According to the speaker, what is the true source of beauty and the ability to perceive it in nature?
A
The external world
B
A person's inner joy
C
A strong wind
D
Good friendships
উত্তরের বিবরণ
In “Dejection: An Ode”, Coleridge stresses that nature’s beauty is not inherently sufficient to inspire or uplift—it requires a receptive, emotionally alive mind:
-
Inner emotional state as the key: The speaker observes that while the natural world remains “sweet” and vibrant, his own grief and lack of imaginative power prevent him from experiencing its beauty.
-
Loss of creative and emotional vitality: The poem portrays a condition where external stimuli (nature, light, sound) cannot penetrate the speaker’s dejection, showing that the aesthetic experience is inseparable from the observer’s inner life.
-
Romantic principle: This aligns with Romantic thought, which sees subjective emotion and imaginative engagement as central to perceiving and responding to the sublime in nature.

0
Updated: 1 month ago
What role do the First Voice and Second Voice play?
Created: 1 month ago
A
Sailors guiding the ship
B
Angels singing
C
Spirits deciding Mariner’s penance
D
Demons punishing him
First Voice এবং Second Voice মেরিনারের পাপ ও শাস্তি নিয়ে আলোচনা করে। তারা বলে যে, মেরিনার আংশিক পাপমোচন পেয়েছে, তবে তাকে আরও শাস্তি ভোগ করতে হবে। এই কণ্ঠস্বরগুলো divine judgment-এর প্রতীক।

0
Updated: 1 month ago
In Coleridge's poem "Christabel", Geraldine symbolizes -
Created: 3 weeks ago
A
Sin
B
Religiosity
C
Love
D
Friendship
Christabel ও Geraldine
-
"Christabel" একটি long narrative ballad।
-
কবিতায় Christabel একজন তরুণী যিনি মধ্যরাতে একাকী গাছপালা ঘেরা জায়গায় যান এবং প্রার্থনা করেন।
-
কবিতার মূল থিম: sin versus religiosity, evil versus devoutness, এবং sexuality versus purity।
-
প্রতীক:
-
Christabel → Religiosity
-
Geraldine → Sin
-
Samuel Taylor Coleridge (1772–1834):
-
British poet, English lyrical poet, critic, এবং philosopher।
-
Lyrical Ballads-এর মাধ্যমে Romantic movement শুরু হয়, William Wordsworth-এর সঙ্গে যৌথভাবে।
-
বিখ্যাত কাজসমূহ:
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
The Rime of the Ancient Mariner
-

1
Updated: 3 weeks ago
Which poem did Coleridge write in response to Wordsworth's Immortality Ode?
Created: 1 week ago
A
The Rime of the Ancient Mariner
B
Kubla Khan
C
Dejection: An Ode
D
Christabel
কোলরিজের “Dejection: An Ode” মূলত ওয়ার্ডসওয়ার্থের “Ode: Intimations of Immortality” কবিতার প্রতিক্রিয়া হিসেবে লেখা। এই কবিতায় কোলরিজ নিজের মানসিক অবসাদ, সৃষ্টিশীল আনন্দ হারানোর যন্ত্রণা এবং প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার অনুভূতি প্রকাশ করেছেন।
যেখানে ওয়ার্ডসওয়ার্থের কবিতায় আত্মার অমরত্ব ও শৈশবের পবিত্র আনন্দের স্মৃতি উদযাপিত হয়েছে, সেখানে কোলরিজ দেখিয়েছেন তার সেই আনন্দ অনুভব করার ক্ষমতা হারানোর বেদনা।
মূল দিকগুলো:
-
কোলরিজ এই কবিতায় ব্যক্তিগত “dejection” বা মানসিক অবসাদকে কেন্দ্র করে তাঁর আত্মিক সংকট প্রকাশ করেন।
-
কবিতাটি ওয়ার্ডসওয়ার্থের আশাবাদী স্বরের বিপরীতে এক প্রকার অন্তর্দহন ও আত্মবিচ্ছেদের প্রতিফলন।
-
এখানে কোলরিজের উদ্দেশ্য ছিল ওয়ার্ডসওয়ার্থের ভাবনার পুনর্মূল্যায়ন—তিনি দেখাতে চেয়েছেন, বাহ্যিক প্রকৃতি তখনই আনন্দ দিতে পারে যখন অন্তরের আনন্দ জীবিত থাকে।
তাই “Dejection: An Ode” শুধুমাত্র প্রতিক্রিয়া নয়, বরং এক গভীর আত্মপ্রকাশ যেখানে কোলরিজ নিজের কবি-সত্তার ক্ষয় স্বীকার করেছেন।

0
Updated: 1 week ago