণির রচনা?
Created: 4 weeks ago
A
প্রবন্ধগ্রন্থ
B
গল্পগ্রন্থ
C
কাব্যগ্রন্থ
D
নাটক
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম ‘ব্যথার দান’। এটি প্রকাশিত হয় ১৯২২ সালের ফেব্রুয়ারি মাসে এবং এতে অন্তর্ভুক্ত ছিল মোট ছয়টি গল্প। এ গ্রন্থটি নজরুলের সাহিত্যজীবনের সূচনায় বিশেষ গুরুত্ব বহন করে।
গ্রন্থভুক্ত গল্পগুলো হলো:
-
ব্যথার দান
-
হেনা
-
অতৃপ্ত কামনা
-
বাদল-বরিষণে
-
ঘুমের ঘোরে
-
রাজবন্দীর চিঠি
কাজী নজরুল ইসলামের অন্যান্য উল্লেখযোগ্য গল্পগ্রন্থের মধ্যে রয়েছে:
-
রিক্তের বেদন
-
শিউলিমালা
উৎস:

0
Updated: 4 weeks ago
নিম্নে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম?
Created: 2 months ago
A
নীহারিকা দেবী
B
শ্রীমতী মধ্যমা
C
অনিলা দেবী
D
সুমিত্রা দেবী
• রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম= শ্রীমতী মধ্যমা।
• রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম:
- রবীন্দ্রনাথ ঠাকুর নয়টি ছদ্মনাম ব্যবহার করেছেন।
- এগুলো হলো:
- ভানুসিংহ ঠাকুর;
- অকপটচন্দ্র ভাস্কর;
- আন্নাকালী পাকড়াশী;
- দিকশূন্য ভট্টাচার্য;
- নবীনকিশোর শর্মণ;
- ষষ্ঠীচরণ দেবশর্মা;
- বাণীবিনোদ বিদ্যাবিনোদ;
- শ্রীমতী কনিষ্ঠা;
- শ্রীমতী মধ্যমা;
অন্যদিকে,
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম 'অনিলা দেবী'।
- 'অচিন্ত্যকুমার সেনগুপ্ত' এর সাহিত্যিক ছদ্মনাম- 'নীহারিকা দেবী'।
- মহাশ্বেতা দেবীর ছদ্মনাম- সুমিত্রা দেবী।

0
Updated: 2 months ago