"Dejection an Ode" opens with Coleridge wishing the storm for-
A
Last for an entire week
B
Bring with it an abundant snowfall
C
Shake him out of his deep dejection
D
Pass by without leaving any trac
উত্তরের বিবরণ
Symbolism of the Storm: In Dejection: An Ode, the storm represents dynamic, transformative energy—a natural force capable of stirring dormant feelings and rekindling the poet’s emotional and creative vitality.
Emotional Renewal: Coleridge longs for this dramatic upheaval to break the paralysis of his melancholy, hoping that the tumult of nature might jolt his imagination back to life.
Limitation Realized: Despite this desire, he recognizes that external forces alone cannot revive the “shaping spirit of Imagination” within him. True creative inspiration must come from within, highlighting the poem’s meditation on the interdependence of nature and inner psychological states.
Overall Effect: The storm functions as a metaphor for both longing and frustration, reflecting the Romantic idea that while nature can inspire, the poet’s internal state ultimately governs artistic and emotional vitality.

0
Updated: 1 month ago
What literary form does "The Rime of the Ancient Mariner" take?
Created: 1 month ago
A
An epic
B
A sonnet
C
An ode
D
A literary ballad
"The Rime of the Ancient Mariner" একটি Literary Ballad হিসেবে মূলত একটি narrative poem, অর্থাৎ এটি একটি গল্প বলা কাব্য। এই কবিতায় একটি sailor-এর রহস্যময় যাত্রা এবং তার spiritual awakening বা আধ্যাত্মিক জাগরণের গল্প বলা হয়েছে।
-
Narrative Poem: একটি ballad মূলত গল্প বলার জন্য লেখা হয়। এখানে Coleridge একটি দীর্ঘ, dramatic গল্প উপস্থাপন করেছেন যা পাঠককে sailor-এর অভিজ্ঞতা ও আধ্যাত্মিক শিক্ষা দেখায়।
-
Stylistic Features: Coleridge পুরনো folk ballads-এর ফর্ম এবং conventions অনুকরণ করেছেন, কিন্তু literary sensibility বা সাহিত্যিক সূক্ষ্মতা যোগ করেছেন।
-
Structure: কবিতাটি প্রধানত চার লাইনের stanza (quatrains) দিয়ে গঠিত, যা classic ballad-এর রীতি।
-
Meter and Rhyme: সাধারণত ABCB rhyme scheme ব্যবহার করা হয়েছে এবং iambic tetrameter ও iambic trimeter এর মধ্যে alternation আছে, যা একটি song-like rhythm তৈরি করে।
-
Language: Coleridge ইচ্ছাকৃতভাবে archaic language ব্যবহার করেছেন, যাতে কবিতার ancient, timeless অনুভূতি ফুটে ওঠে। এটি Romantic যুগের contemporaries যেমন Wordsworth-এর সহজ ও accessible ভাষা থেকে আলাদা।
-
Supernatural Elements: কবিতার supernatural events এবং স্পষ্ট moral lesson এটিকে traditional folk ballads থেকে ভিন্ন করে তোলে।

1
Updated: 2 weeks ago
Why does the Pilot faint when he hears the Mariner’s voice?
Created: 1 month ago
A
Because he was sick
B
Because he thought the Mariner was a ghost
C
Because he was terrified by the supernatural experience of the sinking ship
D
Because he was too old
মেরিনারের জাহাজ ডুবে যাওয়ার সময় প্রচণ্ড শব্দে চারদিক কেঁপে ওঠে। পাইলট ভয় পেয়ে ভাবে সে ভূত দেখছে। মেরিনারের কণ্ঠস্বর তাকে আরও আতঙ্কিত করে তোলে।

0
Updated: 1 month ago
Coleridge, along with which other major poet, published Lyrical Ballads (1798), a foundational text of English Romanticism?
Created: 1 month ago
A
Lord Byron
B
Percy Bysshe Shelley
C
William Wordsworth
D
John Keats
Lyrical Ballads (1798) ছিল Coleridge এবং Wordsworth-এর যৌথ প্রকাশনা, যা ইংরেজি রোমান্টিক আন্দোলনের সূচনা চিহ্নিত করে। এতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় emotion, nature, imagination এবং ordinary life in poetry-এর ওপর।
-
Lyrical Ballads (1798) joint publication ছিল Samuel Taylor Coleridge এবং William Wordsworth-এর।
-
এটি English Romantic movement-এর সূচনা হিসেবে ধরা হয়।
-
এই আন্দোলনে মূলত emotion, nature, imagination এবং common man-এর জীবন কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছিল।
-
পরবর্তীতে Lord Byron, P. B. Shelley, এবং John Keats রোমান্টিক কবি হিসেবে খ্যাতি পান, কিন্তু তারা এই original publication-এর সঙ্গে যুক্ত ছিলেন না।

0
Updated: 2 weeks ago