The epigraph of "Dejection: An Ode" is taken from which ballad?
A
"The Unquiet Grave"
B
"La Belle Dame Sans Merci"
C
"Ballad of Sir Patrick Spence"
D
"Bonny Barbara Allen"
উত্তরের বিবরণ
The epigraph from the “Ballad of Sir Patrick Spence” does more than just decorate the poem—it establishes both tone and theme:
-
Somber and ominous tone: The imagery of a “new Moon with the old Moon in her arms” is eerie and unnatural, suggesting something is wrong or out of balance.
-
Foreshadowing inner turmoil: Just as the sailors in the ballad anticipate a literal storm, Coleridge’s speaker anticipates an emotional and creative storm—his own dejection and loss of imaginative power.
-
Connection to nature and fate: The epigraph reflects a Romantic preoccupation with nature as a mirror of human emotion, showing how external signs (the moon, the storm) symbolize inner states of mind.
In short, the epigraph sets up the central metaphor of the poem: the poet’s inner dejection as a turbulent storm threatening to overwhelm his spirit.

0
Updated: 1 month ago
What sound does the wind produce in Section VII of “Dejection : an Ode”?
Created: 1 month ago
A
Gentle lullaby
B
Agonized scream of torture
C
Joyful melody
D
Silent whisper
কবি বাতাসকে শোনেন যন্ত্রণার চিৎকারের মতো—“What a scream / Of agony by torture lengthened out / That lute sent forth!”। এটি প্রকৃতির ভয়াবহ শক্তির প্রতীক। বাতাসকে তিনি বীণার মতো কল্পনা করেছেন, যা যন্ত্রণার সুর বাজাচ্ছে। এর মাধ্যমে তিনি তাঁর অন্তরের অশান্তি ও কষ্ট প্রকাশ করেছেন।

2
Updated: 1 month ago
Who is addressed as “O Lady” throughout the poem “Dejection : an Ode”?
Created: 1 month ago
A
Coleridge’s mother
B
His wife, Sara Fricker
C
Sara Hutchinson, his beloved
D
A mythical Muse
“O Lady” বলতে Coleridge আসলে Sara Hutchinson–কে বোঝাচ্ছেন। তিনি কোলরিজের ঘনিষ্ঠ প্রিয়জন ছিলেন। কবি নিজের দুঃখের স্বীকারোক্তি করলেও Sara–র জন্য তিনি আনন্দ, শান্তি আর প্রেরণার প্রার্থনা করেছেন। শেষ অংশে তার প্রতি আশীর্বাদ কাব্যের আবেগময় সৌন্দর্যকে পূর্ণ করে।

1
Updated: 1 month ago
Which of the following is considered a core characteristic of Romanticism, strongly evident in Coleridge's works?
Created: 1 month ago
A
Emphasis on rationalism and Enlightenment philosophy.
B
Valuing urban life and industrial progress.
C
A focus on emotion, imagination, and the sublime in nature.
D
Strict adherence to classical poetic forms and meters.
Romanticism একটি শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত ও বৌদ্ধিক আন্দোলন যা ইউরোপে 18শ শতকের শেষের দিকে শুরু হয়। এটি মূলত emotion এবং individualism এর উপর গুরুত্বারোপ করেছিল, পাশাপাশি অতীত এবং প্রকৃতির প্রশংসা করত,
যেখানে medieval যুগকে classical যুগের চেয়ে প্রাধান্য দেওয়া হয়েছিল। Samuel Taylor Coleridge ইংরেজি Romantic movement-এর একজন প্রধান ব্যক্তিত্ব ছিলেন।
তার লেখা, যেমন "The Rime of the Ancient Mariner" এবং "Kubla Khan," Romantic আদর্শের স্পষ্ট উদাহরণ।
-
Emotion and Imagination: Coleridge-এর কবিতা মানুষের মন, স্বপ্ন এবং সৃজনশীল ক্ষমতার গভীরে প্রবেশ করে। উদাহরণস্বরূপ, "The Rime of the Ancient Mariner" এ guilt, suffering, এবং redemption এর থিমগুলি ফুটিয়ে তোলা হয়েছে, যা vivid imagery এবং কল্পনার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
-
The Sublime in Nature: Romantic কবিরা প্রকৃতিকে কেবল পটভূমি হিসেবে দেখেননি; এটি একটি শক্তিশালী ও awe-inspiring force যা গভীর emotional এবং spiritual অভিজ্ঞতা জাগাতে পারে। Coleridge প্রায়শই প্রকৃতিকে রহস্যময়, মহৎ এবং মানুষের মনকে উভয়ভাবে ভয়ানক ও উন্নীত করার মতোভাবে চিত্রিত করেছেন।
-
Supernatural Elements: কল্পনার সঙ্গে সম্পর্কিত, Coleridge প্রায়ই তার কাজগুলিতে supernatural এবং fantastical elements ব্যবহার করেছেন, যা Enlightenment-এর rationalism থেকে তার রচনাগুলিকে আলাদা করে।

0
Updated: 3 weeks ago