Which year was the edited, final version of "Dejection: An Ode" published?
A
1802
B
1817
C
1798
D
1820
উত্তরের বিবরণ
April 1802: Coleridge initially composed the poem as a personal letter to Sara Hutchinson, titled “A Letter to Sara Hutchinson.”
-
October 1802: A revised, shorter version was first published in the Morning Post newspaper.
-
1817: The definitive, edited version, titled “Dejection: An Ode,” was published in Coleridge’s collection Sibylline Leaves.
This 1817 version is considered the final, authoritative text of the poem, reflecting Coleridge’s polished reflections on dejection, imagination, and the poet’s inner state.

0
Updated: 1 month ago
Christabel, the famous Gothic ballad, is written during -
Created: 1 month ago
A
Neoclassical period
B
Romantic period
C
Victorian period
D
Modern period
Christabel
-
এটি Samuel Taylor Coleridge রচিত একটি unfinished Gothic ballad।
-
লেখা হয় ১৭৯৭-১৮০০ সালের মধ্যে, তবে সম্পূর্ণ হয়নি।
-
গল্পে, Christabel নামের এক তরুণী এক রাতে বনে গিয়ে Geraldine নামের এক রহস্যময় মহিলাকে দেখে, যিনি বলে তিনি বিপদে।
-
Christabel তাকে নিজের প্রাসাদে নিয়ে আসে, কিন্তু ধীরে ধীরে Geraldine-এর অদ্ভুত আচরণ প্রকাশ পায়।
-
কবিতাটি Geraldine-এর প্রকৃত পরিচয় এবং Christabel-এর উপর তার প্রভাব ঘিরে রহস্যময় আবহ তৈরি করে।
-
একই সাথে এতে Sin versus Religiosity, Evil versus Devoutness, Sexuality versus Purity উপস্থাপন করা হয়েছে।
-
Christabel হলো religiosity-এর প্রতীক, অপরদিকে Geraldine হলো sin-এর প্রতীক।
-
এটি Romantic Period এর একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম।
Samuel Taylor Coleridge
-
তিনি একজন British poet।
-
ছিলেন রোমান্টিক কবি, সমালোচক এবং দার্শনিক।
-
তাঁর কবিতা বিশেষ করে The Rime of the Ancient Mariner এবং Kubla Khan আজও সাহিত্যে বিশাল প্রভাব বিস্তার করে।
Notable Works
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Poem)
-
Dejection: An Ode (Poem)
-
Frost at Midnight (Poem)
-
Kubla Khan (Poem)
-
Lyrical Ballads (Book)
-
The Rime of the Ancient Mariner (Poem)
Source: Britannica; An ABC of English Literature by Dr. M Mofizar Rahman

0
Updated: 1 month ago
In Lyrical Ballads, Coleridge was responsible for contributing poems that explored which aspect, often drawing on the supernatural and the exotic?
Created: 1 month ago
A
The beauty of everyday life and common speech
B
Tales of social injustice and political reform.
C
The profound beauty of the natural world.
D
The mysteries of human nature and the power of imagination, often with a Gothic or fantastical element.
এই প্রশ্নের সঠিক উত্তর হলো: d) The mysteries of human nature and the power of imagination, often with a Gothic or fantastical element.
Lyrical Ballads (1798) ছিল Wordsworth এবং Coleridge-এর যৌথ কবিতা সংকলন, তবে তাদের অবদান আলাদা থিমকে কেন্দ্র করে গড়ে উঠেছিল।
-
Wordsworth বেশি গুরুত্ব দিয়েছেন ordinary life এবং common speech-এর সৌন্দর্যে। তিনি nature এবং সাধারণ মানুষের অভিজ্ঞতাকে উদযাপন করেছেন।
-
Coleridge অন্যদিকে, human nature-এর রহস্য এবং imagination-এর শক্তি নিয়ে কাজ করেছেন। তার কবিতায় supernatural, Gothic বা fantastical element প্রায়ই পাওয়া যায়।
-
উদাহরণস্বরূপ, Coleridge-এর The Rime of the Ancient Mariner-এ maritime supernatural ঘটনা, moral ও psychological দিকের অনুসন্ধান এবং চমৎকার fantastical imagery রয়েছে—যা তার Lyrical Ballads-এর স্বতন্ত্র স্টাইলকে প্রকাশ করে।
অতএব, যেখানে Wordsworth grounded poetry in ordinary life, সেখানে Coleridge delved into imagination, mystery, and the uncanny.

0
Updated: 2 weeks ago
How does Coleridge create a sense of the sublime in the poem?
Created: 1 month ago
A
By using mathematical precision
B
Through the mixture of beauty and terror
C
By describing everyday events
D
Through humor and irony
“Kubla Khan”–এ sublime বা মহিমান্বিত অভিজ্ঞতা এসেছে কারণ কোলরিজ সৌন্দর্য ও ভয়ের সমন্বয় করেছেন। বাগান, ফুল, নদীর সৌন্দর্য যেমন আছে, তেমনি ফোয়ারা, খাদ, যুদ্ধের ভবিষ্যদ্বাণী ভয়ের অনুভূতি আনে। এই বৈপরীত্য মানুষকে simultaneously আকর্ষণ ও আতঙ্কিত করে। এটিই Romantic Sublime–এর মূল বৈশিষ্ট্য।

1
Updated: 1 month ago