বুদ্ধদেব বসুর জন্ম কবে?
A
১৯০৫ সালের ৩০ জুন
B
১৯০৭ সালের ১৫ ডিসেম্বর
C
১৯০৮ সালের ৩০ নভেম্বর
D
১৯১০ সালের ১ জানুয়ারি
উত্তরের বিবরণ
বুদ্ধদেব বসু (১৯০৮–১৯৭৪)
-
জন্ম: ৩০ নভেম্বর ১৯০৮, কুমিল্লা।
-
আদি নিবাস: বিক্রমপুরের মালখানগর।
-
তিনি ছিলেন তিরিশের দশকের অন্যতম সাহিত্যিক, সমালোচক ও সম্পাদক।
-
কেবল কবি নন, বাংলা সাহিত্যের প্রায় সব শাখায় তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।
-
প্রথম জীবনে তিনি রোম্যান্টিক কবিচেতনার অধিকারী হলেও পরে মননশীলতা ও বুদ্ধিবৃত্তিকে গুরুত্ব দেন।
-
প্রবন্ধ ও সমালোচনায় তিনি সূক্ষ্ম বুদ্ধিবৃত্তির পরিচয় দেন।
-
তাঁর গদ্যশৈলীতে স্পষ্ট ব্যক্তিত্বের ছাপ বিদ্যমান।
-
পদ্য ও গদ্য মিলিয়ে তাঁর গ্রন্থসংখ্যা শতাধিক।
-
রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক হিসেবে খ্যাত।
-
বাংলা কাব্যের পঞ্চপাণ্ডবদের একজন।
গল্পগ্রন্থ
-
অভিনয়, অভিনয় নয়
-
রেখাচিত্র
-
হাওয়া বদল
উপন্যাস
-
তিথিডোর
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা
কাব্যগ্রন্থ
-
কঙ্কাবতী
-
দময়ন্তী
-
মর্মবাণী
-
যে আঁধার আলোর অধিক
নাটক
-
মায়া মালঞ্চ
-
তপস্বী ও তরঙ্গিনী
-
কলকাতার ইলেক্টা
-
সত্যসন্ধ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'তিথিডোর' বুদ্ধদেব বসু রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
Created: 1 month ago
A
উপন্যাস
B
নাটক
C
প্রবন্ধ
D
কাব্যগ্রন্থ
‘তিথিডোর’ – বুদ্ধদেব বসু
-
রচনা ও প্রকাশ: বুদ্ধদেব বসু রচিত ‘তিথিডোর’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৪৮ সালে।
-
সংগঠন: উপন্যাসটি তিন খণ্ডে বিভক্ত – শ্রাবণ, করুণ রঙিন পথ, যবনিকা কম্পমান।
-
বিষয়বস্তু: বাঙালি মধ্যবিত্তের নারী-পুরুষ জীবনযাপনের মনোরম কাহিনি। মূল উপজীব্য প্রেম ও যৌবন।
-
শৈলী: গীতিময় ভাষা, কাব্যময়তা এবং শেষাংশে ‘চৈতন্যপ্রবাহ’-ধর্মী বর্ণনাভঙ্গি।
বুদ্ধদেব বসু রচিত অন্যান্য উপন্যাস:
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
বুদ্ধদেব বসু রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Created: 3 weeks ago
A
তিথিডোর
B
সাড়া
C
কঙ্কাবতী
D
নির্জন স্বাক্ষর
বুদ্ধদেব বসু একজন প্রখ্যাত সাহিত্যিক, সমালোচক ও সম্পাদক। তিনি বাংলা কাব্যের পঞ্চপাণ্ডবের অন্যতম কবি হিসেবে পরিচিত। বুদ্ধদেব বসুর জন্ম ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায়, পরিবারের আদি নিবাস বিক্রমপুরের মালখানগরে।
-
জন্ম: ৩০ নভেম্বর, ১৯০৮, কুমিল্লা
-
পেশা: সাহিত্যিক, সমালোচক, সম্পাদক
-
বিশেষত্ব: বাংলা কাব্যের পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য
রচিত কাব্যগ্রন্থ:
-
মর্মবাণী
-
বন্দীর বন্দনা
-
কঙ্কাবতী
-
যে আঁধার আলোর অধিক
-
মরচেপড়া পেরেকের
-
একদিন চিরদিন
রচিত উপন্যাস:
-
তিথিডোর
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা

0
Updated: 3 weeks ago
বুদ্ধদেব বসু রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Created: 3 weeks ago
A
মহাপৃথিবী
B
মর্মবাণী
C
তন্বী
D
অর্কেষ্ট্রা
বুদ্ধদেব বসু একজন সাহিত্যিক, সমালোচক এবং সম্পাদক হিসেবে পরিচিত। তিনি ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন এবং তাঁর পরিবারের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগর। বাংলা কাব্যের পঞ্চপাণ্ডবের অন্যতম সদস্য হিসেবে বুদ্ধদেব বসু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
-
কাব্যগ্রন্থসমূহ:
-
মর্মবাণী
-
বন্দীর বন্দনা
-
কঙ্কাবতী
-
যে আঁধার আলোর অধিক
-
মরচেপড়া পেরেকের
-
একদিন চিরদিন
-
-
উপন্যাসসমূহ:
-
তিথিডোর
-
সাড়া
-
সানন্দা
-
লালমেঘ
-
পরিক্রমা
-
কালো হাওয়া
-
নির্জন স্বাক্ষর
-
নীলাঞ্জনার খাতা
-
-
অন্য কাব্যগ্রন্থসমূহ:
-
জীবনানন্দ দাশ: মহাপৃথিবী
-
সুধীন্দ্রনাথ দত্ত: তন্বী, অর্কেষ্ট্রা
-

0
Updated: 3 weeks ago